E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

জেনে নিন বৃহস্পতিবারের রাশিফল

২০১৪ মে ১৫ ০৮:০৩:৪৫
জেনে নিন বৃহস্পতিবারের রাশিফল

মেষ (মার্চ২১ - এপ্রিল১৯): প্রতিনিয়ত মিথ্যা বলে যাচ্ছেন, নিজেকে আধুনিক মনে করে এসব ভুল পথে হাঁটবেন না। আপনার পেছনে বন্ধু বেশী কিছু শত্রু ঘুরে বেড়াচ্ছে, সাবধান হয়ে যান। অর্থনৈতিক মন্দা কেটে যাবে, চাকরির অবস্থার পরিবর্তন সম্ভাব্য।

বৃষ (এপ্রিল২০ - মে২০): প্রণয়ের জন্য দিনটি অসম্ভব রকম শুভ। বাণিজ্যে আজ মন বসবে না। নিজেকে দূরে রাখুন ঝামেলার কাজগুলো থেকে, সমস্যায় পড়তে যাচ্ছেন। পরিবেশগত পরিবর্তন আপনার মনে প্রভাব ফেলবে। অর্থ আসবে না আজ।

মিথুন (মে২১ - জুন২০): কতকিছু ভেবে রেখেছেন কিছুই করতে পাড়ছেন না, এর মূলে যে সমস্যাটি সেটা হচ্ছে আপনার মনের দুর্বলতা, সাহস নিয়ে কাজে নেমে পড়ুন। দূরের কোনো আত্মীয় আজ আপনার মনোরঞ্জনের হেতু হবে। ভ্রমণ শুভ।

কর্কট (জুন২১ - জুলাই২২): পথের মধ্যে আজ দেখা হয়ে যাবে কোনো শিক্ষকের সঙ্গে। গুরুভক্তি তীব্রতর হবে। স্বাস্থ্যে কিছুটা পরিবর্তন লক্ষ্য করবেন। বিদেশ হতে কোনো সুযোগ অথবা সুবিধা আপনাকে খুঁজছে, নিজেকে প্রস্তুত রাখুন। অর্থ লাভে মন ভরে যাবে আজ।

সিংহ (জুলাই২৩- আগস্ট২২): সিংহ সাধারণত বিচক্ষণ। আজ বিচক্ষণতার সঙ্গে দৈবের যোগ থাকায়, কাছের মানুষদের জন্যে তার করা ভবিষ্যদ্বাণী মিলে যেতে পারে। প্রেম পরিণতি পেয়ে নতুন নতুন গল্পের জন্ম হবে। কর্মক্ষেত্র বদল হওয়ার সম্ভাবনা দেখা দেবে। সঞ্চিত অর্থ ফুরিয়ে আসবে।

কন্যা (আগস্ট২৩ - সেপ্টেম্বর২২): খুব একা হয়ে পড়বেন। মুখ দেখে মনের বিষণ্ণতা পড়ে ফেলবে কোনো দুর্জন, তারপর তা খারাপ কাজে লাগাতে চাইবে। সুতরাং সাবধান! মন খারাপ ঠিকাছে, কিন্তু সেটা নিজের কাছেই রাখুন। আর শিগগিরই একজন সঙ্গী নির্বাচন করুন। একাকী জীবন দীর্ঘায়িত করা কঠিন। বিদেশযাত্রা হতে পারে একেবারেই হঠাৎ করে। অর্থ নিয়ে চলতে পারে কানামাছি খেলা। ধরা দেবে, দেবে না, দেবে, দেবে না।

তুলা (সেপ্টেম্বর২৩অক্টোবর২২): নতুন ব্যবসাটা আরও মনোযোগ আশা করছে আপনার কাছ থেকে। কাছের বন্ধুদের কেউ ফাঁদে ফেলতে পারে। পুরনো প্রেমের কথা মনে করে স্মৃতিকাতর হতে ভালো লাগবে, তবে তা আপনার কোনো কাজে আসবে না। অর্থব্যয়ের সম্ভাবনা।

