E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঢাবির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু

২০১৬ সেপ্টেম্বর ২৩ ১০:২৭:৪৪
ঢাবির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু

স্টাফ রিপোর্টার : ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান শ্রেণির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। শুক্রবার সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হয়। চলবে বেলা ১১ টা পর্যন্ত।

‘খ’ ইউনিটে ২ হাজার ২৪১টি আসনের বিপরীতে আবেদনকারীর সংখ্যা ৩৪ হাজার ৬০৬ জন। প্রতি আসনের জন্য লড়ছে ১৫ শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের মোট ৭৩টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

ক্যাম্পাসের বাইরের কেন্দ্রগুলো হলো- বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ, গার্হস্থ্য অর্থনীতি কলেজ, ঢাকা সিটি কলেজ, আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ এবং বদরুন্নেছা মহিলা কলেজ।

ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে শিক্ষার্থীদের সংশ্লিষ্ট কাউকে পরীক্ষার হলে মোবাইল ফোনসহ টেলিযোগাযোগ করা যায় এমন ইলেক্ট্রনিক্স ডিভাইস/যন্ত্র নিয়ে প্রবেশ করতে দেওয়া হয়নি। অতিরিক্ত সর্তকতা মেনে প্রতিটি ভবনের প্রবেশ মুখে পুলিশের অবস্থান রয়েছে। এছাড়া গত বছরের মত এবারও ভ্রাম্যমাণ আদালত পরীক্ষার সময় দায়িত্ব পালন করছে।

ভর্তি পরীক্ষার সিট-প্ল্যানসহ যাবতীয় তথ্যের জন্য শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির ওয়েবসাইট admission.eis.du.ac.bd-এ ভিজিট করার পরামর্শ দেওয়া হয়েছে।

(ওএস/এএস/সেপ্টেম্বর ২৩, ২০১৬)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test