E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শাবিতে সাংবাদিকের উপর হামলায় ৪ ছাত্রলীগ কর্মী বহিষ্কার

২০১৭ জুলাই ১৫ ১৬:২৩:২৬
শাবিতে সাংবাদিকের উপর হামলায় ৪ ছাত্রলীগ কর্মী বহিষ্কার

শাবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক স্কুলছাত্রীকে যৌন হয়রানির প্রতিবাদ করায় দুই সাংবাদিকের উপর হামলার ঘটনায় চার ছাত্রলীগ কর্মীকে এক সেমিস্টারের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বহিষ্কৃতরা শাখা ছাত্রলীগ (স্থগিত কমিটি) সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থের অনুসারী। তাছাড়া ঘটনার সময় দায়িত্বশীল ভূমিকা পালন না করার কারণে পার্থকে সতর্ক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার অনুষ্ঠিত ২০৫তম সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির সুপারিশের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেন।

বহিষ্কৃতরা হলেন, সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান রুদ্র, পরিসংখ্যান বিভাগের মো. সাজ্জাদ হোসেন রিয়াদ, নৃবিজ্ঞান বিভাগের রাহাত সিদ্দীকি, পলিটিক্যাল স্টাডিজ বিভাগের সুমন সরকার জনি। এর মধ্যে রাহাত এবং সুমনকে বহিষ্কারের পাশাপাশি এক হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

গত ৮ এপ্রিল শনিবার স্কুলছাত্রীকে যৌন হয়রানির ঘটনার প্রতিবাদ করায় বহিষ্কৃতরা শাবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ডেইলি অবজারভারের সাংবাদিক সরদার আব্বাস আলী ও সহ-সভাপতি ও দৈনিক সকালের খবরের সাংবাদিক সৈয়দ নবীউল আলম দিপুকে মারধর করে।

সরদার আব্বাস আলী বলেন, বিচার বিভাগীয় তদন্তে অপরাধ প্রমাণিত হলেও এর মধ্যে কারোও কারোও শাস্তির মাত্রা কম হয়েছে বলে মনে করি। তবুও এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সাধুবাদ জানাই। ভবিষ্যতে অপরাধ করে যেন কেউ ছাড় না পায় সেদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন সজাগ থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

(ওএস/এসপি/জুলাই ১৫, ২০১৭)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test