E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চবির ২ ইনস্টিটিউটকে অনুষদে রূপান্তর

২০১৭ জুন ১২ ১৩:২৫:২০
চবির ২ ইনস্টিটিউটকে অনুষদে রূপান্তর

চবি প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অব এনভায়রনমেন্টাল সায়েন্স ও ইনস্টিটিউট অব মেরিন অ্যান্ড ফিশারিশ নামে দুটি ইনস্টিটিউটের নাম পরিবর্তন করে অনুষদে রূপান্তর করা হবে। পাশাপাশি নতুন এ দুটি অনুষদের অধীনে ৬টি বিভাগ করারও সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ৫০৯ তম সিন্ডিকেটে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. কামরুল হুদা।

তিনি জানান, সিন্ডিকেট সভায় এ দুটির নাম পরিবর্তন করে যথাক্রমে ফ্যাকাল্টি অব মেরিন সায়েন্স এবং ফ্যাকাল্টি অব এনভায়রনমেন্ট সায়েন্স রাখা হবে। এর মধ্যে মেরিন সায়েন্সের অধীনে ৩টি বিভাগ- ফিশারিজ, মেরিন সায়েন্স ও ওশানোগ্রাফি এবং এনভায়রনমেন্ট সায়েন্সের অধীনে ৩টি বিভাগ- ফরেস্ট্রি, এনভায়রনমেন্টাল সায়েন্স ও ক্লাইমেট চেঞ্চ ও ডিজাস্টার ম্যানেজমেন্টসহ মোট ৬টি বিভাগ খোলার ব্যাপারে সিন্ডিকেট সভায় একমত পোষণ করা হয়।

তিনি জানান, সিন্ডিকেটে বিষয়টি পাশের পর এখন সেটি সিনেটের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। সিনেটের অনুমোদনের পর ২০১৭-১৮ শিক্ষাবর্ষ থেকেই নতুন দুটি অনুষদের কার্যক্রম শুরু হবে।

(ওএস/এসপি/জুন ১২, ২০১৭)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test