E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

জেনে নিন সোমবারের রাশিফল

২০১৪ আগস্ট ১১ ০০:০৫:১৭
জেনে নিন সোমবারের রাশিফল

মেষ (মার্চ ২১-এপ্রিল ২০): বার্ধক্যজনিত অসুখে পড়তে পারেন তরুণ বয়সেই। আরও রহস্যময় সব উপসর্গ আপনাকে ব্যতিব্যস্ত করে রাখবে সারাদিন। প্রেমরোগে আক্রান্ত হতে পারেন। তবে রোগ থেকে মুক্তিও পাবেন রাতারাতি। তাই বলে জীবনে যে সবসময় ইতিবাচক ঘটনাই ঘটবে তা নয়। মাঝে মাঝে বিপর্যয়ও আসতে পারে। আর সেই বিপর্যয়গুলোই আপনাকে পরিপূর্ণ মানুষ হিসেবে দাঁড় করাবে।

বৃষ (এপ্রিল ২১- মে ২১): পারিবারিক অস্থিরতার প্রভাব আজ কাজে পড়তে পারে। গ্রহে নতুন যোগাযোগ সৃষ্টি হবে। যার যোগসূত্র ধরে আপনার জীবনেও নতুন কারও বা নতুন কোনো সুযোগের সঙ্গে যোগাযোগ হবে। সময়মতো এগিয়ে গেলে তবেই সফল হবেন। নিকটাত্মীয়ের সমস্যা আপনাকে বয়ে নিয়ে চলতে হবে। অর্থযোগ আছে কিন্তু ব্যয়ের চাপ থাকবে।

মিথুন (মে ২২- জুন ২১): বন্ধুদের মধ্যে অতিরিক্ত জনপ্রিয় হলে তার খেসারত দিতে হবে। প্রেমঘটিত ব্যাপারে আপনাদের দু’জনের মাঝে আসবে তৃতীয় পক্ষ। আর তৃতীয় পক্ষ এলেই যে ঝামেলার সৃষ্টি হয় তা আপনার চেয়ে আর ভালো কে জানে। তবে এবারের ঝামেলায় চতুর্থ পক্ষের সহায়তা নিয়ে দূর করতে হবে বিষাক্ত প্রভাব। কর্মক্ষেত্রে দ্বিতীয় প্রহর থেকে দক্ষতা কমতে থাকবে। সহকর্মীদের অসহযোগিতামূলক ব্যবহার মনোবেদনার কারণ হবে।

কন্যা (আগস্ট ২৪- সেপ্টেম্বর ২৩): সহোদর স্থানীয় কেউ আপনার কাছে তার সমস্যা নিয়ে আসতে পারে। দিনটি নির্বিঘ্নে ও শান্তিতে কাটাবেন। উচ্চশিক্ষার সম্ভাব্য যোগাযোগগুলো নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন। আর সৃজনশীল কাজের সময় মনোযোগের ব্যাঘাত ঘটাবে ঘুম। দীর্ঘদিনের ঘুম না হওয়ার খেসারত তো দিতেই হবে। তবে এটা ভেবে রাখুন, রাত জেগে অফিসের কাজ আপনার শরীর সইবে না।

সিংহ (জুলাই ২৩- আগস্ট ২৩): উত্তর আসবে চিহ্নের মাধ্যমে: আপনাকে স্রেফ বুঝে নিতে হবে। তবে নক্ষত্রের গতিবিধি বলছে, নতুন একটি পদ্ধতির সঙ্গে আপনার পরিচয় হয়ে যাবে আজ। কিঞ্চিৎ তর্কাতর্কি হবে বয়স্ক কারও সঙ্গে। কিন্তু তীব্র হবে ভালোবাসা। অর্থের দিকে ছুটে যাবে মন কিন্তু মনে শান্তি আসবে না। রাজনৈতিক অবস্থনের কারণে কিছুটা সুবিধা পেয়ে যাবেন বাণিজ্যে। তাড়াহুড়ো করে বের হতে গিয়ে গণ্ডগোল করে ফেলবেন প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে নেয়ার ব্যাপারটাতে।

