E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বেরোবির উপাচার্য হচ্ছেন অধ্যাপক কলিমুল্লাহ

২০১৭ জুন ০১ ১২:২৫:৩৭
বেরোবির উপাচার্য হচ্ছেন অধ্যাপক কলিমুল্লাহ

স্টাফ রিপোর্টার : রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য হিসেবে নিয়োগ পাচ্ছেন অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহ। আজ (১ জুন, বৃহস্পতিবার) উপাচার্য হিসেবে তাকে নিয়োগ দেয়া হবে। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রে জানা গেছে, গতকাল বুধবার উপাচার্য রাষ্ট্রপতির দফতর থেকে শিক্ষা মন্ত্রণালয়ে এ সংক্রান্ত সার-সংক্ষেপ আসার কথা থাকলেও তা এখনো পৌঁছায়নি। তবে আজ (বৃহস্পতিবার) উপাচার্য হিসেবে কলিমুল্লাহর নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত করা হবে।

অধ্যাপক কলিমুল্লাহ জাতীয় নির্বাচন পর্যবেক্ষক পরিষদের (জানিপপ) প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহ জনপ্রিয় টিভি টক শো ব্যক্তিত্ব। এ ছাড়া তিনি ঢাবির লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৫ সালে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপির) উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

(ওএস/এসপি/জুন ০১, ২০১৭)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test