E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

জেনে নিন মঙ্গলবারের রাশিফল

২০১৪ জুলাই ১৫ ০৮:৩৬:১৯
জেনে নিন মঙ্গলবারের রাশিফল

মেষ (মার্চ ২১- এপ্রিল ১৯): মনে গভীরে থাকা লোভ জয়ী হলে বিপদে পড়বেন। চারপাশের মিত্রদের সঙ্গে নতুন সম্পর্কের সেতু গড়ুন। তবে যাই  করুন, আপনার প্রতিপক্ষের কাছে এটা নিশ্চিত করুন যে প্রতিযোগিতায় আপনিই সবচেয়ে পারদর্শী ব্যক্তি। অফিসের কোনো নারী সহকর্মীর সঙ্গে  অহেতুক সম্পর্ক রচনার চেষ্টা না করাই ভালো। এতে হিতে বিপরীত হওয়ার সুযোগ আছে। প্রাণের কথা প্রাণে না রেখে মুখ ফুটে বলে ফেলুন।

বৃষ (এপ্রিল ২০- মে ২০): সকলের ভয় দুপুর নাগাদ কেটে যাওয়ার সম্ভাবনা আছে। আর না কাটলেও ভয় পাবেন না, সন্ধ্যের আলোয় ভয় আরও জেঁকে বসতে পারে। তবে প্রেমিকার সংস্পর্শে নাকি ভয় কেটে যায়। আজ এই আজ একটা সুযোগ নিতেও পারেন। তাই বলে প্রতিবেশী জাতিকার দিকে নজর না দেয়াই ভালো। আজ বেড়ানোর পরিকল্পনা থেকে থাকলে বাদ দিন। কর্মক্ষেত্রে আপনার মন সন্ত্রস্ত হয়ে থাকতে পারে, যে কারণে কাজে থেকে যেতে পারে ভুলভ্রান্তি।

মিথুন (মে ২১- জুন ২০): প্রেমের ক্ষেত্রে প্রিয়জনের কাছ থেকে আঘাত আসতে পারে। কর্মক্ষেত্রের পরিবেশ নিয়ে দীর্ঘদিনের জটিলতা আরও ঘণীভূত হবে। তবে যাই হোক, গ্রহ বলছে মিথুনের জন্য দিনটি রোমান্টিক। কুম্ভ রাশির জাতকের সংস্পর্শে আপনার ক্ষতি হওয়ার আশঙ্কা আছে। স্বতঃস্ফূর্ত অর্থবিয়োগ, অর্থাৎ টাকা খরচ হয়ে যাওয়ার জন্যে দায়ী করতে পারবেন না কাউকেই।

কর্কট (জুন ২১- জুলাই ২২): পুরনো কোনো স্মৃতি কিছুটা বিচলিত করে দেবে আজ। কিন্তু ভেবে দেখুন, যে স্মৃতি শুধুই কষ্ট বাড়ায় তা পুষবেন নাকি নতুন করে সব শুরু করবেন। মেষ রাশির জাতক-জাতিকা হিসেবে আপনি একজন কর্মঠ মানুষ। আজ এমন কোনো কাজ করতে হবে যা আপনাকে এনে দেবে প্রশান্তি। সৃষ্টির প্রতি গভীর মনোযোগী হোন। নতুন করে কারো সঙ্গে সম্পর্ক হতে পারে।

সিংহ (জুলাই ২৩- আগস্ট ২২): মেজাজ আজ তুঙ্গে থাকবে। সামনে যাকে পাবেন তাকে কাঁচা খেয়ে ফেলার একটা ইচ্ছে জন্ম নিবেই। কাউকেই আজ বিশ্বাস হবে না। শত্রু তো শত্রুই মিত্রকেও আজ ছাড় দিতে ইচ্ছে হবে না। কেন এমন হবে তার হিসেব মেলাতে যাবেন না তাহলে নিজেকেই কিছু একটা করে ফেলতে ইচ্ছে করবে।

