E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাবিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার

২০১৬ জুলাই ২২ ১৭:২৮:১৫
রাবিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার

রাবি প্রতিনিধি : রাজধানীর গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলাসহ সারাদেশে নানা অপ্রীতিকর ঘটনা রুখতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নিরাপত্তা জোরদার করা হয়েছে। শুক্রবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের ফটকগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পাশাপাশি বহিরাগতদের ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের পরিচয়পত্র ছাড়া চলাচলে সতর্ক ও নজরদারিতে রাখা হয়েছে।

সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, কাজলা, বিনোদপুর ও স্টেশন বাজার গেটে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গেটগুলো দিয়ে বহিরাগতদের প্রবেশ করতে দেয়া হচ্ছে না। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় গেট দিয়ে চান চলাচলও বন্ধ করে দেয়া হয়েছে।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মজিবুল হক আজাদ খান জানান, পুলিশ নিজেদের প্রয়োজনে ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করেছে। আমরা তাদের কাছে নিরাপত্তা বাড়ানোর জন্য বলিনি। পুলিশ প্রশাসন আমাদের কাছে শুধু সাহায্য চেয়েছে। তাই আমরা তাদের সাহায্য করছি মাত্র।

জানতে চাইলে মতিহার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, শুক্রবার থেকে প্রতিদিন নগরীর সঙ্গে সঙ্গে রাবিতেও নিরাপত্তা জোরদার করা হয়েছে।

(ওএস/এএস/জুলাই ২২, ২০১৬)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test