E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

জেনে নিন বুধবারের রাশিফল

২০১৪ এপ্রিল ৩০ ০০:৫৮:৩৪
জেনে নিন বুধবারের রাশিফল

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)

সাহসী চরিত্রের মানুষ আপনি। কর্মতৎপরতা ও উদ্যম আপনার শক্তি। আজ আপনার সামাজিক পরিচিতির মাধ্যমে নতুন সম্ভাবনা তৈরির যোগ আছে। নিকটাত্মীয়ের চক্রান্তের শিকার হতে পারেন। চেষ্টার অভাবে প্রেমযোগ দুর্বল হয়ে যেতে পারে।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
আপনি স্থির চিন্তার মানুষ হলেও সামান্য বিষয়েই অভিমান করেন। আজ আপনার আবেগের সুযোগ নিয়ে আপনাকে উত্তেজিত করে কাজ হাসিল করতে পারে কোনো সহকর্মী। কর্মক্ষেত্রে সজাগ থাকুন। আজকের দিনের প্রেমের পথ থাকবে কিছুটা বন্ধুর।

মিথুন: (২২মে – ২১ জুন)
বুদ্ধিবৃত্তিক কাজে রয়েছে আপনার বিশেষ দক্ষতা। এই বৈশিষ্ট্য আজকের দিনে প্রবল হবে। আপনার আজকের দিনটি শুভ। পারিবারিক সমস্যার সমাধান হতে পারে কোনো অভিভাবকের সাহায্যে। প্রেমযোগ আছে।

কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
আপনি শান্ত ও শান্তিপ্রিয়। আজ আপনার স্থির বুদ্ধিতে ব্যবসা সংক্রান্ত সমস্যার সুরাহা হতে পারে। প্রেমের জন্য শুভ। আসতে পারে প্রেমের প্রস্তাব। রাস্তা পারাপারের সময় বিশেষ সর্তক হোন। অভিভাবকদের পরামর্শে সমস্যা থেকে মুক্তি পাবেন।

সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট)
আপনার চরিত্রে রয়েছে আভিজাত্য, নেতৃত্ব ও মানব প্রেমের এক সুন্দর সমন্বয়। এই বিষয়গুলিকে কাজ লাগিয়ে আজকের দিনে কর্মক্ষেত্রে অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা আছে। ত্বকের সমস্যা কষ্ট দিতে পারে। নিকটাত্মীয়ের চক্রান্তের শিকার হতে পারেন। প্রেমের ক্ষেত্রে ঝগড়া বা মনোমালিন্যের যোগ দেখা
যাচ্ছে।

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
আপনি দূরদৃষ্টি সম্পন্ন এবং ঝুঁকিবিহীন জীবনে অভ্যস্ত। তবে কাজের প্রয়োজনে আজ আপনাকে ঝুঁকি নিতে হতে পারে। পেটের রোগ নিয়ে ভুগতে পারেন। নতুন সম্পর্ক তৈরির ক্ষেত্রে সর্তক থাকুন। কোনো নিকটাত্মীয়র উন্নতির খবর দিনের মধ্যভাগে আসতে পারে। নতুন ব্যবসা শুরুর জন্য অনুকূল।


তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
আজকের দিনে নতুন সম্পর্ক তৈরির ক্ষেত্রটিকে এড়িয়ে চলাই ভালো। প্রেমযোগ আছে। তবে তাতে বাধাও দৃশ্যমান। পুত্র বা কন্যার উন্নতির খবর দিনের মধ্যভাগে আসতে পারে। নতুন ব্যবসা শুরুর জন্য অনুকূল। কর্মক্ষেত্রে দিনটি সতর্কভাবে কাটানোর উপদেশ বজায় থাকছে।


বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
আপনি দৃঢ় স্বভাবের মানুষ। তবে কিছুটা নমনীয় হলে আপনার কাজের ক্ষেত্রে সুবিধা হবে। কর্মক্ষেত্রে বিশেষ সুযোগ এলেও আপনি গ্রহণ করতে পারবেন না। তবে যোগাযোগ বাড়বে। নতুন প্রেমের প্রস্তাবের জন্য আজকের দিনটি এড়িয়ে চলাই ভালো।


ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
আজকের দিনে সঠিক পদক্ষেপটি নেওয়ার ক্ষেত্রে আসবে বাধা। তাতে হতাশ হবেন না। গুরুজনের পরামর্শে আপনার পারিবারিক উন্নতি হবে। কর্মক্ষেত্রে বিশেষ সুযোগ লাভের যোগ আছে। সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তার নিষ্পত্তি। নতুন পরিচিত মানুষের দ্বারা আর্থিক ক্ষতি হতে পারে। প্রেম নেই।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
আপনি কঠোর পরিশ্রমী। এর ফলেই আপনার জীবনে আসবে উন্নতি। কর্মক্ষেত্রে অর্থনৈতিক লাভের সম্ভাবনা আছে। পড়ুয়াদের ক্ষেত্রে সফলতা পাওয়ার আশা। ব্যবসার জন্য প্রতিকূল। নিজের যোগ্যতার প্রতি ভরসা রাখুন। ব্যবসাজনিত অহেতুক মনোমালিন্যের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।


কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
আপনি ধার্মিক ও সত্যের পথে আস্থাশীল। কিন্তু আজকের দিনে কর্মক্ষেত্রে সজাগ থাকুন। গুরুজনের স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তিত থাকবেন। সন্তানের কাজ-কর্মের কোনো খবরে আপনার দুশ্চিন্তা বাড়তে পারে। প্রেমযোগ আছে।


মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
আজকের দিনে যে কোনো সিদ্ধান্ত গ্রহণের আগে ঠান্ডা মাথায় চিন্তা করুন। সামাজিক পরিচিতির মাধ্যমে নতুন সম্ভাবনা তৈরির যোগ আছে। কোনো গুরুত্বপূর্ণ জিনিস কাজের সময় খুঁজে নাও পেতে পারেন। ফলে বেশ কিছুটা সময় নষ্টের সম্ভাবনা দেখা যাচ্ছে।

(ওএস/এইচআর/এপ্রিল ৩০, ২০১৪)

পাঠকের মতামত:

১৩ অক্টোবর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test