E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দেশের মানুষের কাছে আস্থা ও ভরসার নাম শেখ হাসিনা 

২০২২ জুন ০৫ ১৭:১৫:১৯
দেশের মানুষের কাছে আস্থা ও ভরসার নাম শেখ হাসিনা 

রিয়াজুল ইসলাম রিয়াজ


বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমেদের লেখা বই "বাংলাদেশ: ইমারজেন্সি অ্যান্ড দি আফটারম্যাথ: ২০০৭-২০০৮" এ বিএনপি'র পরাজয়ের কারণ হিসেবে জামাত, হাওয়া ভবন, জঙ্গিবাদ ও সীমাহীন দুর্নীতি বলে তথ্য দিয়েছিলেন।

বিএনপি কি তাদের ওই অবস্থা বা মানসিকতা থেকে এখনো ফিরেছে বলে মনে করেন আপনি? জামাত-শিবির ও দেশ এবং দেশের স্বাধীনতা বিরোধী চক্রের সাথে তাদের বসবাস , সন্ত্রাসী ও জঙ্গিদের পৃষ্ঠপোষকতার পাশাপাশি অগ্নি সন্ত্রাস ও দেশের মধ্যে অরাজকতার সৃষ্টির মাস্টার মাইন্ড বিএনপি ও তাদের দোসররা। নতুন যোগ হয়েছে গুজব সৃষ্টি ও তথ্য-প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে তথ্য সন্ত্রাস এবং ক্ষমতায় না থাকলেও নিজ দলে মনোনয়ন বানিজ্য ও পদ বানিজ্যের জন্য দলটির লন্ডনের অবস্থানরত ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি অনেক অভিযোগ রয়েছে!

বিএনপির শাসনামলের দুর্নীতির কথা কারও অজানা নয়। দেশবাসীর সবার নখদর্পনে আছে। বাংলাদেশ হ্যাট্রিকসহ পাঁচবার দূর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ণ হয়েছিলো বিএনপি-জামাত জোট সরকারের সীমাহীন দুর্নীতির কারণে।

যে দলের নেত্রী অসুস্থ, নেতা পলাতক দন্ডিত আসামী, মাঠে অকার্যকর, শুধু মুখের উচ্চ বাচ্য, সে দল কথা মালার মাধ্যমে জনগণকে স্বপ্নে ভাসাবে, হাসাবে এবং নির্বাচনে অংশগ্রহণ করতে অনিহা দেখাবে, সেটাই কি স্বাভাবিক।
বিএনপি-জামাত বা অন্যান্য স্বাধীনতা ও দেশ বিরোধী অপশক্তির দলগুলো জনগণের কাছে গিয়ে ভোট চাবে কি দিয়ে? দেশ ও জনগণের জন্য তারা কি করেছেন? কেন তাদেরকে মানুষ পছন্দ করবে? মুলতঃ স্বাধীনতা ও দেশ বিরোধী অপশক্তি ছাড়া তাদের পক্ষে কোন সচেতন দেশ প্রেমিক জনগণ থাকবে না!

পক্ষান্তরে আওয়ামী লীগ সরকার দেশ ও দেশের মানুষের জন্য যা যা করেছে এবং করে যাচ্ছে, তাতে সচেতন জনগণ অকৃতজ্ঞ না হলে, আওয়ামী লীগ ছাড়া অন্য কোন দলকে ভোট দিবে বলে মনে হয়না। দেশ বিদেশের সকল ষড়যন্ত্র মোকাবেলা করে নিজস্ব টাকায় পদ্মা সেতু নির্মাণ, দুর্নীতি সরিয়ে দেশের উন্নতি, জঙ্গি সন্ত্রাস দমন, দারিদ্র্য দূরীকরণ, অবকাঠামো উন্নয়ন, মানুষের জীবন মানের উন্নতি, বিদ্যুৎ, শিক্ষা, চিকিৎসা, খাদ্য নিরাপত্তা, সার্বভৌমত্ব রক্ষা, যোগাযোগ ব্যবস্থার উন্নতি, জনগণের মাথাপিছু আয় বৃদ্ধি ইত্যাদি অর্থনৈতিক ও সামাজিক প্রায় সব সূচকেই বাংলাদেশের উন্নতি বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল হয়ে দাঁড়িয়ে আছে। শেখ হাসিনা ও বাংলাদেশের নাম এখন সারা বিশ্বে যথেষ্ঠ সম্মানের সহিত উচ্চারিত হয়।

রাজনৈতিক মাঠে শুধুমাত্র কথায় ফুল ফুটিয়ে বিএনপি কেন দিবা স্বপ্ন দেখতে তো ভাইরাল নুরা-কেবা-হাবা-পান্নাদেরও বাধা নেই! অবাস্তব সব স্বপ্ন নিয়ে মনের তৃপ্তির ঢেঁকুর তোলা যেতেই পারে, বাস্তবিকতার প্রশান্তি ছোঁয়া নহে।

মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্ব, দেশপ্রেম, দেশ উন্নয়ন, দেশের মানুষের প্রতি নির্ভেজাল ভালোবাসার কারণে জাতির পিতার কন্যা শেখ হাসিনাই আগামী নির্বাচনে দেশের মানুষের প্রথম পছন্দ, আস্থা, ভরসা ও বিশ্বস্তার নাম। দেশের জন্য শেখ হাসিনার অবদান দেশের জনগণের অস্বীকার করার কোন সুযোগ নাই।

লেখক : ছড়াকার।

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test