E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

জেনে নিন রবিবারের রাশিফল

২০১৪ জুন ১৫ ০৭:৫২:২২
জেনে নিন রবিবারের রাশিফল
মেষ (মার্চ ২১-এপ্রিল১৯): নতুন একটি ধারণা আপনাকে পরিচালিত করবে। ভ্রান্ত যতকিছুর সঙ্গে আপনার উঠাবসা তা শীঘ্রই বন্ধ হয়ে যেতে পারে। আপনাকে যেতে হতে পারে এমন একটি জায়গায় যেখানে আপনি আগে কখনো যাননি। পরস্থিতি আজ সাবলীল থাকবে। পরিবারে অনর্থক কিছু ঘটবে না। শিক্ষার দিক দিয়ে আপনি ও আপনার মেধা অনেকদূর পর্যন্ত আজ ছড়িয়ে যাবে।
বৃষ (এপ্রিল২০- মে২০): কর্মক্ষেত্র রণক্ষেত্রে পরিণত হতে আর কিছু বাকি নেই। নিজেকে সংশোধন করবেন নয়তো অন্যের হুকুমে চলতে হবে সামনে। দিন দিন আপনি অর্থের পাহাড় গড়ে ফেলছেন কাউকে জানতে দিচ্ছেন না, এমনটা ভালো তবে সমস্ত কাজে বিশ্বাসযোগ্য কিছু চিহ্ন রেখে দেয়া ভালো। আপনাকে কেউ আজ শাসাতে এসে বিপাকে পড়ে যাবে, এতে আপনার আধিপত্য বিস্তারের স্বভাব সম্বন্ধে নিজে বুঝে যাবেন।
মিথুন (মে২১- জুন২০): ধর্মপ্রিয় মন আজ ভক্তির খোরাক পাবে। সেই সঙ্গে এও বুঝতে পারবে, প্রশ্ন করায় কোনো পাপ নেই। লাল রঙের উপস্থিতি দেখা যাবে একাধিক গুরুত্বপূর্ণ ঘটনায়। প্রেমযোগ শূন্য, একাকীত্বের মধ্যেই আশ্রয় নিতে নিবে হবে। কর্ম সৃজনশীল হোক আর আসুক প্রতুল অর্থ, এই শুভ কামনা।
কর্কট (জুন২১- জুলাই২২): ঘৃণা আর লজ্জা নিয়ে দিনটি শুরু হলেও দিনের মধ্যভাগে কাউকেই আপনি পরোয়া করছেন না এমনটি হবে। ঘৃণা আর লজ্জা যাই থাকুক আজ সেটাই শক্তিতে পরিণত হবে। বাণিজ্যের জন্য বিনিয়োগকারী পেয়ে যাবেন। বিদেশি কোনো বন্ধু তৈরি হবে আজ। গরম পানীয় হতে আজ সাবধান, চা খেতে গিয়ে ঠোঁট পুড়িয়ে ফেলতে পারেন।
সিংহ (জুলাই২৩- আগস্ট২২): স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে। এক কাপ চা-ও আপনাকে কতখানি ভোগাতে পারে ভাবতেও পারবেন না। সুতরাং চা পান থেকে সাবধান! ভালোবাসার মানুষের সঙ্গে মতের অমিল ঘটবে। কর্মক্ষেত্রে নতুন প্রতিদ্বন্দ্বী তৈরি হবে। অর্থযোগ শুভ।
কন্যা (আগস্ট২৩- সেপ্টেম্বর২২): আপনার নিজের সংবিধান আজ নিজের মতো আচরণ করবে না। আপনাকে টপকে ভিন্ন কিছুর আজ আধিপত্য বিস্তার হবে। অবাক হওয়ার কিছু নেই আপনাকে দিয়ে যে কিছুই হবে না সেটা কেউ না কেউ জেনেই এমনটা করবে। পাওনাদার আপনাকে আজ কোনরকম তাগাদা দিবে না। ত্বক নয়, স্বাস্থ্যের প্রতি যত্ন নিন।
