E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

জেনে নিন শুক্রবারের রাশিফল

২০১৪ জুলাই ২৫ ০০:৪১:২০
জেনে নিন শুক্রবারের রাশিফল

মেষ (মার্চ ২১-এপ্রিল ১৯): আজ ভয়াবহ সমস্যার সম্মুখীন হতে চলছেন। কাছের মানুষদের এড়িয়ে চলছেন বেশ কিছুদিন যাবৎ কাজটি ভুল করছেন। কর্মক্ষেত্র আজ কর্মহীন ভূমিতে পরিণত হবে। প্রিয় মানুষ অপ্রিয় আচরণ করলে তাতে রেগে যাবেন না, কারণ এই আচরণটি বানোয়াট আপনাকে স্রেফ রাগিয়ে দেয়ার জন্যই কাজটি করা হবে। ভ্রমণে সুখ ভ্রমণে শান্তি, অর্থে ব্যয়, অর্থেই উন্নতি, সবই আজ শুভ।

বৃষ (এপ্রিল ২০- মে ২০): গতরাতে যে অপূর্ব স্বপ্নটি দেখেছেন তা কিছু কিছু অর্থে আজ বাস্তবে মিলে যেতে পারে। বৈবাহিক অবস্থার পরিবর্তন হওয়াটা অস্বাভাবিকভাবে ঘটে যাবে। ব্যবসা-বাণিজ্যে ক্ষয়, অতীব চালাকিতে ক্ষয়, নিজেকে কী হনু ভাবাতে ক্ষয়। আপনার অহম আজ আপনার স্থিত অবস্থানে ক্ষয়ের কারণ হবে। প্রিয় মানুষ সুরেলা হবে। অর্থের বিপরীতে অন্য কিছু এসে হাজির হবে, কোনটা নিবেন? সিদ্ধান্ত আপনার, দেখে শুনে পথ চলুন।

মিথুন (মে ২১- জুন ২০): তাড়াহুড়ো করে গণ্ডগোল পাকানো তো আপনার স্বভাব। একে বাগে আনুন। সুমিষ্ট কোনো এক অতীত বর্তমান ছুঁয়ে ভবিষ্যতের দিকে ধাবিত হবে। প্রিয় মানুষটি আজ প্রচুর ভোগাবে, অন্তহীন ভালবাসায় কাঁটা হিসেবে দাঁড়াবে নিজ পরিবার। অদূরেই সাফল্য আপনার জন্য ওঁৎ পেতে আছে। সাবধান হোন অপরিচিত সম্পর্কে। ভ্রমণে সুখ নেই। স্বাচ্ছন্দ্য কীসে? জিজ্ঞেস করুন নিজেকে, সাহায্য করবে গ্রহ।

কর্কট (জুন ২১- জুলাই ২২): আপনার কৃতকর্মের ফল আজ রাজভোগের মতই সুমিষ্ট হবে। বাণিজ্যে আজ রমরমা। সম্মানী পেতে যাচ্ছেন কোনো অপ্রত্যাশিত ক্ষেত্র থেকে। পরিবারের সঙ্গে থাকা হবে দিনের বেশিরভাগ সময়। দুশ্চিন্তায় ক্ষতি, অচিন্তায় লাভ। তাই বলে অকেজো, অলস হয়ে যাবেন না। অর্থের ফল ভোগ করবে অনর্থকারীরা। ভ্রমণে নিশ্চিত প্রশান্তি।

সিংহ (জুলাই ২৩- আগস্ট ২২): ভালোবাসা আজ ভালো হবে কি না বুঝবেন দিনের মধ্য ভাগে। সিদ্ধান্তে অবিচল মন, তবু বলি ভেবে দেখুন এখন এসেছে কী ক্ষণ? যেতে হবে বহুদূর, কতদূর পথের সন্ধানে ক্লান্ত? ধীরে বৎস, ধীরেই আসবে সাফল্য। কর্মক্ষেত্র আজ রণক্ষেত্রে, পরিণত হবে সুখ তীব্র অসুখে। মাথাব্যথা, শরীরে ক্ষয় জেনে রাখবেন- এসব গ্রহের কারণেই হয়। দূরের পথ হবে, আরও দূর… কতদূর? জানবেন দিনের শেষে সুনিশ্চয়।

কন্যা (আগস্ট ২৩- সেপ্টেম্বর ২২): পৃথিবীতে আজ কেউ কেউ আনন্দে যাবে, কেউ দুঃখে, কেউবা কোনো কারণ ছাড়াই পৌঁছে যাবে শেষ প্রান্তে। আপনার পরিস্থিতি ঠিক তেমনি। দিনের প্রতিটা মুহূর্ত রঙ বদলাবে। স্বাদ নিবেন আনন্দ, দুঃখ এমনকি কিছুতেই কিছু যায় আসে না এমন পরিস্থিতিরও। ভালোবাসা আজ মেঘে ঢেকে যাবে। রঙ বদলে যাবে কর্মযজ্ঞের। বহির্বিশ্বের সঙ্গে আজ সংযোগ স্থাপিত হবে। পরিবারের কলহ কর্পূরের মতো উদ্বায়ী হবে। অর্থের ভারসাম্যে দিনশেষে আপনিই লাভবান হবেন।

