E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নববর্ষ উদযাপনে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রস্তুত

২০১৭ এপ্রিল ১২ ১৩:৩২:০১
নববর্ষ উদযাপনে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রস্তুত

ঢাবি প্রতিনিধি : বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরের প্রথম দিন নব উল্লাসে মেতে উঠবে কোটি বাঙালির হৃদয়। এবারের পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ করেছে।

বৈশাখের প্রথম দিনে শুক্রবার সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের নেতৃত্বে চারুকলা অনুষদ থেকে বের হবে মঙ্গল শোভাযাত্রা।

সংগীত বিভাগের উদ্যোগে কলাভবন বটতলায় ১৪ এপ্রিল সকাল ৮টায় শুরু হবে সংগীতানুষ্ঠান। অনুষ্ঠানে জাতীয় সংসদের চিপ হুইপ আ স ম ফিরোজ এমপি, উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এবং কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন উপস্থিত থাকবেন।

বাংলা নববর্ষ ১৪২৪ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৪ এপ্রিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভুভুজেলা বাঁশি বাজানো ও বিক্রি, কোন ধরনের মুখোশ পরা এবং ব্যাগ বহন নিষিদ্ধ। ক্যাম্পাসে নববর্ষের দিন সকল ধরনের অনুষ্ঠান বিকাল ৫টার মধ্যে শেষ করতে হবে। এ ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করা হচ্ছে।

কেন্দ্রীয় সমন্বয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক ১৩ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার পর ক্যাম্পাসের আবাসিক এলাকায় স্টিকারযুক্ত গাড়ি ছাড়া কোন গাড়ি প্রবেশ করতে পারবে না। নববর্ষের দিন ক্যাম্পাসে কোন ধরনের যানবাহন চালানো যাবে না এবং মোটরসাইকেল চালানো সম্পূর্ণ নিষেধ। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বসবাসরতরা নিজস্ব গাড়ি নিয়ে যাতায়াতের জন্য শুধুমাত্র নীলক্ষেত মোড় সংলগ্ন গেইট ও পলাশী মোড় সংলগ্ন গেইট ব্যবহার করতে পারবেন।

(ওএস/এসপি/এপ্রিল ১২, ২০১৭)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test