E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

জেনে নিন বুধবারের রাশিফল

২০১৪ জুলাই ২৩ ০০:০৫:৫৬
জেনে নিন বুধবারের রাশিফল

মেষ (মার্চ ২১-এপ্রিল ১৯): আজ নামে মেষ হলেও কাজে তুলার কাছাকাছি। তাই গ্রহের ফেরে সকাল থেকেই কানকথা শুনতে হতে পারে। আর যদি একবার কানকথায় কান দিয়ে ফেলেন, তাহলে বুঝবেন আজ আপনার কাঁধে একের পর এক বোঝা চাপবে। প্রেমের ক্ষেত্রে আজ সঙ্কটময় দিন। মনে হতে পারে মাথার ওপর খারাপ সময় আর পায়ের নিচে অথৈ জল-আপনি একাকী।

বৃষ (এপ্রিল ২০- মে ২০): বেশি একা লাগলে বিয়ে করে ফেলুন। বিয়ে না করার যে ধান্দা দীর্ঘদিন ধরে আপনার মনের ভেতর ঘুরপাক খাচ্ছে তা বাদ দিন। কারণ প্রতিদিন প্রেমে পরার বদলে একবার বিয়ে করা ভালো। তাই সময় থাকতে ব্যবসা সামলে নিন। বাপের সম্পত্তির ওপর ভরসা করে অনেক দিন কাটিয়েছেন। দিনের শেষে আপনার গোলা শূণ্য। পরিবারে অশান্তির সূচনা হতে পারে আপনার অথবা নিকটবর্তী কারও হাত ধরে।

মিথুন (মে ২১- জুন ২০): দিনের শুরু থেকেই কাজের প্রবল চাপ থাকবে। আর এটাই দিনের শেষে আপনাকে পূর্ণতার অনুভূতি এনে দিতে পারে। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে কোনটা আসল আর কোনটা স্রেফ খেলা। নিজের দিক থেকে অসৎ না হওয়ার পরামর্শ দিচ্ছে গ্রহ। কর্মক্ষেত্রে সহকর্মীর সহায়তা পাবেন পুরোদমে। আর ব্যবসার ক্ষেত্রে পুঁজির দৈনতা কাটিয়ে দিতে পারে কাছের বন্ধুদের কেউ।

কর্কট (জুন ২১- জুলাই ২২): মামা-ভাগ্নে যেখানে বিপদ নাই সেখানে। এই কথাটা যদি সত্যিই বিশ্বাস করেন তাহলে আজ অন্তত একা ঘর থেকে বের হবেন না। রাজনৈতিক শত্রু আপনার অপেক্ষায় আছে। সময় আর সুযোগ পেলেই আপনাকে কিলিয়ে যে কাঁঠাল বানাবে তা আপনিও ভালো জানেন। সবচেয়ে ভালো হয় তওবা করে অসাধু লাইন থেকে ফিরে আসুন। আর দুর্দান্ত প্রেম করুন, আনন্দ করুন। ব্যবসা করলে আপনার উন্নতি হবে। স্বাধীনতা আপনার জন্য অনেক বড় ব্যাপার।

সিংহ (জুলাই ২৩- আগস্ট ২২): যতই সিংহের মতো দৌঁড়াদৌঁড়ি করেন না কেন কোনো লাভ হবে না। কারণ আপনি কিসের পেছনে ছুটছেন তা আপনি নিজেই জানেন না। আগে লক্ষ্যস্থির করুন এরপর এগিয়ে যান। আপনার কাছের মানুষের কারণেই ব্যবসায়ে ক্ষতির মুখোমুখি হয়েছেন। ব্যবসায়ে বন্ধু নির্বাচনে একটু সাবধানী হউন। জীবনের ক্ষেত্রেও তাই। বাসা থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে। তাই বলে হুট করে কোনো সিদ্ধান্ত নেবেন না। আপনার রুচির সঙ্গে মিলে যায় এমন কারো জন্য আরো কিছু সময় অপেক্ষা করলে ক্ষতি কি? স্বচ্ছতা আপনার জীবনের এগিয়ে যাওয়ার পাথেয়।

কন্যা (আগস্ট ২৩- সেপ্টেম্বর ২২): আপনার মিসির আলীর মতো বুদ্ধির ওপর ভর করে কোনো অমীমাংসিত রহস্য আজ উন্মোচিত হবে। আপনার প্রশংসা করে এমন কোনো মানুষকে আজ দেখতে মন চাইতে পারে। কর্মক্ষেত্রে স্বীকৃতি পাবে আপনার সৃজনশীলতা। মোটা অংকের টাকা ফসকে যেতে পারে আজ হাত থেকে। তবে দ্বিতীয়বার আর ফসকাবে না।