বৃশ্চিক (অক্টোবর২৩নভেম্বর২১): সৃজনশীল বৃশ্চিকের জন্যে কাছের মানুষের দীর্ঘশ্বাসের অন্ত নেই। তবে শেষটায় এদের স্বেচ্ছাচারী সিদ্ধান্তই সঠিক বলে প্রমাণিত হতে দেখা যায়। বৃশ্চিকের সৌভাগ্যের মুকুটে নতুন পালক যুক্ত করতে পারে বিপরীত লিঙ্গের ঘনিষ্ট বন্ধুদের কেউ। দূরের যাত্রা শুভ। কর্মক্ষেত্রে অভিনব কোনো উদ্যোগ প্রশংসিত হবে। অর্থের প্রতি কোনো কারণে দুর্বার আকর্ষণ জন্ম নিতে পারে।

ধনু (নভেম্বর২২- ডিসেম্বর২১): চাকরিতে বিশেষ কোনো পরিবর্তন ঘটতে পারে। পরিবর্তনের সঙ্গেই থাকুন। বাড়িতে হঠাৎ করে বন্ধুদের সমাগম হতে পারে। অনেকদিনের পুরনো কোনো বন্ধুর আগমনে পরিবারে শান্তি ফিরে আসবে। তবে আজ বাড়ির বাইরে যাওয়ার সময় সতর্কতা বজায় রাখুন। কারণ আপনার গ্রহ বলছে রাস্তায় দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে। শারীরিক অবস্থা মিশ্র থাকবে। সন্ধ্যে নাগাদ ধূলো ঝড়ের কারণে সামান্য হাচি হতে পারে। আপনি যেমন প্রতিদিন প্রেমে পড়েন তেমনি আজো প্রেমে পড়বেন। প্রেম করুন অবিরত, আনন্দে থাকুন প্রাণভরে।

মকর (ডিসেম্বর২২- জানুয়ারি১৯): পুরাই ঘোলাটে দিন। সকাল বেলা বিছানায় থাকাকালীন বাতের ব্যথা দিনের শেষে শ্বাসকষ্টে গিয়ে ঠেকতে পারে। দিনের মধ্যভাগে ব্যবসায়িদের আয় রোজগার বাড়বে। অফিসে কাজের প্রচণ্ড চাপ বাড়বে। এছাড়া অফিসে উল্লেখযোগ্য কিছু নেই। দাম্পত্য জীবন অভাব অনটনহীন ভালোই কাটবে। জাতকদের কারো বিয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে তবে শেষরাতে বিয়ে গড়ালে বৃষ্টির কবলে পড়তে পারেন।

কুম্ভ (জানুয়ারি২০- ফেব্রুয়ারি১৮): বিয়ে করে ফেলেছেন ভালো করেছেন। এবার থেকে সঞ্চয়ের চিন্তা করুন। সঞ্চয় না করলে আখেরে বউ পালালে জ্যোতিষকে গালাগাল দিতে পারবেন না। তবে আপনি নিজে একজন সৃষ্টিশীল মানুষ এবং বিয়ে যাকে করেছেন তিনিও সৃষ্টিশীল। সকাল বেলা খবরের কাগজে শেয়ারের খবরটুকু জেনে নিন। শেয়ার বাজারের অবস্থা বুঝে বিনিয়োগ করলে সুফল পাওয়া যাবে। বিবাহিত জাতক-জাতিকা ছাড়া অন্য সকলের ভালোবাসা চলবে।

মীন (ফেব্রুয়ারি১৯- মার্চ২০): মীন রাশির বেকার জাতিক জাতিকা যতই চাকরি থেকে দূরে থাকার চেষ্টা করেন লাভ নেই। আজ বেকারদের চাকরির খবর আসতে পারে। কেউ অবশ্য চাকরি না করে ব্যবসার চিন্তাও করতে পারেন। কারণ তাদের মাথায় ‘বাণিজ্যে বসছে লক্ষ্মী’ এই কথাটা ঢুকে গেছে। বন্ধুর কাছে পাওনা টাকা আদায় হবে। বিয়ের সম্বন্ধ আজ পাকা হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে যদি না আপনার একান্ত কাছের কেউ ঝামেলা করে। শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকবে। প্রেমে কারো বাধা না শোনাই ভালো।

পাঠকের মতামত:

০৬ অক্টোবর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test