E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

জেনে নিন রবিবারের রাশিফল

২০১৪ মে ২৫ ০৭:০৮:২৭
জেনে নিন রবিবারের রাশিফল

মেষ (মার্চ ২১ - এপ্রিল ১৯): মেষ জাতকদের মধ্যে কবি যারা, তাদের ওপর পুণ্য বৃষ্টি নামবে। পেটে মেদবান্ধব দানাপানি পড়বে অধিক পরিমাণে। কাজের জন্যে নতুন কারও ঘরে কর্মঘরে ডাক পেতে পারেন। অর্থভাগ্য ভালো।

বৃষ (এপ্রিল ২০ - মে ২০): রূপসচেতন বৃষ রাশির জাতক জাতিকাদের জন্যে দুঃসংবাদ। কাছের মানুষদের আচরণের রূঢ়তা আঘাতগ্রস্ত করতে পারে মনের শরীর। জাতক জাতিকাদের মধ্যে যারা উদ্যোক্তা তাদের জন্যে উত্তম দিন। বিনিয়োগ সাফল্যের সুখ দেখবে। সুতরাং অর্থভাগ্যে সপ্তর্ষীযোগ।

মিথুন (মে ২১ - জুন ২০): বয়েসের সঙ্গে সঙ্গে মিথুন যদি যথেষ্ট বুড়ো হতে না পারেন, তাহলে ঘনাবে বিপদ। বুড়ো হতে হবে। আর ভালোবাসার মানুষের ওপর খুব বেশি নির্ভরশীল হয়ে পড়বেন না। তাতে মানুষটির কাছে আপনার ব্যক্তিত্ব পড়ে যাবে। কর্মক্ষেত্রে অসুস্থ প্রতিযোগিতার শিকার হতে পারেন। অর্থকড়ি মিলবে ভালোই।

কর্কট (জুন ২১ - জুলাই ২২): পড়াশোনার জন্যে বিদেশগমনের সুযোগ আসতে পারে। আজ প্রাকৃতিক চিহ্নগুলো অনুসরণ করুণ চলাফেরার ক্ষেত্রে। ভালোবাসার মানুষের সঙ্গে অধিক সময় কাটাতে পারলে রক্ষা পাবেন শত্রুঘটিত অনিষ্ট থেকে। অফিসে অগোছালো স্বভাবের কারণে পিছিয়ে পড়তে পারেন। অর্থকড়িযোগ নেই।

সিংহ (জুলাই ২৩- আগস্ট ২২): সকাল সকাল উত্তেজিত হয়েছেন তো নিজেকে বিতর্কিত অবস্থার ভেতর ফেলেছেন। মনকে শান্ত করুন, দীর্ঘ একটা নিঃশ্বাস নিন এরপর সমস্যার মুখোমুখি বুক চিতিয়ে দাঁড়ান। ভেতরের পলায়নপর আমির গলায় আজ লাগাম টানুন। তবে নক্ষত্রের যা অবস্থা তাতে কিছুদিন ধরে চলা সম্পর্কের টানাপোড়েন আজ মিটে যাবে। নিজেকে ভালো রাখবে এমন সিদ্ধান্ত নেবেন, যা আপনাদের দুজনের জন্যই মঙ্গল বয়ে আনবে। তবে আর যাই করুন না কেন কর্মক্ষেত্রে আজ কোনো ঝুঁকি নেবেন না। কারণ আপনার করা ছোটো একটা ভুলের কারণে দীর্ঘমেয়াদে আপনাকেই খেসারত দিতে হতে পারে। তাই সাধু সাবধান!

কন্যা (আগস্ট ২৩- সেপ্টেম্বর ২২): প্রিয়জনের সঙ্গে গতকালের ঝামেলার খেসারত দিতে হবে আজ। প্রেমের সম্পর্কে আজ হাতাশার দিন। কাছে কোনো বন্ধু সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে। এ সুযোগের সদ্ব্যহার করুন। কাজের পরিবেশ পছন্দ হচ্ছে না, তাই বলে অতিরিক্ত চাপ নেবেন না। ভেবেচিন্তে সঠিক সিদ্ধান্ত নেবেন যাতে পরে আফসোস না হয়।

তুলা (সেপ্টেম্বর ২৩- অক্টোবর ২২): আজ তুলার ষষ্ঠ ইন্দ্রীয় ধরা খেয়ে গেছে: ইনট্যুইশন কোনো কাজে আসবে না। নক্ষত্রেরা যুক্তি করে বন্ধ করে দিয়েছে সব তুকতাকের পথ। আজ মন যা সন্দেহ করবে তার বিপরীতটাই বরং সত্য হতে পারে। আজ নতুন প্রেমিক প্রেমিকাদের বুদ্ধির জোরে ভালোবাসা আদায় করে নিতে হবে। কারণ ঘটতে পারে নাটকীয় সব বিপদাপদ। কর্মক্ষেত্রে সৃজনশীল প্রতিযোগী আসছে। আরও করিৎকর্মা হতে হবে আপনাকে। অর্থযোগ শুভ।

