E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

অস্ট্রেলিয়ায় জাসাসের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

২০২০ ডিসেম্বর ২৮ ১৩:২৮:২৪
অস্ট্রেলিয়ায় জাসাসের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

প্রবাস ডেস্ক : জাতীয়তাবাদি সামাজিক-সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২৭ ডিসেম্বর রবিবার সিডনি নগরীর লাকাম্বায় এক অনুষ্ঠানে কেক কাটলেন নেতা-কর্মীরা।

জাসাস অস্ট্রেলিয়া শাখার সভাপতি আব্দুস সামাদ শিবলুর সভাপতিত্বে এবং সেক্রেটারি মোঃ জুমান হোসান পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্যে রাখেন অস্ট্রেলিয়া বিএনপির নেতা ও বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য রাশেদুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয় সাবেক ছাত্রনেতা রুহুল আমিন, যুগ্ম আহবায়ক তাওহিদুল ইসলাম, ফারুক আমিন,যুগ্ম সদস্য সচিব ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এর জয়েন্ট সেক্রেটারি এডভোকেট শিবলু গাজী, জাসাস অস্ট্রেলিয়া শাখার সিনিয়র সহ সভাপতি ডাঃ শাহজাহান, সাংগঠনিক সম্পাদক (সিডনি) এ কে মানিক ও মানবাধিকার সম্পাদক অ্যাডভোকেট ফারহানা শারমিন প্রমূখ।

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু আরোগ্য ও সুস্থতার কামনা, দেশবাসী ও দলের নেতাকর্মীদের করোনা ও অন্যান্য রোগে মৃত্যুবরণে তাদের আত্মার মাগফেরাত কামনায় নেতারা দোয়ায় অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, জাসাসের ঐতিহাসিক ভূমিকা রয়েছে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে। সে ধারা অটুট রেখে প্রবাসেও কাজ করছে। নব্য স্বৈরাচারের কবলে পড়ে বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান আজ ক্ষত-বিক্ষত। এতে রক্ষায় সকলকে বিএনপির পতাকাতলে ঐক্যবদ্ধ হতে হবে। প্রবাস প্রজন্মে বাংলাদেশী সংস্কৃতি বিকাশে আমরা কাজ করবো সর্বস্তরের প্রবাসীকে সাথে নিয়ে।

(পিআর/এসপি/ডিসেম্বর ২৮, ২০২০)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test