E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

জেনে নিন সোমবারের রাশিফল

২০১৪ মে ০৫ ০৭:৫৫:৩৬
জেনে নিন সোমবারের রাশিফল

মেষ (মার্চ২১- এপ্রিল১৯):

নিজেকে আজ বিপ্লবী মনে হবে। সব ভেঙেচুরে সত্যকে প্রতিষ্ঠা করতে ইচ্ছে হবে। পরিবর্তন আসবে পাশে থাকা মানুষের মনে। যতদিন যাচ্ছে নিজেকে চিনে নিতে সুবিধা হচ্ছে আপনার। দূরত্ব কমে যাবে ছোটবেলার বন্ধুদের সঙ্গে। আলাপচারিতায় সমাধান মিলবে, অর্থ লাভ শুভ।

বৃষ (এপ্রিল২০ - মে২০):

নমনীয় হোন, নিজের ওপর আস্থা অটুট রাখুন। বাণিজ্যে আজ সুফল আসবে, বন্ধু শ্রেণীর কেউ আপনার সঙ্গী হবে মঙ্গলময় কাজে। নিজ সমস্যায় জড়িয়ে যাবে দূরের কেউ। আপনার প্রতি সন্তুষ্টি রেখে, বিশ্বাস রেখে কেউ আজ গুরুত্বপূর্ণ কাজে হাত দিবে। ভ্রমণে আজ তৃষ্ণা মিটবে।

মিথুন (মে২১ - জুন২০):

কাউকে না জানিয়েই আপনি যে কাজটি করছেন তার ফল ভালো হবে না। পরিবারের কথা মন দিয়ে শুনুন, বুঝুন। মেজাজ গরম হয়ে যায় যাকে দেখলে আজ তার সঙ্গে ঘুরেফিরেই দেখা হয়ে যাবে। নিজ সন্তানের প্রতি যত্ন নিন, লক্ষ্য রাখুন। দিনে দিনে চুকে যাবে, অভাব আড়ষ্ট করবে।

কর্কট (জুন২১ - জুলাই২২):

আর্থিকভাবে দিনটি আপনাকে প্রশান্তি এনে দিবে। রীতিমত অপ্রত্যাশিতভাবেই পেয়ে যাবেন অর্থ। খুব খেয়াল করে চলবেন নইলে অর্জিত অর্থ সহজেই ফুরিয়ে যাবে। ভ্রমণের জন্য নিজেকে প্রস্তুত রাখুন, বন্ধুমহল হতে ভ্রমণের সুযোগ পেয়ে যাবেন।

সিংহ (জুলাই২৩- আগস্ট২২):

পরিবারের সদস্যদের মধ্যে কারো আজ বিদেশ যাত্রার সুযোগ এসে যাবে। শিক্ষাক্ষেত্রে খুব একটা সুবিধা করতে পারবেন না। ভ্রমণে গিয়ে মনে হবে, না এলেই পারতেন। প্রিয় মানুষটি আজ আপনার জন্য অদ্ভুত এক... আর বলতে চাইছি না, অপেক্ষা করুন। নিজ মহল্লায় সম্মানিত হবেন।

কন্যা (অগাস্ট২৩ - সেপ্টেম্বর২২):

আপনি মনে মনে যে ব্যবসার পরিকল্পনা করছেন সেটা সত্যই ভালো হচ্ছে। নিজের প্রতি আস্থা রাখুন, যারা চাকরি খুঁজছেন তাদের জন্য দিনটি শুভ। দিনটিতে নিজেকে সামলে রাখবেন, অহেতুক ঝামেলা আপনার পিছু নিতে পারে। প্রিয় মানুষটি আজ আপনার মনকে ভরিয়ে দিবে। অর্থযোগ শুভ।

তুলা (সেপ্টেম্বর২৩অক্টোবর২২):