কর্কট (জুন ২২- জুলাই ২২): ভুল বোঝাবুঝির অবসান ঘটবে। পদাধিকারী ব্যক্তির সঙ্গে উপযুক্তভাবে যোগাযোগ হয়ে উঠবে না। কোনো বন্ধু তার স্বার্থসিদ্ধির জন্য আপনাকে কাজে লাগাতে পারে। অর্থ ও গৃহ নিয়ে শান্তিতেই কাটাবেন। শত্রুতা কমে এলেও নতুন করে সৃষ্টি হতে কয়দিন। যেহেতু আপনি শত্রু বাড়াতে সিদ্ধহস্ত মানুষ। যত যাই হোক দিনের শেষে দূরে কোথাও ভ্রমণের প্রস্তাব পাবেন।

তুলা (সেপ্টেম্বর ২৩- অক্টোবর ২২): সম্পর্কে জড়িয়ে পড়তে যাচ্ছেন। অতিথি আসছে ঘরে। গ্রহের অবস্থান আজ সুবিধার নয়, তবে বিপদে পড়তে যাচ্ছেন ভেবে যদি চিন্তিত হন তাহলে ভুল করবেন। গ্রহের এই অবস্থান আজ সৌভাগ্যজনকভাবে আপনার সমৃদ্ধি আনবে। প্রয়োজনীয় সমস্ত কাগজ পত্র গুছিয়ে রাখুন এগুলোর দরকার পড়তে পারে ইদানীংয়ের মধ্যে।

বৃশ্চিক (অক্টোবর ২৩- নভেম্বর ২১): ভ্রমণের জন্য মন ছুটে যাবে, কিন্তু আপনি ছুটে যেতে পারবেন না। কর্মব্যস্ততার মধ্যে একদিকে দেখতে গিয়ে অন্যদিক ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এদিকে নজর রাখবেন। স্বাস্থ্য নিয়ে দোটানায় পড়বেন। আপনার আশ্রয়প্রার্থী হয়ে কেউ আসতে পারে। এর ফলে খরচ বাড়বে।

ধনু (নভেম্বর ২২- ডিসেম্বর ২১): আর্থিক সঙ্কট আর কিছুদিন অবস্থান করে ধীরে ধীরে মুছে যাবে। কর্মক্ষেত্রে কর্মের চেয়ে আড্ডাই হয়তো আজ বেশি দেয়া হবে। নিশ্চিত জেনেও আপনি ভুল করবেন আজ। শিক্ষকতাকে যারা পেশা হিসেবে বেছে নিয়েছেন তাদের জন্য সুখবর থাকবে, উচ্চ শিক্ষার একটা সম্ভাবনা দেখা দিবে। মুরুব্বীদের সঙ্গে আজ বেশ বোঝাপড়া হয়ে যাবে।

মকর (ডিসেম্বর ২২- জানুয়ারি ১৯): সংসারী মনে কিছুটা সচ্ছলতা আসবে। সঞ্চয় ভেঙে দিনের খরচ চালতে হতে পারে। নিজে বিনোদনের ব্যবস্থা করলেও অবসর পাবেন না। নতুন যোগাযোগ অর্থ উপার্জনের সুযোগ এনে দেবে। অশুভ তেমন কিছু ঘটবে না। তবে সন্তানকে নিয়ে কিছুটা চিন্তা থাকবে।

কুম্ভ (জানুয়ারি ২০- ফেব্রুয়ারি ১৮): পথের মাঝে নতুন একটি পথের সন্ধান পেয়ে যাবেন। মন আজ দ্বিখণ্ডিত হয়ে ছড়িয়ে যাবে। তথাকথিত সব নিয়ম আজ আপনার মানতে ইচ্ছে করবে না। প্রিয় মানুষের ভুলগুলো আজ তেমন পীড়া দেবে না। কিছুতেই আপনাকে বুঝানো যাবে না যে, আজ আপনাকে দিয়ে কিছুই হবে না। আপনার বন্ধুদের সঙ্গে আজ নতুন কোনো চ্যালেঞ্জে জিতে যাবেন।

মীন (ফেব্রুয়ারি ১৯- মার্চ ২০): ভ্রমণের জন্য রাস্তা আজ উন্মুক্ত হয়ে পড়বে।আপনার কঠোর নিয়ম নীতি অন্যকেও মেনে চলতে বাধ্য করবেন। জমি-বাড়ি সংক্রান্ত সমস্যায় আত্মীয়-স্বজনদের দোষারোপ করে লাভ নেই। কর্মস্থলে আপনার বিচরণ স্বাভাবিক থাকবে। কোনো সমস্যা নিয়ে হইচই হলেও আপনি তাকে সহজ করে দিতে পারবেন।

পাঠকের মতামত:

১৩ অক্টোবর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test