E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘পদ্মা সেতু’ শেখ হাসিনার অমর কীর্তি 

২০২২ জুন ১০ ১৬:৪৯:২৬
‘পদ্মা সেতু’ শেখ হাসিনার অমর কীর্তি 

চৌধুরী আবদুল হান্নান


হাসিনা যুগের এক দুর্লভ ও ঐতিহাসিক ঘটনা উত্তাল পদ্মা নদীর বুকে দন্ডায়মান পদ্মা সেতু । জাতীয় ওআন্তর্জাতিক বহুবিধ অপতৎপরতা মোকাবেলা করে, শত্রুর মুখে ঝামা ঘষে দিয়ে, বলতে গেলে, একাইইতিহাস তৈরি করলেন জাতির পিতার কন্যা শেখ হাসিনা। বহু চড়াই উৎরাই পার হয়ে অবশেষে স্বপ্নেরসেতু বাস্তবে রূপ নিলো, আর এ অবিশ্বাস্য কাজটি সুসম্পন্ন করে শেখ হাসিনা ইতিহাসে নাম লেখালেনযা তাঁকে অমর করে রাখবে ।

শত কাজ করেও ইতিহাসে অমর হওয়া যায় না কিন্ত ইতিহাস গড়তে এমন একটি কাজই যথেষ্ট। দক্ষিণবঙ্গের ১৯ টি জেলার সাথে সড়ক পথে ঢাকাকে যুক্ত করে দেশের যোগাযোগ ব্যবস্হার অভূতপূর্ব উন্নতিরফলে ব্যবসা বানিজ্যের ক্ষেত্রে এক নতুন দ্বার উম্মোচিত হয়েছে।

পদ্মা সেতু আমাদের কেবল গর্বের বিষয় নয় , সক্ষমতারও প্রতীক। আমরা নিজেরা পারি — এটা সারাবিশ্বে দেশের মর্যাদা উজ্জ্বল করেছে।

মানুষের দাবী সত্বেও সেতুর নাম শেখ হাসিনার নামে করার জন্য তিনি অনুমতি না দিয়ে এক অনন্যমহানুভবতার বিরল দৃষ্টান্ত স্হাপন করেছেন।

এক সময় বিদেশী কোনো কোনো অর্থনীতিবিদ বাংলাদেশকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের সঙ্গে বলতেন— “বাংলাদেশ যদি তাঁর উন্নয়ন সমস্যার সমাধান করতে পারে, তা হলে বুঝতে হবে, বিশ্বের যে কোনো দেশইউন্নতি করতে পারবে।”

অনেকটা এমন, শ্রেনীকক্ষের সবচেয়ে খারাপ ছাত্রটির মতো, বলা হয়, সে যদি পরীক্ষায় পারীক্ষায় পাশকরে তাহলে চেয়ার টেবিলও পাশ করবে ।

‘৭১ এ সশস্র সংগ্রামের মাধ্যমে স্বাধীনতা অর্জনকারী বীরের জাতি বাংলাদেশ জানান দিয়েছে, বাংলাদেশ পারে, পারবেও ।

ধ্বংস স্তুপ থেকে যাত্রা শুরু করা একটি সদ্য স্বাধীন দেশ ৫০ বছরে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। বাংলাদেশর এখন অনেক সূচকেই অসামান্য অগ্রগতি দৃশ্যমান। অনেক দেশ থেকেই আমাদের দেশএগিয়ে। বাংলাদেশ যে ধীরে ধীরে একটি উদীয়মান অর্থনৈতিক শক্তিতে পরিণত হচ্ছে, তা বিশ্বের বিভিন্নআন্তর্জাতিক পর্যবেক্ষণ থেকে জানা যায় ।

তবে যে দেশের কৃষক আর শ্রমজীবী মানুষ ছাড়া সকলেই দুর্নীতিতে আকন্ঠ নিমজ্জিত, সে দেশটি শাসনকরা সহজ নয়।দুর্নীতির বিস্তার দেখে মনে হবে এ দেশে লেখাপড়া শেখার মূল উদ্দেশ্যই ভবিষ্যতেদক্ষতার সাথে দুর্নীতি করা। সকল ক্ষেত্রে সীমাহীন দুর্নীতি আমাদের সব অর্জন খেয়ে ফেলছে।

দেশকে দুর্নীতিমুক্ত করা সম্ভব নয় কিন্ত সদিচ্ছা থাকলে দুর্নীতির লাগাম টানা সম্ভব এবং সেজন্য রাষ্ট্রীয়সকল প্রতিষ্ঠানকে আরও কার্যকর করে তুলতে যোগ্য ব্যক্তিদের যথাস্হানে পদায়ন করতে হবে।

বাংলাদেশকে পঙ্গু করতে শেখ হাসিনাকে বার বার হত্যা চেষ্টা করা হয়েছে, বিরোধী দলীয় নেতা থাকাঅবস্হায় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় তাঁর জীবন নাশের সর্বোচ্চ চেষ্টা হয়েছে কিন্ত স্বাধীনতা বিরোধীদেরউদ্দেশ্য সফল হয়নি। শেখ হাসিনা বেঁচে আছেন, সৃষ্টিকর্তা তাঁকে বাঁচিয়ে রেখেছেন, ঘাতকদের নিশানাথেকে শেখ হাসিনার বেঁচে থাকা সত্যই এক বিস্ময়।

সক্ষমতা আর আত্মমর্যাদার প্রতীক পদ্মা সেতু বার্তা দিলো — বাংলাদেশ পারে। শেখ হাসিনার হাতে দেশ, পথ হারাবে না বাংলাদেশ। সম্প্রীতির দেশ হিসেবে বাংলাদেশ বিশ্বে উদাহরণ হয়ে উঠুক — এ প্রত্যাশা আমাদের ।

লেখক : অবসরপ্রাপ্ত ডিজিএম, সোনালী ব্যাংক।

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test