E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বেরোবিতে প্রক্টর অপসারণ দাবি, প্রশাসনিক ভবনে তালা

২০১৭ এপ্রিল ২০ ১২:৩৭:০৪
বেরোবিতে প্রক্টর অপসারণ দাবি, প্রশাসনিক ভবনে তালা

বেরোবি প্রতিনিধি : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী দীপু চন্দ্র রায়ের বাবার মৃত্যুর ঘটনায় প্রক্টরের অপসারণ চেয়ে প্রশাসনিক ভবনে তালা দিয়ে আন্দোলন করেছেন বিভাগটির শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার সকাল সোয়া ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত প্রশাসনিক ভবনে তালা দিয়ে অবস্থান করেন শিক্ষার্থীরা। এসময় সকল প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকে।

পরে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. শফিক আশরাফ এ ঘটনা তদন্তে `তথ্যানুসন্ধান কমিটি` গঠন হয়েছে জানিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ায় কথা জানালে শিক্ষার্থীরা তালা খুলে দেন। বর্তমানে প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলেও জানান ওই সহকারী প্রক্টর।

এদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হেয়াত মামুদ ভবনের সামনে অবস্থান নিয়ে প্রক্টরের অপসারণের দাবিতে বিক্ষোভ করছেন।

এ ঘটনায় বাংলা বিভাগের অধ্যাপক ড. নাজমুল হককে আহ্বায়ক করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

কথা বললে পুলিশ ফাঁড়ি উপ-পরিদর্শক (এসআই) এরশাদ আলী বলেন, ক্যাম্পাস বর্তমানে শান্ত রয়েছে। শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে অবস্থান করছেন।

(ওএস/এসপি/এপ্রিল ২০, ২০১৭)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test