E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

জেনে নিন শনিবারের রাশিফল

২০১৪ মে ০৩ ০০:৫১:৫৮
জেনে নিন শনিবারের রাশিফল

মেষ (মার্চ ২১ - এপ্রিল ১৯):

সন্তান, বন্ধু বা ভালোবাসার মানুষটি আজ আপনার মন খারাপের কারণ হতে পারে। নতুন ব্যবসায় সাফল্য যোগ আছে, তবে তাৎক্ষণিক অধিক লাভের পরিবর্তে নজর রাখতে হবে দীর্ঘমেয়াদী স্বল্প লাভের দিকে। সামাজিক কাজে টাকা নেমে যাবে।

বৃষ (এপ্রিল ২০ - মে ২০):

পরিবারের সদস্যদের কেউ আজ মন খারাপের কারণ হতে পারে। গ্রহ-নক্ষত্রের অবস্থান বলছে, বর্তমান প্রেমের সম্পর্কটি নিয়ে আপনি কিছুটা আপসেট, একটু ধৈর্য ধরুন। চাকুরেদের জন্যে প্রযোজ্য- নতুন কোথাও চাকরি পাওয়ার যোগ সুপ্রসন্ন। অর্থনৈতিক ভাগ্য আজ প্রসন্ন নয়, টানাপোড়েন যেতে পারে।

মিথুন (মে ২১ - জুন ২০):

আজ মিথুনের দ্বিধাদ্বন্দ্বের দিন। প্রেমের ক্ষেত্রে ‘শ্যাম রাখি না কুল রাখি’ অবস্থায় পড়তে পারেন। তবে কুলের চেয়ে শ্যাম রাখাটাই উত্তম। কর্মক্ষেত্রে আজ অর্ধবিশ্বস্ত সহকর্মী ঘটিয়ে দিতে পারে সর্বনাশ। অর্থনৈতিক সাফল্যের যোগ আছে।

কর্কট (জুন ২১ - জুলাই ২২):

বন্ধুর বিরক্তির কারণ হতে পারেন। হতে পারে এটা কোনো অর্থসংক্রান্ত কারণ। প্রেমের ক্ষেত্রে মনের কথা শুনতে গেলে আজ প্রসন্ন দিন। তবে অতিআবেগী কোনো সিদ্ধান্ত ভোগান্তির কারণ হতে পারে। অর্থের ক্ষেত্রে একটা মজার ব্যাপার দেখা যাচ্ছে- আপনার ব্যক্তিত্ব আজ অর্থপ্রাপ্তির কারণ হতে পারে।

সিংহ (জুলাই ২৩ - আগস্ট ২২):

নক্ষত্রের অবস্থান আপনাকে বিনীত হতে বলছে, সিদ্ধান্ত আপনার। ভালোবাসার মানুষটির ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্তের ফলাফল শুভ হবে। কর্মক্ষেত্রে নারী সহকর্মীর আনুকূল্য পাবেন। মধুর বাক্য বিনিময় বজায় রাখতে চেষ্টা করুন, নতুবা অপমানিত হবেন। সৃজনশীল কাজে অর্থাগম ঘটবে।

কন্যা (আগস্ট ২৩ - সেপ্টেম্বর ২২):

আজ কন্যার ভ্রমণ শুভ। প্রেমের ক্ষেত্রে কোনো দৃঢ় সিদ্ধান্তে আজই যাবেন না, আরেকটু সময় নিন। পছন্দসই কর্মক্ষেত্র বেছে নিন, না পেলে একটু ধৈর্য ধরুন- সময় আছে। মনের অস্থিরতা দূর করুন, অন্যথায় অর্থ বেরিয়ে যেতে পারে অনর্থক।

তুলা (সেপ্টেম্বর ২৩ – অক্টোবর ২২):

অর্থের কারণে বন্ধুর সঙ্গে মনোমালিন্য ঘটতে পারে সেইসঙ্গে প্রেমভাগ্যও যাচ্ছেতাই। কর্মক্ষেত্রে আজ আপনি নিজের ফাঁদে নিজেই আটকা পড়বেন। উৎরানোর উপায় দেখা যাচ্ছে না। অর্থাগমের জন্যে আপনার আরও সৃজনশীল হতে হবে।

বৃশ্চিক (অক্টোবর ২৩ – নভেম্বর ২১):

পুরনো দিনের দারুণ কোনো বন্ধু বা ব্যক্তিত্বের সঙ্গে দেখা হয়ে যাবে বা পরিচয় ঘটবে। প্রেমের ক্ষেত্রে দ্বিধা-দ্বন্দ্ব দেখা দিতে পারে। কর্মক্ষেত্রে আপনার প্রাণশক্তির সবটুকু হয়তো দিতে পারছেন না চাইলেও। ধৈর্য ধরুন। পারিবারিক কারণে অর্থব্যয় ঘটবে।

ধনু (নভেম্বর ২২- ডিসেম্বর ২১):

স্নায়ু উত্তেজিত হতে পারে, ধৈর্যচ্যুতি ঘটতে পারে। মনটাকে স্থির করুন, প্রয়োজনীয় কাজগুলো আপন মনে মনযোগ সহকারে সম্পাদন করুন। ঋণ পরিশোধ নিয়ে একটু অস্থিরতা গেলেও দেখবেন ক্রমেই সামর্থ্য অর্জন করছেন। আপনার মনটা বারবার অতীতে ফিরতে চাইবে। অর্থাগম শুভ।

মকর (ডিসেম্বর ২২- জানুয়ারি ১৯):

কল্পনাশক্তি, ষষ্ঠ ইন্দ্রীয় এবং সৃজনশীলতা অসাধারণ ও অতি উচ্চ মানের আপনার, সুতরাং নতুন কোনো শিল্পকর্ম আপনার শরীর মন ভরিয়ে তুলতে পারে। ঘরে থাকার চেষ্টা করুন এবং কঠোর শ্রম দিন। দেখবেন সহজে টাকা পয়সা উপার্জনের একটা পথ পেয়ে গেছেন। তাৎক্ষণিক আবেগ ভালো কোনো সময় মাটি করে দিতে পারে।

কুম্ভ (জানুয়ারি ২০ - ফেব্রুয়ারি ১৮):

আজ বাড়িটা ব্যস্ততম স্থানে পরিণত হবে। অন্যের সমস্যাটা বুঝার চেষ্টা করুন, মাথা ঠাণ্ডা রাখুন। অত্যাসন্ন কোনো ঘটনার আশঙ্কায় চিন্তিত থাকবেন। তবে গ্রহ বলছে, বিপর্যয়ের বদলে মঙ্গলই ঘটবে। সহকর্মীদের কারো প্রতি সহানুভূতি দেখানোর প্রয়োজন হবে। কর্মক্ষেত্রে কাজের চাপ সবার জন্য অসহনীয় হয়ে উঠতে পারে।

মীন (ফেব্রুয়ারি ১৯- মার্চ ২০):

স্বাভাবিক সীমার চেয়ে একটু বেশিই ধৈর্যশীল হতে হবে আজ। কাজ শেষে একটু আনন্দ করুন, কেননা অর্থসমাগমের সম্ভাবনা প্রবল। গ্রহ-নক্ষত্রের অবস্থান বলছে, এদিন পূর্বে কোনো সম্পর্ক আপনার সিদ্ধান্ত গ্রহণে খবরদারি করবে। অতীতকে খুব বেশি গুরুত্ব দেবেন না। ভবিষ্যৎ নিয়ে ভাবুন সব ঠিক হয়ে যাবে।

পাঠকের মতামত:

১৬ অক্টোবর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test