E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আইইউবিতে ভারতনাট্যম সন্ধ্যা

২০১৭ এপ্রিল ২৪ ১২:৪২:০৫
আইইউবিতে ভারতনাট্যম সন্ধ্যা

নিউজ ডেস্ক : মনোমুগ্ধকর ভারতনাট্যম (দক্ষিণ ভারতে উদ্ভূত সুবিখ্যাত ধ্রুপদী নৃত্য শৈলীবিশেষ) সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে রাজধানীর ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশে (আইইউবি)।

রাজধানীর বসুন্ধরায় বিশ্ববিদ্যালয়টির নিজস্ব ক্যাম্পাসে গত শনিবার (২২ এপ্রিল) আইইউবি ও সাংস্কৃতিক সংগঠন সাধনার যৌথ উদ্যোগে আয়োজিত এই একক ভারতনাট্যম অনুষ্ঠিত হয়।

আইইউবির পক্ষ থেকে আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে অনুষ্ঠানের বিষয়ে জানানো হয়।

ওইদিন সন্ধ্যায় অসাধারণ ধ্রুপদী নৃত্যশৈলী প্রদর্শন করে উপস্থিত দর্শকদের বিমোহিত করেন খ্যাতিমান শিল্পী কীর্তি রামগোপাল। প্রায় দেড় ঘণ্টার এই আয়োজনে নৃত্যের বিভিন্ন মুদ্রায় তিনি একে একে পরিবেশন করেন মাল্লারি, আলারিপ্পু, অষ্টপদী ও তিল্লানা। নৃত্যের তাল, অপূর্ব সুর-মূর্ছনা ও মোহনীয় আলোক প্রক্ষেপণে অভাবনীয় এক দৃশ্যপট তৈরি হয় আইইউবি মিলনায়তনে। দর্শক-শ্রোতারা মন্ত্রমুগ্ধ হয়ে উপভোগ করেন এই গুণী শিল্পীর প্রতিটি পরিবেশনা।

নৃত্য পরিবেশনা শেষে শিল্পীকে আইইউবির পক্ষ থেকে সম্মাননা জানানো হয়। আইইউবির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান রাশেদ চৌধুরী শুভেচ্ছাস্মারক হিসেবে রামগোপালকে আইইউবির উত্তরীয় পরিয়ে দেন। চট্টগ্রাম ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির চেয়ারম্যান তৌহিদ সামাদ এবং সাংস্কৃতিক সংগঠন সাধনার আর্টিস্টিক ডিরেক্টর লুবনা মরিয়ম শিল্পীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইইউবির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও অর্থ কমিটির চেয়ারম্যান এ কে আশরাফ উদ্দীন আহমেদ, আইইউবির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ওয়াজিদ আলী খান পন্নী, এ কাইয়ূম খান, চট্টগ্রাম ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির সাবেক চেয়ারম্যান বোর্ড অব ট্রাস্টিজের সদস এস এম আল হোসাইনী, ইএসটিসিডিটির সদস্য নিলুফার জাফরউল্লাহ এমপি, উপাচার্য অধ্যাপক এম ওমর রহমান, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং আমন্ত্রিত অতিথিরা।

(ওএস/এসপি/এপ্রিল ২৪, ২০১৭)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test