E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জাবিতে ছাত্রফ্রন্টের বিক্ষোভ

২০১৭ এপ্রিল ০৮ ১৩:৪৪:২৫
জাবিতে ছাত্রফ্রন্টের বিক্ষোভ

জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ১ম বর্ষের প্রবেশিকা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের আগমনে বিক্ষোভ মিছিল ও মানবন্ধন করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বিশ্ববিদ্যালয় শাখা।

শনিবার (০৮ এপ্রিল) সাড়ে দশটায় অর্থমন্ত্রীর গাড়ি বহর বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করলে বিশ্ববিদ্যালয়ের অমর একুশের পাদদেশে তারা এ মানববন্ধন করেন।

মানববন্ধন শেষে অর্থমন্ত্রীর গাড়ি বহরের সামনে তারা বিক্ষোভ মিছিল করেন।

মানববন্ধনে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাসুক হেলাল অনিক বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ে পাঁচগুন বেতন বৃদ্ধির ঘোষণা বাংলাদেশের স্বাধীনতার সঙ্গে সাংঘর্ষিক। তাই অর্থমন্ত্রীর এ ঘোষণা দ্রুত প্রত্যাহারের দাবি জানাচ্ছি।

গত ৩০ মার্চ শেরে বাংলা নগর এনইসি সম্মেলন কেন্দ্রে এনজিওদের সঙ্গে প্রাক বাজেট আলোচনায় স্নাতক পর্যায়ে টিউশন ফি পাঁচগুণ বৃদ্ধির ঘোষণা দেন অর্থমন্ত্রী। এ ঘোষণার প্রতিবাদে তারা এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন।

এদিকে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাবি সংসদের নেতাকর্মীরা তিন দফা দাবিতে অর্থমন্ত্রীর কাছে স্মারকলিপি পেশ করেন। দাবিগুলো হলো- বিলম্বে টিউশন ফি পাঁচগুণ বৃদ্ধির এই ঘোষণা প্রত্যাহার করতে হবে। আগামী ২০১৭-১৮ অর্থ বাজেটে শিক্ষাখাতে মোট বাজেটের ২৫ ভাগ বরাদ্দ করতে হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক অর্থ বরাদ্দ বৃদ্ধি করতে হবে।

(ওএস/এসপি/এপ্রিল ০৮, ২০১৭)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test