E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

'মানুষ হত্যা করে কেউ জান্নাত লাভের আশা করতে  পারেনা'   

২০১৬ জুলাই ২০ ১৬:৩৩:৫২
'মানুষ হত্যা করে কেউ জান্নাত লাভের আশা করতে  পারেনা'   

বাকৃবি প্রতিনিধি :মানুষ হত্যা করে কেউ জান্নাত লাভের আশা করতে পারে না। ইসলাম কখনই জঙ্গীবাদ ও সন্ত্রাসকে সমর্থন করে না। সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী এ আয়োজনে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহনই প্রমাণ করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) জঙ্গী ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে।

বুধবার বাকৃবিতে সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে সচেতনতামূলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান এসব কথা বলেন।

বুধবার সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী সচেতনতামূলক এক আলোচনা সভার আয়োজন করা হয়। বাকৃবির ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ আল-মামুনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।

প্রধান পৃষ্টপোষক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড.মো. আলী আকবর। সভার প্রধান আলোচক হিসেবে ঢাকার সোবাহানবাগ জামে মসজিদের খতিব শাহ মো. ওয়ালীউল্লাহ উপস্থিত ছিলেন।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে বাকৃবির ছাত্র বিষয়র উপদেষ্টা অধ্যাপক ড.মো. জসিমউদ্দিন খান, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জি.এম সালেহ উদ্দিন, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ময়মনসিংহ জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী উপস্থিত ছিলেন। অনূষ্ঠানের সঞ্চলনা করেন সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড.মো. আলমগীর হোসেন। আলোচনা সভার পূর্বে বিশ্ববিদ্যালয়ের হ্যালিপেড থেকে এক র‌্যালী বের করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ে সকল শিক্ষক, শিক্ষার্থী, কমকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করে।

সভায় প্রধান আলোচক ঢাকার সোবাহানবাগ জামে মসজিদের খতিব শাহ মো. ওয়ালীউল্লাহ বলেন, ইসলাম শান্তির ধর্ম। ইসলামে কখনো সন্ত্রাস, জঙ্গীবাদ, গুপ্তহত্যা ও আত্মহত্যা সমর্থন করে না।

তিনি আরো বলেন, আমাদের পথ-প্রদর্শক বিশ্বনবী হযরত মোহাম্মদ (সঃ) ও তাঁর অনুসারীদের অনেক নির্যাতন অত্যাচার সহ্য করতে হয়েছিলো। তবু কখনো তিনি প্রতিশোধ গ্রহণের চিন্তাও করেননি বরং ধৈর্য্য ধারনের উপদেশ দিয়েছেন এবং অত্যাচারীদের ক্ষমা করে দিয়েছেন।

যার হাত ও জিহ্বা অন্যর অনিষ্ট হতে হেফাজত নয় সে প্রকৃত মুমিন নয়। বাবা-মাকে অসন্তুষ্টি করে জান্নাত পাওয়া যাবে না বলেও উল্লেখ করেন তিনি। এছাড়া তিনি প্রত্যেক ধর্মের মৌলিক শিক্ষা পাঠ্যপুস্তকে অর্ন্তভূক্ত করার জন্যও সরকারকে পরামর্শ দেন।

(এমএসএস/এস/জুলাই ২০,২০১৬)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test