E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

জেনে নিন সোমবারের রাশিফল

২০১৪ আগস্ট ২৫ ০৭:০৮:০১
জেনে নিন সোমবারের রাশিফল

মেষ (মার্চ ২১-এপ্রিল ১৯):বাণিজ্যিক চিন্তাভাবনা আপনাকে নীচ শ্রেণীর মানুষে পরিণত করতে পারে আজ। বন্ধু কিংবা পরিবারের মানুষের কাছে অপ্রয়োজনীয় পেশাদারিত্ব দেখাতে গিয়ে নিন্দা কুড়াতে পারেন। অর্থকড়ি ধার করতে হতে পারে।

বৃষ (এপ্রিল ২০- মে ২০): প্রেমময় সময়কে মাটি করে দেবে বাড়তি কথা থেকে টেনে আনা বিপদ। সুতরাং সুখী থাকতে চাইলে আজ কম কথা বলুন। পরিপাটি পোশাকআশাক ব্যক্তিত্বকে অন্তত দশ শতাংশ শক্তিশালী করবে অন্যদের চেয়ে।

মিথুন (মে ২১- জুন ২০): মিথ্যে কথা বলে পার পেতে পারবেন না। আবার সত্য বললেও পড়তে পারেন ঘোর বিপদে। সম্ভবত মিথ্যে বলে ধরা পড়ার চেয়ে সত্য বলে বিরোচিত বিপদাহরণ মঙ্গলজনক ও ব্যক্তিত্ববান্ধব। ধার দেয়া টাকা ফেরৎ পেতে পারেন।

কর্কট (জুন ২১- জুলাই ২২): কোন নদীর ধারে রহস্যময় পরিবেশে প্রভাবিত হয়ে কারও অসম্ভব কোনো প্রস্তাব গ্রহণ করে ফেলে পরে পস্তাতে পারেন। তবে পর্যাপ্ত বুদ্ধিমত্তা থাকলে বিপরীতটাও হতে পারে। বন্ধুভাগ্য উত্তম, অর্থভাগ্য ততটা নয়।

সিংহ (জুলাই ২৩- আগস্ট ২২): মনের ভেতর যে প্রশ্নগুলো জেগেছে সেগুলো উপযুক্ত মানুষকে জিজ্ঞেস করুন। যাকে তাকে উপযুক্ত মনে না করে সুবিবেচনার পরিচয় দিন। কেননা এটির ওপর খুব গুরুত্বপূর্ণ কিছু ব্যাপার নির্ভর করছে।

কন্যা (আগস্ট ২৩- সেপ্টেম্বর ২২): বর্ণবাদী বলে পরিচিতি পেতে পারেন, যদিও আপনি তা নন। মুখ ফসকে বেরিয়ে যাওয়া কোনো কথা রাখতে গিয়ে জান কোরবান অবস্থা হয়ে যেতে পারে। প্রেমভাগ্য সুপ্রসন্ন, আজ মনের কথা প্রকাশ করতে পারেন নির্বিঘ্নে।

তুলা (সেপ্টেম্বর ২৩- অক্টোবর ২২): প্রবল আকর্ষণীয় ক্ষমতা খর্ব হতে পারে আজ। প্রাকৃতিক কোনো দুর্যোগ বিঘ্ন ঘটাতে পারে স্বাভাবিক জীবনে। যে বিপদে ফেলবে সে-ই উদ্ধার করবে, এমন বোঝা যাচ্ছে। অর্থভাগ্য ভালো নয়।

বৃশ্চিক (অক্টোবর ২৩- নভেম্বর ২১): প্রকৃতির সান্নিধ্য আজ দুশ্চিন্তায় টনিকের মতো কাজ করবে। বিখ্যাত কোনো ব্যক্তির সংস্পর্শে আসতে পারেন। রাজপথে সাবধানতা অবলম্বন করুন, সাবধানের মার নেই। বেতনভাতা সংক্রান্ত জটিলতা কেটে যাবে।

ধনু (নভেম্বর ২২- ডিসেম্বর ২১): মুনাফাখোর কোনো মানুষের হাতে পড়ে খোয়াতে পারেন যাবতীয় সঞ্চয়। প্রতারণার হাত থেকে বাঁচতে বিপরীত লিঙ্গের কারও বুদ্ধিমত্তা কাজে আসতে পারে। পারিবারিক সম্পর্কে টানাপোড়ন সৃষ্টি হতে পারে।

মকর (ডিসেম্বর ২২- জানুয়ারি ১৯): রাজনৈতিক বাধার মুখে পড়তে পারে আপনার সম্ভাব্য দেশত্যাগ। পুরনো অসুখের নতুন চিকিৎসক ভালো কাজ দেবে। ধৈর্য ধারণ করে মুক্তি পেতে পারেন দ্বিতীয় শ্রেণীর কোনো সমস্যা থেকে। ভ্রমণ শুভ।

কুম্ভ (জানুয়ারি ২০- ফেব্রুয়ারি ১৮): মিতব্যয়িতা আপনাকে বাঁচিয়ে দেবে বিপদের হাত থেকে। বন্ধুর ভাই কিংবা বোনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়াতে সাবধান। উঠোনে কিংবা বারান্দায় সবজি কিংবা ফুলের চাষ করতে শুরু করুন, এটা বিষণ্ণতা কাটাতে সহায়ক।

মীন (ফেব্রুয়ারি ১৯- মার্চ ২০): ধরুন আপনি চাইলেই আপনার শারীরিক আদল পরিবর্তন করে অন্য আদলে চলে যেতে পারেন। যেমন ধরুন যখনই ইচ্ছে হলো তখনই হয়ে গেলেন টেবিল, কখনো পাখি, কখনো কুয়াতলা, বকুলতলা ইত্যাদি এমনটা আপনি চাইলে আজ হয়ে যেতে পারবেন তবে শারীরিকভাবে পরিবর্তন কিছু না ঘটলেও মানসিক পরিবর্তন হবেই। আপনি আজ এভাবেই বিপদ এড়িয়ে যেতে পারবেন। বিপদ দেখলেই জড় বস্তুর আদলে চলে গিয়ে চুপচাপ পরিস্থিতি দেখবেন। আপনার জন্য আজ শুধুই শুভকামনা।

পাঠকের মতামত:

১৬ অক্টোবর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test