E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

জেনে নিন শুক্রবারের রাশিফল

২০১৪ মে ০২ ০৭:২০:২৩
জেনে নিন শুক্রবারের রাশিফল

মেষ (মার্চ ২১-এপ্রিল ২০): আজকে প্রচণ্ড হাসির কোনো ঘটনা আপনার সম্মুখে আসবে। ছোট ছোট বাচ্চারা আপনাকে আজ পেয়ে বসবে। আবদার রাখতে রাখতেই আপনি আজ ক্লান্ত হয়ে যাবেন, তবে দিনটি প্রফুল্লতা এনে দিবে। আজকে লাল রঙটি শুভ। স্বাস্থ্যের দিক দিয়ে খুব একটা ঝামেলায় আজ পড়বেন না।

বৃষ (এপ্রিল ২১- মে ২১): অতিরিক্ত ভালোবাসা পেয়ে মন আজ সিক্ত হয়ে যাবে। গুরুস্থানীয় কেউ আপনাকে ডেকে পাঠাবে, দুরের কোনো ঘটনা আপনাকে হাতছানি দিয়ে ডাকবে। কর্মব্যস্ত একটি দিন কাটবে আপনার। প্রতিমুহূর্তে প্রাপ্তির সঙ্গে আপনার যে বোঝাপড়া হচ্ছে তার একটি কিনারা মিলতে পারে আজ। ভ্রমণে পাবেন প্রশান্তি।

মিথুন (মে ২২- জুন ২১): কতদূর পর্যন্ত যেতে চান জীবনে, কীভাবে যেতে চান এসব ভাবতে ভাবতে আপনি যখন অবসাদ্গ্রস্ত হয়ে পড়েন তখন আরও একটি বিষয় ভাববেন তাহলেই হয়ে যাবে-- ভেবে কী আর কাজ হয়, করিয়া কাজ করিও ভাবনারে জয়। পিতামাতা সন্তুষ্টি প্রকাশ করবে আপনার ওপর। কাউকেই আজ বিশ্বাসঘাতক মনে হবে না, নিশ্চিত থাকুন।

কর্কট (জুন ২১- জুলাই ২২): কার সঙ্গে আজ দেখা হতে চলছে একটু ভাবুন, বিপদে জড়িয়ে যাচ্ছেন নাতো? বাড়ি থেকে বের হওয়ার আগে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়েছেন কি না দেখে নিন কেননা আজকে বারে বারে ভুলে যাবেন অনেক কিছুই। দ্রুত সাফল্য আসবে না, কর্মক্ষেত্রে সহকর্মীর সঙ্গে বেশ খাতির হয়ে যাবে। প্রণয়ে আজ শান্তি। অর্থলাভে মন মজবে।

সিংহ (জুলাই ২৩- আগস্ট ২২): সিংহ তো ঘরছাড়া হতে চলেছেন, পৃথিবী বুঝি এতো রূঢ় আপনার প্রতি আর কোনদিন হয়নি। ধৈর্য ধরুন, এরপরও ফল না মিললে আরও ধৈর্য ধরুন। সবকিছু একদিন হাতের মুঠোয় আসবে। আপনার প্রতি মানুষের বাজে আচরণ থেকে পাওয়া শক্তিকে কর্মক্ষেত্রে কাজের গতিতে পরিণত করে দিন। অর্থভাগ্য বরাবরের মতোই একটু করুণ, তবে কেটে যাবে।

কন্যা (আগস্ট ২৩- সেপ্টেম্বর ২২): কন্যার প্রতিবেশীরা বদলে যাচ্ছে, নতুন পরিবশে খাপ খাইয়ে নিতে হবে এবার, নিজের জন্যে সুবিধাজনক করে নিতে হবে চারপাশকে। আপনার প্রেম এ মুহূর্তে স্বর্গে অবস্থান করছে, তবে আজকালের মধ্যেই পৃথিবীতে করতে পারে জরুরি অবতরণ। সেক্ষেত্রে আপনার সেরা জামাটি পরে গায়ে সুগন্ধি মেখে অপেক্ষা করতে থাকুন। কথাগুলোর প্রতীকী অর্থ করে নিন। কর্মক্ষেত্রে অহেতুক হয়রানির মুখে পড়তে পারেন, একইসঙ্গে অর্থভাগ্যের সঙ্গে যুক্ত হবে মন্দভাগ্য।

