E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাকৃবিতে জঙ্গি মোকাবেলায় সচেতনতা বৃদ্ধির লক্ষে র‌্যালি

২০১৬ আগস্ট ০১ ১৫:৫৬:০৪
বাকৃবিতে জঙ্গি মোকাবেলায় সচেতনতা বৃদ্ধির লক্ষে র‌্যালি


বাকৃবি প্রতিনিধি :বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কখনো সন্ত্রাস ও জঙ্গিবাদ স্থান পাবে না। সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধি অনুষ্ঠানে সকলের স্বতঃফূর্ত অংশগ্রহণই তার প্রমাণ করে। বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সন্ত্রাস ও জঙ্গি মোকাবেলায় সচেতনতা বৃদ্ধির লক্ষে আয়োজিত র‌্যালি পরবর্তী মানববন্ধনে উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর এসব কথা বলেন।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ বড় ধরনের দু’টি সন্ত্রাসী ও জঙ্গিহামলার প্রতিবাদে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) র‌্যালি ও মানববন্ধননের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয় থেকে জঙ্গি ও সন্ত্রাসবাদ রুখে দিতে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন করতে ওই মানববন্ধনের আয়োজন করা হয়।
সোমবার সকাল ১১টার দিকে হ্যালিপ্যাড হতে র‌্যালি বের হয়ে ভেটেরিনারি অনুষদের সামনে এসে শেষ হয়। পওে সেখানে ঘণ্টা ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. সচ্চিদানন্দ দাস চৌধুরীর সভাপতিত্বে মানবন্ধনের বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. ছোলায়মান আলী ফকির, গণতান্ত্রিক শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. মো. আবদুর রহমান সরকার, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের পরিচালক অধ্যাপক ড. মঞ্জুরুল আলম, উদ্ভিদ রোগতত্ব বিভাগের সিনিয়র শিক্ষক অধ্যাপক ড. ইসমাইল হোসেন প্রমূখ।
এসময় বক্তারা বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ কখনো সমাজ ও জাতিকুলের মঙ্গল বয়ে আনে না একে সবাই ঘৃণা করে।। জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়তে হলে পরিবার থেকেই সচেতনা সৃষ্টি করতে হবে। সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মীয়, সামাজিক, নৈতিক ও মূল্যবোধের শিক্ষা দিতে হবে।

র‌্যালি ও র‌্যালি পরবর্তী মানববন্ধনের বিশ্ববিদ্যালয়ের প্রায় দুই সহ¯্রাধিক শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।





(এমএসএস/এস/আগস্ট ০১,২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test