E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

জেনে নিন মঙ্গলবারের রাশিফল

২০১৪ জুন ০৩ ০৮:৩২:৩৫
জেনে নিন মঙ্গলবারের রাশিফল

মেষ (মার্চ ২১-এপ্রিল ১৯): আপনার চোখ আজ আপনার সঙ্গে প্রতারণা করবে। আপনার দৃষ্টির সঙ্গে মনের যে যোগসূত্র তা আজ ভিন্ন একটি কারণে ব্যর্থ হবে। অহেতুক বাড়াবাড়ি নিয়ে দুপক্ষের মধ্যে যে বিবাদ শুরু হবে সেখানে আপনাকে ফাঁসিয়ে দেওয়া হবে। যথারীতি আপনাকে মেনে চলতে হবে নিজ মনের কথা, নইলে কাজ সম্পূর্ণ হবে না। কর্মক্ষেত্রে সাফল্য গতানুগতিক। হিমসিম খেয়ে যাবেন সহজ কাজটিতে।

বৃষ (এপ্রিল ২০- মে ২০): দিনটি মেঘে মোড়ানো ঘন অন্ধকারে কেটে যাবে। কর্মক্ষেত্রে উপস্থিত হবেন কিন্তু মনে বসবে না কাজে। পারিবারিক কোন বিবাদে নিজেকে সরিয়ে রাখতে চাইবেন, কিন্তু তা ভালো হবে না। বাণিজ্যের জন্য বিনিয়োগদাতার সন্ধান পেয়ে যাবেন। শিক্ষাক্ষেত্রে যারা দুশ্চিন্তায় রয়েছেন তাদের জন্য দিনটি সামান্য হলেও গুরুত্বপূর্ণ। বিপরীত দিক থেকে শুধু সু-সংবাদ আসবে।

মিথুন (মে ২১- জুন ২০): ভ্রমণের পরে নিজ আবাসে ফিরে কাজে মন বসবে না। কর্মক্ষেত্রের সমস্তকিছুই পাহাড় মনে হবে, ডিঙ্গাতে খুব কষ্টকর হয়ে যাবে। আত্মীয় স্বজনদের কেউ কেউ আপনার বাসায় এসে উপস্থিত হবে। শিল্প-সাহিত্যমনাদের জন্য দিনটি অদ্ভুত রকমের রঙ ছড়াবে। দিনের মধ্যভাগে ভয় পেয়ে যাবেন অতি তুচ্ছ কিছুর দ্বারা। মাঝে মধ্যে ঘৃণাও করতে হয় কাউকে না কাউকে...।

কর্কট (জুন ২১- জুলাই ২২): প্রিয় মানুষটি আর প্রিয় থাকছে না। অপ্রিয় সত্য আজ আপনার জন্য কাল হবে। দিন দিন স্বাস্থ্যের উন্নতি হচ্ছে আপনি টের পাচ্ছেন না। প্রিয় মানুষ অতিরিক্ত যত্ন নিতে শুরু করবে যা আপনার পছন্দ নয়, তো কি আর করা কয়েকদিন সহ্য করুন। ভ্রমণের জন্য মন আঁকুপাঁকু করতে থাকবে। দেনার অর্থ আজ শোধ দিয়ে দিতে পারবেন। কেউ না কেউ আপনাকে ভরসা দিবেই, এটাই অনেক কিছু মনে করে নিন।

সিংহ (জুলাই২৩- আগস্ট২২): যেদিকেই যাবেন সেদিকেই আজ আপনি চালকের আসনে। সন্তানের শারিরীক অবস্থার কারণে হাসপাতালে ছুটোছুটি করতে হতে পারে। কিন্তু আপনার যে দুপুর নাগাদ অফিসে মিটিং রয়েছে তা ভুলে যাবেন না। সন্ধ্যের দিকে পুরোনো কোনো শত্রুর দেখা পেয়ে যাবেন, তবে ভয় পাবেন না। বাসা থেকে বের হওয়ার সময় ছাতা নিয়ে বের হতে ভুলবেন না। আর যতটা সম্ভব আজ সময় বাঁচিয়ে কাজ করার দিন।

কন্যা (আগস্ট২৩- সেপ্টেম্বর২২): কোনো শুভ কিছু আপনা আপনিই হয়ে যায় না। সকল প্রকার শুভ ঘটনার পেছনে কিছুনা কিছু সফল কাজ এবং কারো অবদান থাকে। আপনার সফলতায় যার আবদান আজ তাকে কিছুটা সময় দিন। সময় আর সফলতায় আপনার সামনের দিন বেশ ভালো। বাবার শারীরিক অবস্থা অতটা ভালো না থাকলেও অনেকদিনের বাজে সম্পর্কের অবসান হতে পারে আজ। মানসিক দৃঢ়তা ধরে রাখতে আত্মবিশ্বাস ফিরিয়ে আনুন।

