E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাকৃবি সাংবাদিকদের জন্য প্রশিক্ষণ কর্মশালা

২০১৬ অক্টোবর ১৫ ১৬:০৯:৪৯
বাকৃবি সাংবাদিকদের জন্য প্রশিক্ষণ কর্মশালা

বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যদের কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিশ্ববিদ্যালয়েরর অর্থায়নে ও গ্রাজুয়েট ট্রেনিং ইন্সটিটিউটের (জিটিআই) উদ্যোগে ৮ দিনব্যাপী “ইনভেসটিগেশন, স্পোটস এন্ড রিসার্চ রিপোর্টিং” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। কর্মশালাটি চলবে আগামী ২২অক্টোবর পর্যন্ত।

শনিবার সকাল ১০টার দিকে জিটিআই এর পরিচালক অধ্যাপক ড. এম. মোজহার আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো.আলী আকবর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. সচ্চিদানন্দ দাস চৌধুরী , শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড.মো.ছোলায়মান আলী ফকির, প্রক্টর ড.এ.কে.এম জাকির হোসেন।

কর্মশালায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় অনুসন্ধানী প্রতিবেদন রচনা, খেলাধূলা, বৈজ্ঞানিক গবেষণার প্রতিবেদন রচনা, ফটো সাংবাদিকতা ইত্যাদি বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিবেন দেশের প্রথিতযশা সাংবাদিকবৃন্দ। দেশের বিভিন্ন জাতীয় দৈনিকে কর্মরত ১৮জন বাকৃবি প্রতিনিধি কর্মশালায় অংশগ্রহণ করবেন।

(এসএস/এএস/অক্টোবর ১৫, ২০১৬)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test