E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মুক্তিযুদ্ধের নৌকো জনগণের, জোচ্চোরদের নয়

২০২০ জুলাই ৩০ ১৩:১৩:৪২
মুক্তিযুদ্ধের নৌকো জনগণের, জোচ্চোরদের নয়

আবীর আহাদ


যে-দলের প্রতিষ্ঠাতা উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিক হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানী, জননেতা শামসুল হক, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান----যে-দলটি বঙ্গবন্ধুর আদর্শ ও নির্দেশনায়, সৈয়দ নজরুল ইসলাম ও তাজউদ্দিনের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে পৃথিবীর বুকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে, যে-দলের অন্যতম কাণ্ডারি ছিলেন ক্যাপ্টেন মনসুর আলী ও এএইচএম কামরুজ্জামান । যে-দলের নিবেদিতপ্রাণ নেতা ছিলেন সৈয়দা জোহরা তাজউদ্দিন, জিল্লুর রহমান, আবদুর রাজ্জাকের মতো ত্যাগী সৎ ও মেধাবী নেতৃবৃন্দ । যে-দলের হাল ধরে আছেন এবং আওয়ামী লীগকে যিনি দীর্ঘ রাষ্ট্রক্ষমতার শক্ত ভিতের ওপর দাঁড় করিয়ে রেখেছেন, তিনি হলেন বঙ্গবন্ধু-কনা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা----এটাই হলো আওয়ামী লীগ । এটাই হলো স্বাধীনতার প্রতীক নৌকোর আওয়ামী লীগ । বঙ্গবন্ধুর নৌকোর আওয়ামী লীগ । মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের আওয়ামী লীগ ।

সেই ঐতিহাসিক আওয়ামী লীগ----গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নৌকো প্রতীক যারেতারে দেয়া যায় না । দেয়া উচিত নয় । শোভন নয় । এটা ঐতিহাসিক মর্যাদার প্রশ্ন । এটা ঐতিহ্যের প্রশ্ন । এটা সভ্যতা ভব্যতার প্রশ্ন । এটা পবিত্রতার প্রশ্ন ।

সেই পবিত্র নৌকো যে বা যারা ব্যক্তি, পরিবার, আত্মীয় ও স্তাবকদের সংকীর্ণ স্বার্থ তথা বিশাল মনোনয়ন বাণিজ্যে লিপ্ত হয়ে লুটেরা শিরোমণি, ব্যাঙ্কিং ও শেয়ারবাজার কেলেঙ্কারির দরবেশ-লোটাস, মাদক ও ইয়াবাসম্রাটসহ দেশের কুখ্যাত সব রাজাকার, রাজাকার শাবক, দুর্নীতিবাজ, চোরাকারবারি, মজুতদার, ঘুষখোর, সাম্প্রদায়িক, লম্পট, লুটেরা ও মাফিয়াদের হাতে তুলে দেন-----তাদেরকে এমপি-মন্ত্রী ও দলীয় নেতা বানান, মনে রাখতে হবে তারা বঙ্গবন্ধু ও আওয়ামী লীগের আদর্শকে পদদলিত করছেন ! এসব অবাঞ্ছিতদের জামাই আদর করতে যেয়ে তারা প্রকৃত বঙ্গবন্ধু ও আওয়ামী প্রেমিক, সৎ, ত্যাগী, মেধাবী নেতা-কর্মী ও শুভানুধ্যায়ীদের নিষ্ঠুরভাবে দূরে ঠেলে দেন । তারা বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনাকে বিশাল অনৈতিক আর্থিক লাভালাভের জন্যে ব্যবহার করছেন ! তারা আর বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও আওয়ামী দর্শনে নেই । এসব বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের ছদ্মবেশধারী জোচ্চোরদের চিহ্নিত করার সময় এসে গেছে ।

সুতরাং সোহরাওয়ার্দী-মুজিব-তাজউদ্দিন তথা মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের প্রাণের নৌকো জনগণের----জোচ্চোরদের নয় ।

লেখক : চেয়ারম্যান, একাত্তরের মুক্তিযোদ্ধা সংসদ।

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test