E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

জেনে নিন রবিবারের রাশিফল

২০১৪ জুলাই ০৬ ০৮:০১:৫০
জেনে নিন রবিবারের রাশিফল

মেষ (মার্চ ২১-এপ্রিল১৯): যেদিকে আজ যেতে মন চাইবে চলে যেতে দ্বিধাবোধ করবেন না। আপনাকে অনেকদিন ধরে শাসিয়ে আসছে এমন কাউকে আজ উপযুক্ত জায়গায় পেলে ছার দিবেন না, আজ আপনাকে দিয়ে হবে। দীর্ঘদিন এক কাজ করতে করতে যারা পানসে একটা অবস্থা অনুভব করছেন তাদের আজ বেশ রঙিন দিন যাবে। আর্থিকভাবে সুফল পাবেন।

বৃষ (এপ্রিল২০- মে২০): কেন এমন হয় প্রতিটা সময় সেটা একটু মনোযোগ দিয়ে ভাবুন। পড়ালেখাটা কিন্তু আপনার চালিয়ে যাওয়া উচিৎ। শেষটুকু একটু ভালো যাবে আপনার। প্রযুক্তিগত দিক দিয়ে আপনি আজ ঠগে যাবেন। কেউ নতুন কিছুকে ভুলিয়ে ভালিয়ে গছিয়ে দিলে খুশী মনে নিয়ে নিন, আপনি জানেন না এটা ঠিক কোন কাজে লেগে যাবে। বাণিজ্যে মন ফিরবে।

মিথুন (মে২১- জুন২০): তীব্র এক চাওয়া থেকে আপনার পরিচয় হয়ে যাবে নতুন সত্তার সঙ্গে। যাকে আপনি সাপ বলে জেনে এসেছেন সে আজ জাত সাপের মতো আচরণ করবে না। একে দিয়েই আজ প্রাপ্য উদ্ধার করতে পারবেন। ঘুম ঘুম একটা দুপুর যাবে আপনার। শিক্ষাগত যোগ্যতার জন্য আজ ঠেকে যেতে পারেন। মন খারাপের কিছু নেই, সামনে ভবিষ্যৎ…

কর্কট (জুন২১- জুলাই২২): আরেকটু হেঁটে আসুন। এখানেই স্বস্তি, ওখানটায় থেমে যাওয়ার সিদ্ধান্তটি ধোপে যেন না টিকে তার এক বন্দোবস্ত করুন অবচেতন মনে। আপনাকে দিয়ে হবে না হচ্ছে না এমনটি যারা ভাবছে তাদের মুখে আজ ছিপি এটে যাবে। পারিবারিক একটা অনুষ্ঠানের মধ্যে পড়ে যেতে পারেন। সংসার আপনাকে আর ছারলো না। শুভ মুহূর্ত।

সিংহ (জুলাই২৩- আগস্ট২২): বিভ্রান্তি নিয়ে দিনের শুরু হলেও কাঁটায় কাঁটায় মিলে যাবে ভাবনা সন্ধ্যা নাগাত। আপনাকে বিপদে ফেলে আজ কেউ পার পেতে পারবে না। একটু স্থির হয়ে চিন্তা করতে শিখুন। গ্রহ কারো ক্ষতি করে না ক্ষতি যা হয় নিজের ভুলে। দিনের নির্যাস গায়ে মেখে আজ শান্তির একটা সময় কাটবে। প্রিয় মানুষ মধুর থেকেও মোহময় মিষ্টিতে ভাসাবে।

কন্যা (আগস্ট২৩- সেপ্টেম্বর২২): ব্যক্তিগত সম্পর্কের খাতিরে কাউকে বাড়তি সুবিধে দিতে গেলেন তো ফাঁসলেন। তবে চিকন ও পুরনো চালের ভাত হতে পারে মনের বিবাদ মেটানোর উপায়। অদ্ভুত শোনাচ্ছে? বৃষ্টি যদি আপনাকে ভেজাতে চায়, তাহলে তাকে ভেজাতে দিন।

