E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

জেনে নিন শুক্রবারের রাশিফল

২০১৪ আগস্ট ০১ ১৪:৪৬:১৫
জেনে নিন শুক্রবারের রাশিফল

মেষ: অসতর্কতায় ব্যবসায় লোকসানের আশঙ্কা। কর্কশ বাক্যে স্বজনবন্ধুও বিরূপ হতে পারে। কোনও স্ত্রীলোক থেকে বিপদের আশঙ্কা।

বৃষ: কর্মপরিবর্তনের প্রয়াসে সাফল্যের ইঙ্গিত। চিত্তাকর্ষক বক্তৃতায় শ্রোতাদের মন জয় করতে পারেন। শারীরিক সমস্যায় কাজে ব্যাঘাত।

মিথুন: শ্রম ও অধ্যবসায় সত্ত্বেও পদোন্নতি বিলম্বিত হতে পারে। বন্ধুর সহায়তায় শত্রুদমন।

কর্কট: মৌলিক কৌশলে বিরুদ্ধ পরিস্থিতির মোকাবিলা। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের সূত্রে নতুন কাজের সুযোগ। জলপথে বিপদের আশঙ্কা।

সিংহ: আত্মীয়স্বজনের শত্রুতায় সম্পত্তি ক্রয়ে জটিলতা। স্বনিযুক্তি প্রকল্পে উপার্জন বাড়বে। পরিবারের দায়িত্ব পালনকে ঘিরে অপদস্থ হওয়ার আশঙ্কা।

কন্যা: দুর্জনের অপচেষ্টা রুখে কার্যোদ্ধার। ব্যবসায় বাড়তি বিনিয়োগ সত্ত্বেও লোকসানের আশঙ্কা। পারিবারিক ব্যয় বৃদ্ধিতে সঞ্চয়ে বাধা।

তুলা: মৌলিক পন্থায় কর্মসমস্যার সমাধানের আশা। বন্ধুর প্রতারণায় বিশ্বাসভঙ্গের বেদনা।

বৃশ্চিক: কর্মস্থলে জটিলতা কেটে যাওয়ার ইঙ্গিত। কোনও উচ্চাভিলাষী মহিলার ছলচাতুরীতে বিড়ম্বনার আশঙ্কা।

ধনু: উপস্থিতবুদ্ধিতে জটিলতা কাটিয়ে কর্মক্ষেত্রে প্রশংসা লাভ। রুখে দাঁড়িয়ে শত্রুর মোকাবিলা। উপকার করতে গিয়ে অপদস্থ হওয়ার আশঙ্কা।

মকর: কর্মস্থলে কোনও গভীর সমস্যার জট খুলে প্রশংসা পেতে পারেন। কল্যাণকাজে শ্রম ও অর্থদান। মূল্যবান দ্রব্য ও নথিপত্রের গোপনতা রক্ষার ব্যবস্থা নেওয়া জরুরি।

কুম্ভ: অংশীদারের কূট চাল সত্ত্বেও ব্যবসায় অগ্রগতি বহাল। মিষ্ট কথায় সহকর্মীদের বিরূপতা কাটিয়ে কার্যোদ্ধার। প্রেমপ্রণয়ে জটিলতা কেটে যাওয়ার আশা।

মীন: সম্পত্তির সংস্কার ও উন্নয়নের জন্য অর্থ ব্যয়। কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি। সন্তানের বহির্মুখিতায় চিন্তা বাড়বে।

(ওএস/এটিআর/আগস্ট ০১, ২০১৪)

পাঠকের মতামত:

১৩ অক্টোবর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test