E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

 বুধবার নজরুল বিশ্ববিদ্যালয়ের প্রথম সমার্বতন, প্রধান অতিথি রাষ্ট্রপতি

২০১৭ এপ্রিল ১৭ ২০:৪০:৩৫
 বুধবার নজরুল বিশ্ববিদ্যালয়ের প্রথম সমার্বতন, প্রধান অতিথি রাষ্ট্রপতি

মোস্তাফিজ নোমান, ত্রিশাল : বুধবার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রথম সমার্বতন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ। প্রথম সমাবর্তনকে ঘিরে চলছে সর্বত্রই উৎসবের আমেজ, নববধুর সাজে সজ্জিত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। নবীন প্রবীন শিক্ষার্থীদের মিলনমেলায় মুখরিত সেই চিরচেনা ক্যাম্পাস।  প্রথম সমাবর্তনের ঘোষণা আসার পর থেকেই শিক্ষার্থীদের মাঝে উৎসবের উদ্দীপনা ছড়িয়ে পড়েছে। সমাবর্তনকে কেন্দ্র করে বর্ণিল সাজে সাজানো হয়েছে পুরো ক্যাম্পাস। সব মিলিয়ে চারদিকে উৎসব মুখর পরিবেশ।

বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনে ১৩শত ৯৯জন গ্র্যাজুয়েট অংশগ্রহন করবেন এবং স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে সর্বোচ্চ নম্বরধারী ২৯ জন শিক্ষার্থীকে ৩২ টি স্বর্ণপদক দেওয়া হবে।

সমাবর্তন অনুষ্ঠানটি হবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন সংলগ্ন পুরাতন খেলার মাঠে। ইতোমধ্যেই শেষ হয়েছে স্টেজ ও প্যান্ডেল তৈরির এবং দুটি হেলিপ্যাড নির্মাণের কাজও। কেন্দ্রীয় খেলার মাঠে হেলিপ্যাডেই রাষ্ট্রপতিকে বহনকারী হেলিকপ্টার অবতরণ করবে বলে জানা গেছে। এদিকে রাষ্ট্রপতির আগমনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ে নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠান বেলা ২.৩০ টা থেকে শুরু হবে। সমাবর্তনের দিন রাষ্ট্রপতি অনুষ্ঠান স্থলে প্রবেশের সময় হবে শোভাযাত্র, এবং মঞ্চে আগমে পরিবেশিত হবে জাতীয় সঙ্গীত। তারপরই অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করবেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মোঃ আবদুল হামিদ। ধর্মীয় গ্রন্থ থেকে পাঠ শেষে বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের পরিবেশনায় নৃত্যসহ সূচনা সঙ্গীত অনুষ্ঠিত হবে। শুভেচ্ছা বক্তব্য রাখবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলম। তারপরই রাষ্ট্রপতি ও চ্যান্সেলর কর্তৃক ডিগ্রি ও স্বর্ণপদক প্রদান করা হবে। সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য রাখবেন, ইমেরিটাস প্রফেসর ড. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন, ইউজিসি চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান।

ইতিমধ্যে সমাবর্তনে অংশগ্রহনকারী গ্র্যাজুয়েটগন নির্ধারিত বুথ থেকে আমন্ত্রণপত্র এবং একাডেমিক গাউন (পোষাক) সংগ্রহ করেছেন। সমাবর্তন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ১৮এপ্রিল সমাবর্তনে অংশগ্রহনকারী গ্র্যাজুয়েটদের সকাল ১০টা হতে ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নতুন খেলার মাঠে রিহার্সেল (মহড়া) অনুষ্ঠিত হবে। ১৯ এপ্রিল বেলা ১২টা থেকে ১.৩০ টার মধ্যে সমাবর্তন অনুষ্ঠানস্থলে প্রবেশ করতে হবে। দুপুর ১.৩০টার পর আর কাউকে সমাবেশ স্থলে প্রবেশ করতে দেয়া হবে না বলেও জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এ সমাবর্তন অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় সমূহের উপাচার্যসহ ময়মনসিংহ বিভাগীয় সকল মন্ত্রী, এমপি, বর্তমান ও সাবেক মেয়র, আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, এবং সরকারের উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত থাকবেন।

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৪র্থ ব্যাচের শিক্ষার্থী আপেল মাহমুদ বলেন বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনে অংশগ্রহন করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। বিশ্ববিদ্যালয় জীবনের সেরা প্রাপ্তি পাচ্ছে শিক্ষার্থীরা। আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই ভিসি স্যার সহ বিশ্ববিদ্যালয় পরিবারকে আমাদেরকে এ সমাবর্তন উপহার দেয়া জন্য।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোঃ জাহিদুল কবীর বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনকে কেন্দ্র করে আমরা ব্যাপক প্রস্তুতি নিয়েছি। তিনি আরো বলেন, সমাবর্তন অনুষ্ঠান স্থলে মোবাইল ফোন বা কোন ধরনের ইলেক্ট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ করা যাবে না।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলম বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন সুষ্ঠুভাবে পালনের জন্য ইতিমধ্যে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রতিষ্টার পর থেকে ১০ বছরের মধ্যে ১ম সমাবর্তন করতে গেয়ে নিজেই আনন্দিত,শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে বড় প্রাপ্তিটাই থাকে এ সমাবর্তকে ঘিরে।

উল্লেখ্য, ২০০৬ সালের ৯মে’, দুখু মিয়ার স্মৃতি বিজড়িত ময়মনসিংহ শহরের অদূরে ত্রিশালে প্রতিষ্ঠা করা হয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। এ শিক্ষালয়টি দেখতে দেখতে ১১ বছরে পা রাখলো। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর আগামী ১৯ এপ্রিল’২০১৭ইং প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হবে।

(এমএন/এএস/এপ্রিল ১৭, ২০১৭)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test