E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

জেনে নিন রবিবারের রাশিফল

২০১৪ জুলাই ১৩ ০৭:২৬:২১
জেনে নিন রবিবারের রাশিফল

মেষ (মার্চ ২১-এপ্রিল১৯): পাহাড় ভালো লাগে যাদের তাদের আজ রক্ষা নেই। সবুজ দেখলেই আজ মন ছুটে যেতে চাইবে পাহাড়ে। নীলের সঙ্গে আজ শত্রুতা হলেও হতে পারে। অর্থ সামলে রাখুন বেশ কিছু অর্থ আজ ব্যয় হবে অহেতুক কাজে। কর্মক্ষেত্রে উৎসব উৎসব একটা রেশ থাকবে। ভূমিকা ছাড়াই আজ বাজিতে হেরে যাবেন।

বৃষ (এপ্রিল২০- মে২০): তীর ধনুকের মতো অস্ত্র আজ পছন্দ হয়ে যাবে শত্রুকে কতল করার জন্য। মুরুব্বীরা আজ পথের বাধা হবে। দিনের শেষে কি পাবেন সে আশায় বসে থাকলে আসল জিনিসই হারাবেন। শিক্ষাকতা যারা করছেন তারা ছাত্রদের সঙ্গে আজ ততটা সম্পর্ক স্থাপন করতে পারবেন না।

মিথুন (মে২১- জুন২০): সংস্কৃতি আপনাকে আজ ভাবাবে। কেউ না কেউ আপনাকে আজ পেয়ে যাবে সময় মতো যখন আপনার পকেট ভর্তি অর্থ থাকবে। বন্ধুদের সঙ্গে আজ বেশ আড্ডা হয়ে যাবে, হতে পারে বিশেষ খাওয়া দাওয়া। আপনি নিজেকে আজ নির্ধারণ করতে পারবেন। নিজের গুরুত্ব নিজে না বুঝলে আর কে বুঝবে!

কর্কট (জুন২১- জুলাই২২): সংসারে মন বসবে না। কর্মক্ষেত্রেও না। যারা শহরে আছে তারা আজ দিনের একটা সময়ে পার্কে যাবন বিশেষ করে রমনায়। মন বাল না হলে পয়াসা ফেরত। পানি হতে একটু দূরে থাকবেন, স্বাস্থ্যে আজ পানি সহ্য হবে না। মন গলে যাবে একটা দৃশ্য দেখে।

সিংহ (জুলাই২৩- আগস্ট২২): বহির্বিশ্বের কোন একটি ঘটনা আজ আপনার মানবিকতাকে নাড়া দিবে। ছুটে যেতে চাইবে মন প্রকৃতির কাছে। বাণিজ্যে মন বসবে না তবুও আজ এখান থেকেই লাভ করবেন সর্বোচ্চ পরিমাণে। কেউ বুঝুক আর নাই বুঝুক আপনি আজ সবাইকে বুঝতে পারবেন। প্রতিবেশীর কুকুর হতে সাবধান।

কন্যা (আগস্ট২৩- সেপ্টেম্বর২২): আজকে ছোটখাটো বিষয় নিয়েই মনমালিন্য হবে প্রিয় মানুষটির সঙ্গে। শারীরিক সমস্যা আজ ছুটে যাবে। মস্তিষ্ক বিকৃত কেউ এসে আপনাকে আজ ভাবনায় ফেলে দিবে। সংসারে আসবে নতুন কেউ। বারতি সতর্কতা নিন ভ্রমণে। অর্থে আজ এলার্জি হবে।

তুলা (সেপ্টেম্বর২৩– অক্টোবর২২): দক্ষিণের সংস্কৃতির প্রভাব আছে এমন কোন বিপরীত লিঙ্গের প্রতি আকৃষ্ট হবেন। এবং এটা হবে আপনার জন্যে বিরল অভিজ্ঞতা। বেড়াতে যাওয়ার ভাগ্য প্রসন্ন, বিশেষত সমুদ্রে। কর্মক্ষেত্রে উর্ধ্বতন বনে যাবার সমূহ সম্ভাবনা দেখা যাচ্ছে। বন্ধুভাগ্য ভালো নয়। টাকা ধার দিতে না যাওয়াই উত্তম।

বৃশ্চিক (অক্টোবর২৩– নভেম্বর২১): আবেগের গলায় রশি পরাতে হবে। তারপর সেই রশি বাঁধতে হবে গাছের সঙ্গে, আপনার হাতে রাখলে চলবে না। কেননা, ওটা ধরার মতো পেশিশক্তি আপনার নেই। এটা যেমন সীমাবদ্ধতা তেমন শক্তি। প্রেমভাগ্যে দুর্ভাবনা যোগ। কর্মশক্তি বৃদ্ধি পাবে। অর্থাগম ঘটবে।

ধনু (নভেম্বর২২- ডিসেম্বর২১): দরকষাকষি করা ভালো, কিন্তু সবসময় নয়। অবস্থা বুঝে এমনটা করুন, নতুবা মানসম্মান খোয়াতে হতে পারে। নতুন আত্মীয়ের সামনে বিব্রত হতে পারেন। কাছের কোন মানুষ আদকা ভালোবাসার মানুষ হয়ে উঠতে পারেন। কর্মক্ষেত্রে অসুস্থ প্রতিযোগিতা আপনাকে থামিয়ে দিতে পারে। টাকা পয়সার ভাগ্য উত্তম।

মকর (ডিসেম্বর২২- জানুয়ারি১৯): জলের মতো স্বচ্ছতা দাবি করছেন আপনি কারও আচরণে। বিপরীতে বলতে হচ্ছে, আপনাকেও দেখাতে হবে তা একইভাবে। প্রেমযোগ বলছে দারুণ রোমান্টিক একটা সন্ধ্যার কথা। পুরনো কোন বন্ধু এসে দিতে পারে বিস্ময়কর কোন তথ্য। অর্থের পেছনে দৌড়ে ছিঁড়ে যেতে পারে সাধের পরিধেয়।

কুম্ভ (জানুয়ারি২০- ফেব্রুয়ারি১৮): অপেক্ষার দ্বিতীয় ঘণ্টা আপনার প্রত্যাশা পূরণ করবে। ভালোবাসার মানুষের প্রতি আরও অনেক বেশি নিঃস্বার্থতা দেখাতে হবে। পরিবারের কারও সঙ্গে বিবাদের যোগ আছে। তবে দিনের শেষে দারুণ জসবে আড্ড। কর্মক্ষেত্রে সৃষ্ট হতাশা কাজের গতি কমিয়ে দিতে পারে। অর্থকড়ির দৈনদশা।

মীন (ফেব্রুয়ারি১৯- মার্চ২০): ইশারা ইঙ্গিতে কথা বলা প্রয়োজন হয়ে পড়লে নিষ্ঠার সঙ্গে তা পালন করুন। অতিরিক্ত সাহস দেখাতে যাবেন না। আজ ইতিবাচক দৃষ্টিভঙ্গি কাজে লাগাতে হবে। কাজ শেষ করার আনন্দ নিতে শিখতে হবে। কর্মক্ষেত্রে এটা আপনাকে বহুদূর নেবে। পুরনো অর্থাভাব ফিরে আসতে পারে।

পাঠকের মতামত:

১৩ অক্টোবর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test