E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস: ঐ মহামানব আসে..

২০২৪ জানুয়ারি ১০ ১৬:০৮:৪৫
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস: ঐ মহামানব আসে..

আবীর আহাদ


১০ জানুয়ারি। ১৯৭২। বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস। তাঁর শারীরিক উপস্থিতির মধ্য দিয়ে সূচিত হয় বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের পরিপূর্ণ বিজয়।

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলতে হয়----

'ঐ মহামানব আসে;
দিকে দিকে রোমাঞ্চ জাগে
মর্ত্যধূলির ঘাসে ঘাসে---
জয় জয় জয় রে মানব-অভ্যুদয়
মন্দ্রি উঠিল মহাকাশে!'

আজ ১০ জানুয়ারি। মুক্তিযুদ্ধবিজয়ের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫২তম ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস।

পাকিস্তানের কারাগার থেকে মুক্তিলাভ করে লন্ডন-দিল্লি হয়ে এদিন তিনি তাঁর স্বপ্নের স্বাধীন বাংলাদেশে ফিরে আসেন। তাঁর ফিরে আসার মধ্য দিয়ে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের বিজয় পরিপূর্ণতা লাভ করে।

জাতির পিতার আদর্শ ও মহান মুক্তিযুদ্ধের অবিনাশী রক্তিম চেতনায় বাংলাদেশকে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। আমরা চাই, বঙ্গবন্ধুর আদর্শের ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত স্বনির্ভর বাংলাদেশ। শোষণ ও দুর্নীতিমুক্ত আইনের শাসনের বাংলাদেশ। লুটেরা ও মাফিয়ামুক্ত, সাম্য ও মানবিক মর্যাদার অসাম্প্রদায়িক বাংলাদেশ। সন্ত্রাস ও ধর্মান্ধতামুক্ত ধর্মনিরপেক্ষ বাংলাদেশ। চাই মুক্তিযোদ্ধাদের সাংবিধানিক স্বীকৃতি।

এদিন সশ্রদ্ধচিত্তে স্মরণ করি বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। জয়বাংলা।

লেখক : চেয়ারম্যান, একাত্তরের মুক্তিযোদ্ধা সংসদ।

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test