E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

৫ বছর পর চালু হতে যাচ্ছে বেরোবির দুই ডরমেটরি

২০১৭ জুলাই ১৪ ১৪:০৯:২৪
৫ বছর পর চালু হতে যাচ্ছে বেরোবির দুই ডরমেটরি

বেরোবি প্রতিনিধি : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষক-কর্মকর্তাদের ডরমেটরি ভবন নির্মাণের নির্দিষ্ট সময়ের পাঁচ বছর পর তা চালু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সদ্য চালুকৃত এ দুইটি ভবনে শিক্ষক-কর্মকর্তাদের ২০টি পরিবার আবাসন সুবিধা পাবে বলে প্রশাসন সূত্র জানায়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও বেরোবি শিক্ষক-কর্মকর্তা ডরমেটরি বরাদ্ধ কমিটির সদস্য সচিব মুহাম্মদ ইব্রাহীম কবীর বলেন, গতকাল বৃহস্পতিবার ডরমেটরি বরাদ্ধ কমিটির সভায় চলতি মাসের মধ্যেই শিক্ষক এবং কর্মকর্তাদের পৃথক দুইটি ডরমেটরি চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাকি দুইটি শিক্ষক এবং কর্মকর্তাদের ডরমেটরি ভবনের কাজের সময়কাল দুই মেয়াদে বৃদ্ধি করা হয়। যার নির্মাণ সময়কাল ছিল ২০১৪ সালের জুন পর্যন্ত। তবে নির্ধারিত ওই সময়ের মধ্যেও কাজ শেষ হয়নি বলে জানান প্রকৌশল দফতর।

জানা গেছে, সাবেক উপাচার্য অধ্যাপক ড. একেএম নূর-উন-নবীর সময় একাধিকবার শিক্ষক-কর্মকর্তারা ডরমেটরি চালুর দাবি জানালেও ওই প্রশাসন কোনো ভ্রুক্ষেপ করেননি। এতে যেমন শিক্ষক এবং কর্মকর্তারা আবাসন সুবিধা থেকে বঞ্চিত হয় একইসাথে নির্দিষ্ট সময়ে ডরমেটরি বরাদ্দ না দেওয়ায় আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হয় বিশ্ববিদ্যালয়টি।

বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক জানান, সাবেক উপাচার্যের চরম উদাসীনতার কারণে আবাসিক সুবিধা বঞ্চিত ছিল শিক্ষক-কর্মকর্তারা। তবে নতুন উপাচার্যের ডরমেটরি চালুর মাধ্যমে আবাসন সমস্যার সমাধান হতে যাচ্ছে। একইসঙ্গে আর্থিকভাবে লাভবান হবে বিশ্ববিদ্যালয়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও শিক্ষক-কর্মকর্তা ডরমেটরি বরাদ্দ কমিটির সদস্য সচিব মুহাম্মদ ইব্রাহীম কবীর বলেন, ডরমেটরি চালু হলে ২০টি পরিবার আবাসিক সুবিধা পাবে। ইতোমধ্যে ডরমেটরি বসবাস উপযোগী করা হয়েছে বলেও জানান তিনি।

(ওএস/এসপি/জুলাই ১৪, ২০১৭)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test