E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাকৃবিতে কার্যকরী শিক্ষাদান ও শিক্ষার মূল্যায়ন বিষয়ক কর্মশালা

২০১৬ আগস্ট ২৭ ১৭:৩৬:২৬
বাকৃবিতে কার্যকরী শিক্ষাদান ও শিক্ষার মূল্যায়ন বিষয়ক কর্মশালা

বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কৃষি শিক্ষার কার্যকরী শিক্ষাদান ও শিক্ষার যথাযথ মূল্যায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০টার দিকে কৃষি অনুষদের সম্মেলন কক্ষে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে কর্মশালায় বিভিন্ন অনুষদের ৬৪জন শিক্ষককে প্রশিক্ষণ দেয়া হয়।

আইকিউএসির সভাপতি অধ্যাপক ড. মো. সোলায়মান আলী ফকিরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. সচ্চিদানন্দ দাস চৌধুরী। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. সুকুমার সাহা। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব এডুকেশন এ্যান্ড রিসার্চের অধ্যাপক ড. এস.এম হাফিজুর রহমান।

কর্মশালায় বক্তারা বলেন, আমাদের বিশ্ববিদ্যালয় গুলোতে কোর্স কারিকুলাম সংশোধনের প্রয়োজন। অতিরিক্ত ক্রেডিটে পড়াশুনা করতে হিমশিম খেতে হয় শিক্ষার্থীদের। ফলে শিক্ষার্থীরা প্রথম বর্ষ থেকেই একাডেমিকে উৎসাহ হারিয়ে চাকুরির পড়া শুরু করে। শিক্ষার্থীদের একাডেমিকে পড়ায় মনোযোগী করে যোগ্য গ্রাজুয়েট তৈরি করতে শিক্ষকদের কার্যকর ভূমিকা পালন করতে হবে।

কর্মশালায় কৃষি বিষয়ক শিক্ষা কিভাবে শিক্ষার্থীদের মাঝে কার্যকরীভাবে ছড়িয়ে দেয়া যায় এবং তারা কিভাবে সহজে তা আয়ত্ত্ব করতে পারবে এবিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়।

(এমএসএস/এএস/আগস্ট ২৭, ২০১৬)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test