তুলা (সেপ্টেম্বর২৩–অক্টোবর২২): তুলা রাশির গ্রহে আজ রোমান্টিকতার সুবাতাস বইছে। সেই বাতাসের ছোয়া মর্তের কুম্ভরা শির জাতিক জাতিকার শরীরেও লাগবে। তুলা রাশির শিক্ষার্থীদের মধ্যে যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছেন তারা বৃত্তি পেতে পারেন। আর অফিসে ঢোকার আগে সকল প্রকার পরিস্থিতি সামলানোর জন্য মানসিক প্রস্তুতি রাখুন।

বৃশ্চিক (অক্টোবর২৩–নভেম্বর২১): বৃশ্চিকের আজ গ্রহের ফেরে অশান্তি তুঙ্গে। অফিসে এবং প্রেমের সম্পর্কে তৃতীয় পক্ষ প্রবেশ করবে। আর তৃতীয় পক্ষ যেখানে আপদ সেখানে। সেই আপদের কথা মনে রেখে আজ বাসা থেকে বের হবেন। নির্দিষ্ট কোনো আত্মীয়ের আগমনে আজ আপনার মানসিক অস্থিরতা বাড়বে। তবে অর্থপ্রাপ্তিযোগ বেশ ভালো।

ধনু (নভেম্বর২২- ডিসেম্বর২১): ধনু রমন আজ প্রকৃতির আদরে ব্যস্ত থাকতে পারে অন্যত্র, আর এই সুযোগে তাকে ঠকিয়ে দিতে কেউ একজন উদ্যত হয়ে আছে। কোন প্রতিষ্ঠানের প্রতারণার শিকার হতে পারেন। পুরনো নথিপত্র হাতের কাছে রাখুন নিজেকে রক্ষা করতে চান তো? প্রেমযোগ রয়েছে এমন কোন শহরে, যেখানে রাস্তায় প্রতিফলিত আলোর পরিমাণ বেশি, বাড়ি ঘরের দেয়ালে কম। কর্মস্থল সুখকর। অর্থ সংকুলান সন্তোষজনকভাবে সম্পন্ন হবে।

মকর (ডিসেম্বর২২- জানুয়ারি১৯): পুরনো কোনো স্মৃতি আজ মকরকে কাতর করে দিতে পারে। তবে কাতরতা যেন এতোটা পৌঁছে না যায় যে স্বাভাবিক কর্মক্ষমতা হারাতে হয়। একস্থানে সফলতা না এলে স্থান বদল করুন, তবু হাল ছাড়বেন না। প্রেমভাগ্য যথেষ্ট অনুকূল থাকবে যদি কারণ প্রকৃতি শীতলতা ছড়ায়। কর্মস্থলে বেতন সংক্রান্ত সৌভাগ্য করবে ভর।

কুম্ভ (জানুয়ারি২০- ফেব্রুয়ারি১৮): আপনার শান্ত স্বভাবকে হটিয়ে দিতে চাইতে পারে আকস্মিক কোনো ঘটনা। তবে স্বভাবগুণেই সেই আকস্মিকতা থেকে বেরিয়ে আসতে পারবেন। প্রেমভাগ্য কারও ইঁচড়েপাকামোতে ভেস্তে যেতে পারে। আর নতুন কর্মক্ষেত্রে তৈরি হতে পারে নতুন বন্ধুতা। এ সম্পর্ক পরে আরও দূর গড়ানোর সম্ভাবনা আছে। প্রিয়জনের কাছ থেকে অর্থানুকূল্য পাবেন।

মীন (ফেব্রুয়ারি১৯- মার্চ২০): অচেনা কারও আজ আপনার উপকার প্রয়োজন হবে। আপনার পরোপকারীতা আবারও নতুন মানুষের হৃদয়ে আপনাকে স্থান দেবে। এর যোগ্য ও ইতিবাচক প্রতিদান আগেও পেয়েছেন, এবারও তার ব্যতিক্রম হবে না। ভালোবাসা আড়াল থেকে তাকিয়ে আছে। হুট করে পেছন ফিরে তাকান, চোখে পড়বে। বলে কয়ে তাকালে চোখে পড়বে না। কর্মস্থলে দারুণ ব্যস্ততার কারণে চমৎকার অবসরটা কেমনে হবে, কিনে নিয়েছেন ন্যায্য দামে। অর্থ ব্যয় অনিবার্য।

পাঠকের মতামত:

১৬ অক্টোবর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test