তুলা (সেপ্টেম্বর২৩– অক্টোবর২২): নিজের সোনালী অতীত আজ কষ্টের কারণ হয়েছে। মুখশ্রী আর আগের মতো নেই বলে উদ্বেগের কারণ নেই। আসছে সত্যপ্রেম। দ্বিতীয়বারের মতো সুযোগ আসতে পারে একই কর্মক্ষেত্রের। তৃতীয়বারের মতো ফসকে যেতে পারে মাঝারি অংকের টাকা।
বৃশ্চিক (অক্টোবর২৩– নভেম্বর২১): পরীক্ষা নিরীক্ষা করে যা বুঝলেন তাতে আপনিই হেরে গেলেন, এখন এই তথ্যটি লুকিয়ে রাখতে চাইছেন কিন্তু পারছেন না। আজকে লুপ্ত ঘটনা গুম করে দেয়ার মতো কাউকে পেয়ে যাবেন। প্রতিদিন আপনাকে যা করতে হচ্ছে কর্মক্ষেত্রে তা আপনাকে ক্লান্ত ও নিরস করে দিচ্ছে, নতুন কর্মক্ষেত্রের খোঁজ করুন। আশা ও ভরসার মাঝে আজ নিমজ্জিত হবেন।
ধনু (নভেম্বর২২- ডিসেম্বর২১): এ রাশির জাতক জাতিকাদের মানসিক কিছু চাপ কুম্ভ রাশির জাতক জাতিকাদের মাঝে ছড়িয়ে যাবে। এই ছড়িয়ে যাওয়ার ব্যাপারটি বিপরীত লিঙ্গ মেনে হবে। গ্রহের বর্তমান অবস্থানের ফলে আপনার হাতে আজ অর্থ আসবে। স্বাস্থ্য ভালোর দিকে যাচ্ছে সেটাও বুঝতে পারবেন। প্রস্তুতি আরও পাকা করতে হবে ভ্রমণের জন্য। ভালোবাসা শুভ।
মকর (ডিসেম্বর২২- জানুয়ারি১৯): বেশ তো সুখে আছেন, ভুলে আছেন সব। এমনটি আর বেশিদিন নয়, নিজেকে অন্যের হাসি কান্নার মধ্যে আটকে রাখতে না চাইলেও আপনি বন্ধি হয়ে যাবেন সেখানে। অন্য কোথাও, কোনকিছু আপনার জন্য মঙ্গলকর হচ্ছে যা আপনি দেখতে পাচ্ছেন না- বুঝতেও পারছেন না। আপনাকে দ্রুত সুবিধাজনক জায়গায় পৌঁছে দিতে বন্ধু শ্রেণির কাউকে পেয়ে যাবেন। ভ্রমণ শুভ।
কুম্ভ (জানুয়ারি২০- ফেব্রুয়ারি১৮): আপনাদের দিনটি আজ অনেকটাই বৃশ্চিক জাতক জাতিকাদের সাথে সম্পর্কিত। যে কোনদিন চিন্তা করবেন এমনটা কল্পনাও করেননি আজ তাদের তাই করতে হবে। ভুল করে ঢুকে যাবেন অন্য কারো দুয়ারে। কর্মক্ষেত্র আজ নিজের আয়ত্তে থাকবে না। কেউ না কেউ আপনার উপর বোঝা হয়ে ঘাড়ে নিঃশ্বাস ফেলবে। মনের দিক থেকে আবার আজকে বেশ প্রাপ্তির সংস্পর্শে যাচ্ছেন। অর্থের দেখা নাও মিলতে পারে আজ।

মীন (ফেব্রুয়ারি১৯- মার্চ২০): অতিরিক্ত রূপসচেতনতা আপনার পেশাগত কাজে ক্ষতি ডেকে আনতে পারে, তা আপনি নারী বা পুরুষ যেই হোন না কেন। ব্যক্তিত্বে আক্রমণ করে বসতে পারে বন্ধুর মোক্ষম কোনো বাক্যবাণ। সুতরাং কথাবার্তা বলতে সাবধানতা অবলম্বন করুন। কাজের গুরুত্ব বুঝে চললে ফল পাবেন। অর্থও আসবে।

পাঠকের মতামত:

১৬ সেপ্টেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test