E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বর্ষবরণে মঙ্গল শোভাযাত্রা জবির

২০১৭ এপ্রিল ১৪ ১১:৪১:০১
বর্ষবরণে মঙ্গল শোভাযাত্রা জবির

জবি প্রতিনিধি : ‘মাছে ভাতে বাঙ্গালি’ স্লোগানকে সামনে রেখে মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে বাংলা সন ১৪২৪ বরণ করে নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। এবারের শোভাযাত্রার মূল প্রতিপাদ্য বিষয় ‘জাতীয় মাছ ইলিশ’।

শুক্রবার সকাল সাড়ে নয়টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে মঙ্গল শোভাযাত্রাটি শুরু হয়ে পুরান ঢাকার বিভিন্ন মোড়, রাস্তা প্রদক্ষিণ করে ফের ক্যাম্পাসে এসে শেষ হয়।

জবি’র মঙ্গল শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন।

শোভাযাত্রায় জবি’র ৩৬টি বিভাগ ছাড়াও পুরান ঢাকার ঐতিহ্য ধরে রাখতে ব্যবসায়ী সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠনসহ ৪০টি প্রতিষ্ঠান এবং স্থানীয়রা অংশগ্রহণ করেন।

এবারের মঙ্গল শোভাযাত্রায় পুতুল, পাখি, বাঘ, পেঁচা ও রাজা-রানীর মুখোশ, ঘোড়া ও অন্যান্য লোকজ ঐতিহ্য উপস্থাপন করা হয়। এছাড়াও বিগত বছরসমূহের মঙ্গল শোভাযাত্রার প্রতিপাদ্য বাঘ ও বক, হাতি, কচ্ছপ এবং খরগোশও এতে স্থান পেয়েছে।

(ওএস/এসপি/এপ্রিল ১৪, ২০১৭)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test