তুলা (সেপ্টেম্বর ২৩- অক্টোবর ২২): কোনো একটি সামাজিক ঘটনা ক্রমশ অসামাজিক হয়ে ওঠা আপনাকে গর্ত থেকে টেনে বের করে আনতে পারে। প্রেম করতে চাইছেন যার সনে, তাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করুন। দেখুন, তিনি আসলেই আপনার ভালোবাসা পাওয়ার উপযুক্ত কি না। কর্মক্ষেত্রে উর্ধ্বতনের কঠিন কোনো কথা শুনে বিমর্ষ হয়ে পড়তে পারে মন। অর্থযোগ শুভ।

বৃশ্চিক (অক্টোবর ২৩- নভেম্বর ২১): মন যেভাবে বলছে, সেভাবেই করুন কাজ- আপনার নিজস্ব স্টাইল যতোটা কাজে আসবে, অন্য কারও অনুসরণ করে হবে না ততোটা সিদ্ধিলাভ। ভালোবাসার মানুষকে চিঠি লিখুন। মুখের কথার চেয়ে বর্ণমালায় লেখা অনেক শক্তিমত্ত হবে আজ। কর্মক্ষেত্রে একজন নির্ভরযোগ্য কর্মী হিসেবে নতুন করে আবার পরিচিত হবেন। অর্থের পেছনে না দৌড়ে শান্ত হয়ে পারিবারিক সম্পর্কে নজর দিন, আজ অর্থযোগ নেই।

ধনু (নভেম্বর ২২- ডিসেম্বর ২১): আপনি সৃজনশীল হয়ে থাকলে দারুণ ব্যস্ততা পেয়ে বসতে পারে আপনাকে। আজ আপনার চেয়ে মেধাবী কারও সঙ্গে পরিচয় হতে পারে, যার সঙ্গে ভবিষ্যৎ প্রেমযোগ আছে। কর্মক্ষেত্রে কারও সঙ্গে কৌতুক করার লোভকে সংবরণ করুন। অর্থযোগ শুভ।

মকর (ডিসেম্বর ২২- জানুয়ারি ১৯): মকর যদি থাকেন আজ ঘরে, তবে মধুর কোনো ঘটনা ঘটতে পারে। মকর যদি বিবাহিত হন, তবে দারুণ কাটবে আজ সন্ধ্যাটি। মকর যদি হোন নব্য প্রেমিক কিংবা প্রেমিকা, তবে পেতে পারেন চারকোণা বাক্সে কোনো উপহার, ভালোবাসার মানুষটির কাছ থেকে। আপনার প্রতিদ্বন্দ্বী কর্মক্ষেত্রে আপনাকে দুর্বল করে দেয়ার জন্যে হতাশাব্যঞ্জক কথার ফুলঝুরি ছোটাতে পারেন কানের পাশে। অর্থযোগ মধ্যম, ধার দেয়া টাকা ফিরে পেতে পারেন।

কুম্ভ (জানুয়ারি ২০- ফেব্রুয়ারি ১৮): বিগত কয়েকদিনে আপনার মানসিক এবং আত্মিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে, আজও তার ধারাবাহিকতা বজায় থাকবে। ভালোবাসার মানুষটি আজ হতে পারে অনুপ্রেরণার অনিঃশেষ উৎস। কর্মক্ষেত্রে আপনার ত্বরিৎ বুদ্ধিমত্তা একসঙ্গে বেশ ক’জন শত্রুভাবাপন্ন সহকর্মীকে বন্ধুতে পরিণত করবে। অর্থযোগ নেই।

মীন (ফেব্রুয়ারি ১৯- মার্চ ২০): আপনি জলের নিচে লুকিয়ে থাকছেন। জল ফুঁড়ে বেরিয়ে আসুন। তারপর জলের নিচে কী দেখেছেন, তা শিল্পে ফুটিয়ে তুলুন। আজকের জন্যে এটাই আপনার কাজ। প্রেম ভরা মন নিয়ে চলেছেন একা? পেতে পারেন দুঃখী কোনো মীনেরই দেখা। করে নিন সাথী। কর্মক্ষেত্রে সৃজনশীলতা আজ খুব একটা মূল্য পাবে না (তাতে কিছু আসে যায় না)। পারিবারিক কারণে অর্থব্যয় হতে পারে।

পাঠকের মতামত:

১৪ অক্টোবর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test