বৃশ্চিক (অক্টোবর ২৩- নভেম্বর ২১): দেখা যাচ্ছে নেংটি উঁচিয়ে ছুটে চলা বৃশ্চিককে আজ অলস ঘুমে পেয়েছে। মাঝে মাঝে এমন হয় সাপের বিষে মারা পড়ে সাপ নিজেই। আলস্য অবনতির কারণ। গা ঝাড়া দিয়ে উঠুন বৃশ্চিক, আজ কামড়াতে না পারলেও অন্তত কামড় ঠেকাতে তো হবে! পরিবারে দূরবর্তী সদস্যদের কেউ প্রেম নিবেদন করতে পারেন। কর্মক্ষেত্রে অপরের বিরক্তির কারণ হতে পারেন। পারিবারিক কারণে অর্থব্যয়। সম্ভবত আপনার ওই পাণিপ্রার্থীরই কারসাজি!

ধনু (নভেম্বর ২২- ডিসেম্বর ২১): গতকাল ভোররাতে পাওয়া প্রবাসী সন্তানের দেশে ফেরার খবর পুরো পরিবারে আনন্দের আমেজ তৈরি করবে। দাম্পত্যজীবন ভালোই কাটবে তবে পরিবারের বয়স্কদের কারো শারিরীক সমস্যা দেখা দিতে পারে। ডাক্তারের শরণাপন্ন হলে দ্রুত আরোগ্য লাভ করবে। অফিসে স্বাভাবিক পরিবেশ বজায় থাকবে। পদোন্নতির আকাঙ্ক্ষা থাকলে কিছুটা বাড়তি পরিশ্রম আপনি করতেই পারেন। তবে মনে রাখবেন কাজের মূল্যায়ন সবচেয়ে বড় কথা। মূল্যায়ন না হলে নিজের চেনা জগতে ফিরে যাবেন। শহরে বৃষ্টির কারণে নাগরিক মনে যে প্রশান্তি ছড়িয়ে পড়ছে তা থেকে নিজে কেন বঞ্চিত হবেন। প্রয়োজনে আজ দূরে কোথাও ঘুরতে চলে যান।

মকর (ডিসেম্বর ২২- জানুয়ারি ১৯): স্ত্রীর পরামর্শ শুনে স্বয়ং মোঘল সম্রাট আকবরও লাভবান হয়েছেন। তাই আজ আপনি স্ত্রী পরামর্শ গ্রহণ করলে পস্তাবেন না। নিকটস্থ বন্ধুর সাহায্য ও পরামর্শে আপনার জীবনের মোড় ঘুরতে পারে। শুধু তাই নয় অনেক দিনের পুরোনো কোনো সমস্যার সমাধান হতে পারে। বেসরকারি চাকরিতে কর্তব্যরত মকর রাশির জাতকদের জন্য দিনটি একটু কঠিন। বসের নিত্য কাজের চাপ আর বিদেশি বায়ারদের চাপ দুয়ে মিলে আপনার জেরবার অবস্থা। তবে ঘাবরাবেন না, সামনেই সাফল্য অপেক্ষা করছে। প্রেমের জন্য দিনটি বেশ ভালো।

কুম্ভ (জানুয়ারি ২০- ফেব্রুয়ারি ১৮): পরিকল্পনা মাফিক কাজে নেমেছেন অথচ কোনো বাধার মুখোমুখি হননি, তাহলে তো বলতে হয় আপনার পরিকল্পনাই ঠিক ছিল না। কাজে বাধা না এলে কাজের সত্যিকার মূল্যায়ন হয় না। ব্যবসায়িদের আজ মুনাফার পাশাপাশি নতুন কাজের অর্ডার পাওয়ার সম্ভাবনা আছে। শারিরীক অবস্থার কিছুটা অবনতি হলেও সন্ধ্যে নাগাদ স্থিরাবস্থা বিরাজ করবে। শিক্ষার্থীদের ভর্তি সংক্রান্ত সমস্যার শুরু মাত্র। অল্পতেই না ঘাবরে বুদ্ধিমত্তা আর ফলাফলের উপর নির্ভর করাই ভালো।

মীন (ফেব্রুয়ারি ১৯- মার্চ ২০): আপনার ব্যবসায়ে প্রতিযোগিতা আছে মানেই আপনি ব্যবসায়ে ভালো করছেন। তাই অন্যের প্রতিযোগিতাকে আজ ভয় না পেলেও চলবে। নিজের যোগ্যতা আর পরিকল্পনাকে এগিয়ে রাখুন। পারিবারিক অশান্তি দূর করতে অন্যের মুখাপেক্ষি না হয়ে নিজেই মেটানোর চেষ্টা করুন। সমস্যার মধ্যে তৃতীয় পক্ষ সব সময়ই হানিকারক। এমনকি মানব-মানবীর সম্পর্কের ক্ষেত্রেও তৃতীয় পক্ষ ক্ষতিকারক।

পাঠকের মতামত:

১৬ অক্টোবর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test