তুলা (সেপ্টেম্বর২৩– অক্টোবর২২): ভালো কিছুর জন্যে অপেক্ষা তীব্রতর করুন। তাহলে তার অর্জন কাছে এগিয়ে আসবে। মৃত আর জীবিতের মধ্যে পার্থক্য করতে অসুবিধে হওয়ার কথা আজ। সঙ্গে এটিও মনে রাখবেন, রহস্যময় এ পৃথিবীতে সমাধানহীন এমন অনেক প্রশ্নই জেগে উঠতে পারে।

বৃশ্চিক (অক্টোবর২৩– নভেম্বর২১): মনের অস্থিরতা দূর করতে নেশা কোন সমাধান হতে পারে না। পড়ুয়া কারও সঙ্গে বন্ধুত্ব, বাঁচিয়ে দিতে পারে আপনার দিন। আর দ্বিতীয় শ্রেণির কোন মানুষের পাল্লায় পড়ে আবারও বিপদ ডেকে আনতে পারেন রাতগভীরে। প্রকৃতির ইশারা মেনে চলুন। আচরণের সমতা রক্ষা করুন, নিরপেক্ষতা অবলম্বন করতে চেষ্টা করুন, যখন আজ রাতে আপনি বিচারকের ভূমিকায়।

ধনু (নভেম্বর২২- ডিসেম্বর২১): অন্নসংস্থান আপনা আপনি ঘটে না। পৃথিবীকে যতটুকু দেবেন, পাবেনও ততটুকু। আর আজ কোন একটি চিহ্ন এসে আপনাকে বুঝিয়ে দিয়ে যাবে, যা পাচ্ছেন, তা ধরে রাখতে পারবেন কী না। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে উৎরে গেলেও, একের পর এক হেরে যেতে থাকবেন বিবাহপরবর্তী সামাজিকতা রক্ষায়, তা আপনি নারী বা পুরুষ, অস্থির বা শান্ত যেমনটাই হয়ে থাকুন না কেন।

মকর (ডিসেম্বর২২- জানুয়ারি১৯): পথের দিকে চোখ রেখে চলতে হবে। পথের বাহিরে রাখতে হবে নাক। আর মাথা রাখতে হবে গাছের ওপর। তলপেট থাকা চলবে না। এ অবস্থা চলতে পারলে, তবেই বেরিয়ে আসতে পারবেন একটি কৃত্রিম সমস্যা থেকে। যুগলবন্দি হয়ে মুখোমুখি হোন সমূহ বিপদের। অর্থলগ্নি করা থেকে বিরত থাকুন। পিছিয়ে পড়তে পারেন ইঁদুরের দৌড়ে।

কুম্ভ (জানুয়ারি২০- ফেব্রুয়ারি১৮): মুখটা গোমড়া হয়ে আছে। কারণ, দেখেছেন সাপের পঞ্চম পা। এমন সময় এর আগেও এসেছে আপনার জীবনে। সামনেও আসবার সম্ভাবনা আছে। এটা এড়াতে পারেন নিজগুণে। সূর্য ওঠার আগেই চোখ খুলতে হবে। মুদতে হবে চাঁদ ডোবার পর। অর্থাৎ দুটি পৃথক লক্ষ্যের দিকে চোখ রেখে মধ্যবর্তী পথ ধরে এগোতে হবে।

মীন (ফেব্রুয়ারি১৯- মার্চ২০): অন্যের ব্যাগের ভেতর যা লুকোন, তার সম্পর্কে আগ্রহ প্রকাশ করে নিজের বিপদ ডেকে আনবেন না। কানের কাছে টিয়ে পাখির ছানা ডেকে উঠলে, ঘাড় ফেরাবেন না। চমৎকার এক চা-সন্ধ্যা অপেক্ষা করে আছে প্রিয়জনের সঙ্গে।

পাঠকের মতামত:

১৬ অক্টোবর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test