E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

জেনে নিন শনিবারের রাশিফল

২০১৪ জুলাই ২৬ ০০:৪৭:৩৩
জেনে নিন শনিবারের রাশিফল

মেষ (মার্চ ২১ – এপ্রিল ১৯): সময় থাকলে পরিবার, সমাজ ও রাষ্ট্র নিয়ে চিন্তা না করলে যে রাতের ঘুম হারাম হয়ে যাচ্ছে তা কি বুঝতে পারছেন মেষ জাতক জাতিকারা? দেশের সার্বিক অবস্থার ওপর আপনারও অবদান ও দায় আছে। তাই নিজ নিজ জায়গা থেকে এখনই কিছু করার চেষ্টা করুন। প্রেমভাগ্যে অনুতাপ যোগ। অর্থাৎ এমন কারও প্রেমে পড়তে পারেন, যে কারণে পরে অনুতাপ হতে পারে। কর্মস্থল অনুকূল। অর্থ সংক্রান্ত জটিলতা চলবে।

বৃষ (এপ্রিল ২০ – মে ২০): মনে মনে যতই নিজেরে আল-আমিন মনে করেন না কেন, আপনি কী তা আপনার চেয়ে ভালো কেউ জানে না। তাই নিজের কাছে সৎ থাকুন এবং মানুষকে ভালোবাসুন। মানুষকে ভালোবাসতে পারার মাঝেই কৃতিত্ব। বুদ্ধির মারপ্যাঁচে জিততে হলে চোখকান খোলা রাখুন। কর্মস্থলের পরিবেশ অনুকূলে থাকবে। শারীরিক আঘাত আসতে পারে।

মিথুন (মে ২১ – জুন ২০): সম্প্রতি মিথুনের ওপর দিয়ে যে টর্নেডো বয়ে যাচ্ছে তার জন্য সিংহ দায়ী। আপনার জীবনের সঙ্গে সিংহের যে সম্মিলন তা চাইলেও খণ্ডাতে পারবেন না। যতক্ষণ পর্যন্ত না সিংহের সঙ্গ ত্যাগ করবেন। আপনার প্রতি অনুরাগে আরক্ত হতে পারেন একান্তই অনাকাঙ্ক্ষিত কোনো ব্যক্তি। এবং বিরক্তির চূড়ান্তে নিয়ে গিয়ে তিনি আপনার কর্মক্ষমতার পাহাড় ধসিয়ে দিতে পারেন। ভালোবাসার মানুষের কাছ থেকে কোনো কারণে একটু দূরত্ব তৈরি হওয়ার সম্ভাবনা আছে। সৃজনশীল কাজে আজ দারুণ কোনো ফলাফল আসবে।

কর্কট (জুন ২১ – জুলাই ২২): কোনো বিষয়ের গভীরে না যেতে চাওয়ার প্রবণতা আজ আপনাকে ভোগাবে। কারও প্রতি অহেতুক অবিশ্বাস পুষে রাখার শাস্তি পাবেন হাতে নাতে। আর এ সূত্রে প্রেমভাগ্য আজ তেমন অনুকূল নয়, মনোমালিন্য তৈরি হতে পারে কোনো পারিবারিক ইস্যুকে ঘিরে। কর্মক্ষেত্রে আপনার হাতে বিনষ্ট হতে পারে কোনো গুরুত্বপূর্ণ নথি বা বস্তু। তবে ঘ্রাণ ও কান সজাগ রাখলে এড়াতে পারেন এসব দুর্ঘট। পুরনো কোনো উৎস থেকে অর্থ এসে চমকে দিতে পারে।

সিংহ (জুলাই২৩- আগস্ট২২): মনে আজ ভয় থাকবে কিন্তু তাকে জয় করার মতো মানসিক শক্তিও পাবেন। কাউকে প্রতিদ্বন্দ্বী মনে হবে না। সময়টা একটু আলস্যতুল্য হলেও সার্বিকভাবে কোনই খারাপ লাগা থাকবে না। ঘটনাচক্রে দেখা হয়ে যাবে পুরনো শত্রুর সঙ্গে। দিনটি বিনোদনে ভরপুর না থাকলেও কিছুটা হাসিখুশি ভাব লেগেই থাকবে মনে।

কন্যা (আগস্ট ২৩ – সেপ্টেম্বর ২২): একজন ব্যক্তি যিনি কিনা অদ্ভুত সুন্দর করে চতুর হাসি দেন, তার হাসি বরাবরই আপনার বিরক্তির কারণ কিন্তু আজকে তার হাসিতে আপনার হাসি আটকে রাখা দায় হয়ে পড়বে। কর্মক্ষেত্রের ঝামেলা নিজ অবসর সময়েও করতে হতে পারে, যা আপনার এমদম পছন্দ নয়। চারপাশে পরিবর্তন আসবে।