তুলা (সেপ্টেম্বর ২৩- অক্টোবর ২২): আজ গোয়েন্দার ভূমিকায় অবতীর্ণ হতে পারেন আপনি। আপনার প্রেমের সঙ্গে আজ লাল রঙের যোগ থাকবে। কর্মক্ষেত্রে দারুণ একটা সময় কাটবে আপনার। ব্যস্ত থাকবেন, কিন্তু উপভোগ করতে পারবেন ব্যস্ততাকে। অর্থাগমন নির্ভর করবে আপনার দৌড়ঝাঁপের মাত্রা ওপর। যত দৌড়ঝাঁপ-সার্কাস, তত অর্থ।

বৃশ্চিক (অক্টোবর ২৩- নভেম্বর ২১): সকাল বেলা পত্রিকায় পড়া কোনো একটা প্রতিবেদন বা গল্পের কারণে আপনার মন ভালো হয়ে যেতে পারে। আপনি নিজের গল্পগুলো আজ কাছের মানুষের সঙ্গে করতে পারেন। এতে আপনার কাছের মানুষ আপনাকে আরো গভীর ভাবে চিনতে পারবে। বিশেষত সন্তানদের সঙ্গে নিজের একান্ত গল্পগুলো করুন। কাজের প্রয়োজনে দেশের বাইরে যেতে হতে পারে। সেক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন। দূরের ভ্রমন আপনার জন্য বিপজ্জনক আজ। সঙ্গীর সঙ্গে যে মনোমালিন্য চলছে তা আরো বাড়তে পারে।

ধনু (নভেম্বর ২২- ডিসেম্বর ২১): আজ জ্যোতিষশাস্ত্র ভালো জানে তেমন কারও সঙ্গে পরিচয় হয়ে যেতে পারে। তার সূত্রে পরিচয় হতে পারে কোনো যাদুকরের সঙ্গেও। ভালোবাসার সম্পর্ক যার সঙ্গে আছে তার সঙ্গে নেতিবাচক দিকে মোড় নিতে পারে কথোপকথন। মন কষাকষি চলে যেতে পারে দর কষাকষির পর্যায়ে। ভালো হয় আজ একাকী থাকুন। যন্ত্রের ওপর বেশি ভরসা করবেন না। প্রত্যেকটি হিসেব দুবার মিলিয়ে দেখুন। অর্থযোগ শুভ।

মকর (ডিসেম্বর ২২- জানুয়ারি ১৯): নিজের আত্মার শক্তি বুঝতে পারবেন আজ। এটা আপনার ব্যাক্তিত্বের ভেতর দিয়ে প্রকাশিত হবে। কোনো সমস্যা সমাধান করার সূত্রে কারও সঙ্গে পরিচয় হতে পারে আজ। যার সঙ্গে ভবিষ্যতের প্রেমযোগ আছে। কর্মক্ষেত্রের হতাশাজনক পরিস্থিতি আপনাকে মানসিকভাবে দুর্বল করে দিতে পারে। অর্থের পেছনে ছুটতে গিয়ে প্রিয়জনের সঙ্গে সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে, অথচ সম্পর্কটাই বেশি অর্থপূর্ণ ছিল।

কুম্ভ (জানুয়ারি ২০- ফেব্রুয়ারি ১৮): আজ গোয়েন্দার ভূমিকায় অবতীর্ণ হতে পারেন আপনি। আপনার প্রেমের সঙ্গে আজ লাল রঙের যোগ থাকবে। কর্মক্ষেত্রে দারুণ একটা সময় কাটবে আপনার- ব্যস্ত থাকবেন, কিন্তু উপভোগ করতে পারবেন ব্যস্ততাকে। অর্থাগম নির্ভর করবে আপনার দৌড়ঝাঁপের মাত্রা ওপর। যত দৌড়ঝাঁপ-সার্কাস, তত অর্থ।

মীন (ফেব্রুয়ারি ১৯- মার্চ ২০): ধৈর্য হারালেন তো সব হারালেন। অফিসে যে সমস্যার কারণে আপনি অনেকটাই বিরক্ত আজ সেই সমস্যার সমাধান হতে পারে। তবে আপনি নিজ থেকে উদ্যোগ না নিয়ে ওপরমহল থেকে কেউ উদ্যোগ নিলেই সমস্যার সমাধান হতে পারে। তবে আজ আপনার এবং পরিবারের কারো স্বাস্থ্যহানির সম্ভাবনা রয়েছে। এমনকি তা হাসপাতাল পর্যন্ত গড়াতে পারে। বিপদে মাথা ঠাণ্ডা রেখে এগুবেন। সময় মতো বিশেষ কোনো বন্ধুর সাহায্যে আপনার সমস্যার সমাধান হবে। ব্যসায়িদের জন্য দিনটি শুভ নয়। বিনিয়োগ না করলেই ভালো হবে।

পাঠকের মতামত:

১৩ অক্টোবর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test