তুলা (সেপ্টেম্বর ২৩- অক্টোবর ২২): আপনার চেয়ে বয়েসে বড় এমন কারও কাছ থেকে কোনো শারীরিক বিপদ আসতে পারে। যারা খেলাধূলার সঙ্গে যুক্ত তারা বিশেষ সাবধানতা অবলম্বন করুন। নতুন কোনো সম্পর্ক পাকাপোক্ত করতে চাইলে আপনার প্রথম জীবনের সবুজ মনটাকে আবার ফিরিয়ে নিয়ে আসুন। বন্ধুদের সঙ্গে মিলিত বিনিয়োগে সাবধান! অর্থযোগ উত্তম যদিও।

বৃশ্চিক (অক্টোবর ২৩- নভেম্বর ২১): আর যাই করেন না কেন লোকনীতি বাদ দিয়ে রাজনীতি করতে যাবেন না। আজকের দিনে অন্তত রাজনৈতিক শত্রুদের এড়িয়ে চলবেন। জাতক-জাতিকা উভয়েরই আয় বাড়বে। তবে আয় যতটা বাড়বে তার সঙ্গে পাল্লা দিয়ে ব্যয়ও বাড়বে। বিকেল নাগাদ বাড়িতে নতুন অতিথি আসবে। প্রেমে মনোমালিন্য হতে পারে। ছুটি হওয়া সত্ত্বেও আজ অফিসে যেতে হতে পারে। ব্যবসায়িদের কেউ ব্যবসায়িক কাজে দেশের বাইরে যেতে পারেন।

ধনু (নভেম্বর ২২- ডিসেম্বর ২১): চোখ বন্ধ করে এগিয়ে যান, আপনার অর্থিক কষ্ট থাকবে বললেই চলে। আয়ের নতুন উৎস পেয়ে যাবেন সহজেই। দাম্পত্য জীবনে ঝঞ্ঝা কমে যাবে। সবচেয়ে ভালো হয় প্রিয় মানুষটিকে নিয়ে ছুটির দিনে দূরে কোথাও ঘুরতে গেলে। তরল পানীয় ব্যবসায়িদের ব্যবসা ভালো হবে। আপনার গ্রহ বলছে আজ কোনো সুসংবাদ পেতে যাচ্ছেন। বুদ্ধিমত্তা আর বিচক্ষণতাই আপনাকে পথ দেখাবে।

মকর (ডিসেম্বর ২২- জানুয়ারি ১৯): যদি হয় সুজন, তেঁতুল পাতায় ন’জন। পারিবারিক খুঁটিনাটি বিষয় নিয়ে মাত্রাতিরিক্ত প্রতিক্রিয়া না দেখিয়ে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিলে যৌথ পরিবার ভেঙে একক পরিবার হবে না। কোনো পরিচিত মানুষের দ্বারা বিপদ আসতে পারে। তাই সকেল প্রকার আর্থিক লেনদেনে আজ সতর্ক হবেন। শারীরিক সমস্যা চেপে না রেখে ডাক্তারের শরণাপন্ন হওয়াই বুদ্ধিমানের কাজ। স্নায়ুর যন্ত্রণা কষ্ট দিতে পারে।

কুম্ভ (জানুয়ারি ২০- ফেব্রুয়ারি ১৮): রবি ঠাকুর বলেছেন- যে গল্প শেষ হইয়াও হয় না তাকে বলা হয় ছোটগল্প। তেমনি দিনের শুরুটা আপনার ভালো হলেও শেষটা অতটা শুভ নয়। অর্থ সমাগম হবে না বললেই চলে। তবু হাল ছেড়ে দেবেন না। আপনার সৃষ্টিশীলতাই আপনাকে এগিয়ে নিয়ে যাবে অনেকটা দূর। দীর্ঘদিনের বাতের ব্যথা আজ বাড়তে পারে। জাতকদের প্রেমিকার সঙ্গে মধুর সময় কাটবে।

মীন (ফেব্রুয়ারি ১৯- মার্চ ২০): চোখ বন্ধ করে ব্যবসায় বিনিয়োগ করুন। ব্যবসায় বসতে গৃহে লক্ষ্মী বাস করবে। আর ঘরের লক্ষ্মীর দিকে নজর দিন। শারীরিক অবস্থার অবনতি হলে অনতিবিলম্বে ডাক্তারের কাছে যান। অন্য সব দিক দিয়ে দিনটি বেজায় শুভ। অবিবাহিত জাতিকাদের বিয়ের খবর হতে পারে। সততা আর বিশ্বস্ততায় ভর করে অনেকদূর এগিয়ে যাবেন নিশ্চিত।

পাঠকের মতামত:

১৩ অক্টোবর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test