তুলা (সেপ্টেম্বর ২৩ –অক্টোবর ২২): কোন ঢেউয়ের ধাক্কা খেয়ে কোন তীরে গিয়ে যে উঠবেন সেটা এখনো নিশ্চিত না। আপনার জন্য আজকের দিনটি ধোঁয়াশা হয়ে থাকলেও রাতের অংশটুকু ভীষণ পরিষ্কার। তখন মনোযোগ দিলেই বের করে ফেলতে পারবেন প্রত্যাশাটা ঠিক কতটুকু এবং কেমন। পাওনাদার পেছন ছাড়বে না, এড়িয়ে এড়িয়ে থাকতে হবে…

বৃশ্চিক (অক্টোবর২৩ –নভেম্বর২১): গ্রহণযোগ্যতা হারাচ্ছেন দিন দিন। কাজে কর্মে আগের মতো মনোযোগ দিচ্ছেন না। পারিবারিক সমস্যা নিশ্চয়ই কর্মের মধ্যে আনা ঠিক হচ্ছে না। আপনার পারিবারিক সমস্যাটি অন্য একজনের জন্য ঝুলে আছে, তাকে কোনোভাবে বাগে আনতে পারলেই ব্যাস। ভ্রমণের জন্য দিনটি শুভ। বাণিজ্যের জন্যেও দিনটি আপনার মনের মতো, বাণিজ্যের জন্য যে অর্থের প্রয়োজন তা আজই পেয়ে যাচ্ছেন…

ধনু (নভেম্বর ২২- ডিসেম্বর ২১): ধনু রাশির সংবাদকর্মীদের জন্য আজ দিনটি গোড়া থেকেই শুভ। বিশেষ কোনো সংবাদের সূত্র পাওয়া যেতে পারে। অফিসে সবকিছুই স্বাভাবিক থাকবে তবে নিজের উন্নতির জন্য বাড়তি পরিশ্রম করতে হবে। পারিবারিক অশান্তি কাটিয়ে আজ সুখকর পরিবেশ বজায় থাকবে। তবে ব্যবসায়িরা রাজনীতির ময়দানে সরব না থেকে ব্যবসা করলে ভালো হবে। প্রবাসীদের কেউ দেশে ফিরতে পারে।

মকর (ডিসেম্বর ২২- জানুয়ারি ১৯): বাল্যবন্ধুর সাহায্য ও পরামর্শে আপনার জীবনের গুরুত্বপূর্ণ মোড় ঘুরতে পারে। তবে এক্ষেত্রে বন্ধুর কল্যাণে বেকার কারো চাকরি হলেও হতে পারে। কিন্তু মনে রাখবেন আপনার মন যা চায় সেটাই করবেন। কারণ মনের বাইরে গিয়ে চাকরি করলে উন্নতি করতে পারবেন না। আর উন্নতির জন্য যতটা পারিপার্শ্বিক সমর্থন দরকার তার চেয়েও বেশি দরকার নিজের মনের সমর্থন। প্রিয়জনের সঙ্গে মনোমালিন্য মিটিয়ে ফেলেতে চেষ্টা করুন।

কুম্ভ (জানুয়ারি ২০- ফেব্রুয়ারি ১৮): যে কাজ আপনার সৃজনশীলতা প্রকাশে সহায়ক সেই কাজকেই আঁকড়ে ধরুন। অহেতুক বিভিন্ন জায়গায় অর্থের জন্য চেষ্টা না করে নির্দিষ্ট স্থানে ক্রমাগত চেষ্টা করাই ভালো। সামগ্রিক অর্থনৈতিক মন্দা পরিস্থিতির শিকার আপনি। তবে সন্ধ্যে নাগাদ বেতন কিংবা অন্য কোনো বিল পাওয়ার সম্ভাবনা রয়েছে। শারীরিক অবস্থার অবনতি হতে পারে। অন্য সব কাজেই আজ আপনি চালকের আসনে। শিক্ষার্থীদের ভর্তি সংক্রান্ত জটিলতা অব্যাহত থাকবে।

মীন (ফেব্রুয়ারি ১৯- মার্চ ২০): যদি মনের মধ্যে কোনো অসাধু ভাবনা থাকে তবে গ্রহের বদ প্রাণীর আছরে তা প্রকাশ পাবে আজ। মানুষের মনের ভেতরেই পশুবৃত্তি বাস করে। তাই যতটা সম্ভব আজ আত্মজিজ্ঞাসা চালু রাখুন। নিজের সৃষ্টিশীলতা আর পরিশ্রমী মনোভাব বজায় রাখতে অনেক যুদ্ধ করতে হচ্ছে। শেষ মুহূর্তের ভুল সিদ্ধান্ত আপনাকে এনে দিতে পারে পরাজয়ের গ্লানি। তাই আজ মীন রাশির জাতক-জাতিকা আত্ম উন্নয়নের পরীক্ষার দিন। প্রিয়জন যে একজন মানুষ তা ভুলে যাবেন না, আজ অন্তত কিছুটা সময় তাকে দিন।

পাঠকের মতামত:

১৪ অক্টোবর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test