তুলা রাস্তার ফুটপাথ থেকে কিনে আনা পুরনো কোনো বইতে আজ এমন তথ্য পেতে পারেন, যা আপনার জীবনটাকে দেখার চোখ বদলে দিতে পারে। নতুন সম্পর্কের ব্যাপারটা একটা জলরঙের ছবি আঁকার মতো। যত পরিপক্বতার সঙ্গে অস্পষ্ট আর ধোঁয়াশা রেখে এগোনো যায়, ততো মিষ্টতা নিয়ে সম্পর্ক এগোতে থাকে। প্রথমেই নিজের সব গল্প বলে দেবেন না।

বৃশ্চিক (অক্টোবর২৩নভেম্বর২১):

বৃশ্চিকের রাজনৈতিক জীবন আজ উন্নতির মুখ দেখবে। এটা হবে দীর্ঘকালব্যাপী চাটুকারবৃত্তিহীন ও পরোপকারী ভূমিকার বিনিময়ে পাওয়া উপহার। যারা চাকরিজীবী তারা ওপরের মহলে কদর পাবেন। বিরহযোগ। অর্থবিয়োগের আভাস দেখা যাচ্ছে।

ধনু (নভেম্বর২২- ডিসেম্বর২১):

ধনুর কোনো একই রাশির মাদকাসক্ত বন্ধুর জন্যে আজ মাদকমুক্তির শুভসূচনা করার অতিউত্তম সময়। আর সময় হয়েছে ভালোবাসার মানুষটিকে সঙ্গে নিয়ে কোনো গহীন অরণ্যে পথ হারিয়ে ফেলার। পথ হারানোর কথাটা একটা রূপক, এর অর্থ মুগ্ধতা। সত্যিকার পথ হারানো এতো সহজ নয়। কর্মক্ষেত্রে নতুনত্ব নেই, তাই মন খারাপ হয়ে যেতে পারে হঠাৎ। অর্থযোগ নেই।

মকর (ডিসেম্বর২২- জানুয়ারি১৯):

মকরের মনের গোপন বাসনা জেনে ফেলেছে আশপাশের মানুষ। তারা বাগড়া বাঁধাবে না, বরং সাহায্য করবে। কাজ অর্ধেক করে দেবে, যদি আপনি তাদের ভালোবাসা আদায় করে নিতে পারেন। প্রেমের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন, হলুদ রঙ আপনার প্রেমজ বিপদের কারণ হতে পারে। অর্থাগম ও অর্থবিয়োগে, দুটোতে সমতাযোগ।
কুম্ভ (জানুয়ারি ২০- ফেব্রুয়ারি ১৮): কুম্ভের স্বেচ্ছাচারিতা তাকে আজ খুব অপ্রিয় করে তুলতে পারে পরিচিত মানুষের কাছে। আজকের স্বেচ্ছাচারিতা প্রায় দ্বিগুণ তার ওপরই বর্তাতে যাচ্ছে আগামীকাল। সুতরাং বুঝে শুনে কাজ করার পরামর্শ রইলো। কর্মক্ষেত্রে প্রতিযোগী দাঁড় করানো যেতে পারে, কিন্তু প্রতিপক্ষ ক্ষতিকর। অর্থের চেয়ে ব্যক্তিগত সম্পর্ক দামি।

মীন (ফেব্রুয়ারি১৯- মার্চ২০):

মীন ব্যবসায়িক সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে জীবনসঙ্গী বা সঙ্গীনীকে জিজ্ঞেস করুন। তার দেয়া পরামর্শ বা অনুমান কাজে আসার সম্ভাবনা খুব বেশি। চলতি পথে মানুষঘটিত বিপর্যয় থেকে সাবধানে থাকুন। প্রতিপক্ষের চোখের দিকে তাকিয়ে কথা বলুন, তার শক্তি অর্ধেকে নেমে আসবে। বন্ধুকে ধার দেয়া অর্থ ফেরৎ পেতে পারেন।

(অ/মে ০৫, ২০১৪)

পাঠকের মতামত:

১৩ অক্টোবর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test