E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

জেনে নিন মঙ্গলবারের রাশিফল

২০১৪ এপ্রিল ২৯ ০০:৪৮:০৬
জেনে নিন মঙ্গলবারের রাশিফল

মেষ:(২১মার্চ২০এপ্রিল)

ব্যক্তিজীবন ও কাজের ভারসাম্য করতে না পারায় পরিবার ও কর্মক্ষেত্র দু’জায়গায়ই কিছু কিছু সমস্যা তৈরি হতে পারে। সমস্ত দিক সঠিকভাবে বজায় রাখতে গিয়ে আপনি অস্থির হয়ে উঠবেন। সঠিকভাবে পরিকল্পনা করতে পারলে তবেই সমস্যা থেকে মুক্তি হবে। নতুন বন্ধুর সঙ্গে পরিচয় হতে পারে।

বৃষ: (২১এপ্রিল২১মে)
আপাত গুরুত্বহীন ঘটনা কেন্দ্র করে সমস্যার মেঘ ঘনীভূত হতে পারে। এর ফলে মানসিক আঘাত লাগার সম্ভাবনা দেখা যাচ্ছে। সন্তানকে নিয়ে চিন্তা বাড়বে। পরিবেশ প্রতিকূল থাকায় পরিবারের সদস্যদের সঙ্গে মনোমালিন্য দেখা দিতে পারে। প্রেমযোগ থাকলেও কিছু কিছু সমস্যা আসতে পারে।


মিথুন:(২২মে২১জুন)
কোনো আত্মীয়ের মাধ্যমে জটিল পারিবারিক সমস্যার সমাধান বেরিয়ে আসবে। কর্মক্ষেত্রে সাফল্য। পরিবেশ অনুকূল থাকার ফলে ব্যবসায় নতুন সম্ভাবনার সৃষ্টি হবে। পরিবারের কোনো সদস্যের সাফল্যের কারণে পরিবারে খুশির হাওয়া আসতে পারে।


কর্কট:(২২জুন২২জুলাই)
কর্মক্ষেত্রে সফলতার যোগ আছে। ব্যবসায় উন্নতির সুযোগ আসবে। সন্তানের বিদেশ যাওয়ার খবর আসতে পারে। হঠাৎ কোনো ঘটনা মনের গভীরে আধ্যাত্মিক চিন্তা-ভাবনার জন্ম দিতে পারে। ছাত্রদের জন্য দিনটি শুভ। প্রেমের যোগ নেই।


সিংহ: (২৩জুলাই - ২৩আগস্ট)
কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে মতামত জানাবার প্রস্তাব আসতে পারে। সিদ্ধান্ত জানাবার সময় আবেগতাড়িত না হয়ে যুক্তির নিরিখে মতামত জানান। কর্মক্ষেত্রে সফলতা ও ব্যবসায় উন্নতির যোগ আছে। প্রেমের প্রস্তাব আসতে পারে। পারিবারিক যোগাযোগ শুভ।


কন্যা: (২৪আগস্ট২৩সেপ্টেম্বর)
রাশিচক্রে মঙ্গলের অবস্থানগত কারণে হয়ে যাওয়া কাজেও নতুন বাধা সৃষ্টি হতে পারে। কর্মক্ষেত্রে বেশ কিছু সমস্যার যোগ আছে। গুরুজনের স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তিত থাকবেন। প্রেমযোগ ক্ষীণ। তবে পরিবেশ প্রতিকূল থাকলেও পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে।


তুলা: (২৪সেপ্টেম্বর২৩অক্টোবর)
কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা। পরিবেশ অনুকূল থাকায় কঠিন পরিস্থিতির মধ্যে পড়েও ভাগ্য শুভ ফল দিতে পারে। সামাজিক পরিচিতির মাধ্যমে নতুন সম্ভাবনা তৈরির যোগ আছে। পারিবারিক শান্তি বজায় থাকবে। প্রেমযোগ নেই।


বৃশ্চিক:(২৪অক্টোবর২২নভেম্বর)
কর্মক্ষেত্রে সহকর্মীদের মাধ্যমে শুভফল লাভ হতে পারে। প্রেমের যোগ থাকলেও এ নিয়ে বিশেষ কোনো আত্মীয়ের তরফে বিরোধ দেখা দিতে পারে। সন্তানকে নিয়ে দুশ্চিন্তা বাড়বে। ব্যবসায় শুভযোগ আছে। ভ্রমণের যোগ পরিলক্ষিত হচ্ছে।


ধনু: (২৩নভেম্বর২১ডিসেম্বর)
যৌথ ব্যবসায় কোনো অসাম্য বণ্টনের বিরোধ করতে গিয়ে বিতর্কে ঝগড়ার সৃষ্টি হতে পারে। এর ফলে ব্যবসায় শত্রু বৃদ্ধি হবার সম্ভাবনা থাকবে। পারিবারিক সমস্যার বৃদ্ধি। বয়সজনিত চক্ষু পীড়ার শিকার হতে পারেন। অভিভাবকদের সঙ্গে প্রেম নিয়ে মনোমালিন্য দেখা দিতে পারে।


মকর: (২২ডিসেম্বর২০জানুয়ারি)
চাকরি, পড়াশুনা, ব্যবসায় সফলতা পাওয়ার আশা। পড়ুয়াদের পড়াশুনার কারণে বিদেশ ভ্রমণের সুযোগ ও পুরস্কার লাভের যোগ দেখা যাচ্ছে। নতুন চাকরির খবর আসতে পারে। প্রেমের জন্য শুভ। সামাজিক সম্মান ও উপহার লাভের যোগ আছে।


কুম্ভ:(২১জানুয়ারি১৮ফেব্রুয়ারি)
পরমুখাপেক্ষী হয়ে পড়লে আপনার কাজ আরও সমস্যাসঙ্কুল হয়ে উঠতে পারে। কর্মক্ষেত্রে দিনের প্রথম ভাগ প্রতিকূল। প্রতিশ্রুতি দিয়ে বিশেষ কেউ কথা রাখবে না। ব্যবসায় মধ্যম রোজগার বাড়বে। পারিবারিক সমস্যা বাড়তে পারে। তবে শিক্ষাক্ষেত্রে যুক্ত হলে উন্নতির সুযোগ পাবেন।


মীন:(১৯ফেব্রুয়ারি২০মার্চ)

বিশেষ কোনো ব্যক্তির প্রভাবে আপনার আধ্যাত্মিক উন্নতি হবে। ব্যবসায় উন্নতি ও সৃষ্টিশীল কাজে সাফল্য আসবে। বাবার শরীর নিয়ে উদ্বেগ, চিন্তা দেখা দিতে পারে। প্রেমের জন্য মধ্যম। কর্মক্ষেত্রে প্রবল চাপ মানসিক অবসাদ তৈরি করতে পারে। বিভিন্নভাবে মঞ্চের সঙ্গে যুক্ত ব্যক্তিরা শুভ ফল পাবেন।

(ওএস/এইচআর/এপ্রিল ২৯, ২০১৪)

পাঠকের মতামত:

১৪ অক্টোবর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test