কন্যা (আগস্ট ২৩- সেপ্টেম্বর ২২): প্রেমের জন্য যা ইচ্ছে তা আজ করে ফেলতে ইচ্ছে করবে। ঘরের রাগ অফিসে এসে ছাড়তে গিয়ে ভীষণ বিপদে পড়ে যাবেন। কিছুতেই কিছু হচ্ছে না যাদের, বেতন আটকে গেছে যাদের, প্রোমোশনের কথা বলে কাজ করিয়ে নিচ্ছে যে প্রতিষ্ঠান সেখানে আপনার গুরুত্ব আপনাকেই বুঝতে হবে।

তুলা (সেপ্টেম্বর ২৩- অক্টোবর ২২): পথের পাশে পথের জন্য কান্না আসবে, এ পথ পাথর বালি সুরকি পিচের পথ নয়। এ পথ সাফল্যের। আপনি যাকে আজ অহেতুক মনে করে ফিরিয়ে দিলেন তাকে আপনার কাজে লেগে যাবে অচিরেই। তখন টের পাবেন মানুষের সঙ্গে মহব্বত রাখার মাজেজা কী!

বৃশ্চিক (অক্টোবর ২৩- নভেম্বর ২১): প্রচণ্ড প্রেসার খেয়ে আজ বুঝতে পারবেন যে পূর্বে যা করেছেন তা সব ভুল ছিল। নতুনের দিকে হেঁটে আসতে থাকুন আর উন্মোচন করুন সম্ভাবনার দরজা। আপনাকে কেউ শাসিয়ে পার পাবে না, আইন শৃঙ্খলা বাহিনীর কার সঙ্গে আপনার আজ ভাব হবে তাকে দিয়ে উসুল করে নিতে ইচ্ছে করবে অনেক কিছুই। রাজনৈতিকভাবে আজ বেশ প্রেসারে যাবে দিন।

ধনু (নভেম্বর ২২- ডিসেম্বর ২১): জীবনের সব রস শুকিয়ে যাচ্ছে বলে মনে হলে, বড় ধরনের পরিবর্তন নিয়ে আসুন। চাই কী, বর্তমান ও কর্মক্ষেত্র বদলে ফেলতে পারেন। এবং তার উদ্যোগটি নিতে পারেন আজ থেকেই। প্রেমযোগ শুভ বরাবরই। তবে অর্ধযোগ ততটা নয়।

মকর (ডিসেম্বর ২২- জানুয়ারি ১৯): সাদা পাতার মতো ভবিষ্যৎ আপনার হাতে ধরিয়ে দেয়া হবে। কলমটা ঝুলিয়ে দেয়া হবে মাথার পেছনে। কেউ বলে দেবে না সেটা আপনার এতো কাছে আছে। সবাই মনে করিয়ে দেবে, আপনি কলমটিতে দেখতে পাচ্ছেন না। এবার সামনে এগোন। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে ন্যাকামো পরিহার করুন। অর্থভাগ্য উত্তম।

কুম্ভ (জানুয়ারি ২০- ফেব্রুয়ারি ১৮): স্বার্থপরতা পরিত্যাগ করে এগোতে পারলে আজ রীতিমতো বিশেষ খ্যাত হয়ে যাবেন। নতুন বন্ধু আপনার উদারতা আশা করবে। পুরনো প্রেম আপনাকে স্মৃতিকাতর করবে। নতুন কর্মক্ষেত্র সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। অর্থভাগ্য নিতান্তই করুণ বলা চলে।

মীন (ফেব্রুয়ারি ১৯- মার্চ ২০): দীর্ঘ পথযাত্রার সঙ্গীর সঙ্গে সুসম্পর্ক রাখুন। মনোমালিন্য হলে নিজেই এগিয়ে যান। দ্বিতীয়বার ভাবার আগে তৃতীয়বার দেখুন। চতুর্থবার ভুল করার আগে প্রথমবারেই মনে রেখে শুধরে নিন। সারাদিনের সমস্ত ব্যর্থতা থেকে বেরিয়ে আসার সূত্র এই। মনের দেহকে সাবধানে রাখুন। অর্থভাগ্য প্রসন্ন বলা চলে।

পাঠকের মতামত:

০৬ অক্টোবর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test