E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নেভাদা ককাস ৮ ফেব্রুয়ারি 

২০২৪ জানুয়ারি ২৯ ১৬:২২:৩১
নেভাদা ককাস ৮ ফেব্রুয়ারি 

শিতাংশু গুহ


তৃতীয় রিপাবলিকান প্রাইমারি ও ককাস ফেব্রুয়ারির শুরুতে। নেভাদা’য় মঙ্গলবার ৬ই ফেব্রুয়ারি একই দিনে ডেমক্রেট ও রিপাবলিকান প্রাইমারি। ডেমক্রেট প্রাইমারি শুধু নিয়ম রক্ষা। রিপাবলিকান প্রাইমারিও মূল্যহীন, কারণ ডেলিগেট বন্টন হবে নেভাদা রিপাবলিকান ককাসে। ট্রাম্প ককাসে প্রার্থী, নিকি হেলি প্রার্থী নন। আবার নিকি হেলি নেভাদা প্রাইমারিতে প্রার্থী, ট্রাম্প নন। যেহেতু নিকি হেলি নেভাদা রিপাবলিকান প্রেসিডেনশিয়াল ককাসে নেই, তিনি কোন ডেলিগেট পাবেন না, তাই এ ককাস নিয়ে কোন হৈচৈ নেই? 

নেভাদা রিপাবলিকান ককাস-টি অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার ৮ই ফেব্রুয়ারি। নেভাদায় ২৬টি রিপাবলিকান ডেলিগেট রয়েছে। নেভাদা ককাসে ট্রাম্প ছাড়াও ফ্লোরিডা গভর্নর রণ ডিসনটিস, সাবেক নিউজার্সি গভর্নর ক্রিস ক্রিস্টি, ব্যবসায়ী বিবেক রামস্বামী, নর্থ ডাকোটা’র গভর্নর ডাগ বার্গাম, ও টেক্সাস প্যাস্টর রায়ান বিঙ্কলে রয়েছেন। তবে ইতিমধ্যে প্যাস্টর রায়ান বিঙ্কলে ব্যাতিত বাকি সবাই সরে দাঁড়িয়েছেন। তাই বলা যায় প্রতিদ্ধন্ধিতা হচ্ছে ট্রাম্প ও প্যাস্টর রায়ান বিঙ্কলে’র মধ্যে।

কেন নেভাদা’য় প্রাইমারি ও ককাস অনুষ্ঠিত হয়? ২০২১ সালে নেভাদা আইন-পরিষদ প্রেসিডেন্সিয়াল প্রাইমারি অনুমোদন করে এবং ডেমোক্রেটরা তা মেনে প্রাইমারিতে অংশ নেয় এবং ডেলিগেট বন্টন করে। রিপাবলিকান পার্টি প্রাইমারিতে অংশ নিলেও দলীয় ককাস-র মাধ্যমে ডেলিগেট বন্টন করে। এরফলে রিপাবলিকান নেভাদা প্রাইমারি গুরুত্বহীন হয়ে যায়। উল্লেখ্য, ককাসে শুধুমাত্র রেজিষ্টার্ড রিপাবলিকান ভোটাররাই ভোট দিতে পারেন। ভোট হয় একদিনে, আগে ভোট দেয়ার সুযোগ নেই। এবার নেভাদা প্রাইমারিতে ২৭শে জানুয়ারি থেকে ‘আর্লি ভোটিং’ চলবে।

ট্রাম্পকে জরিমানা: নিউইয়র্ক টাইমস জানায়, নিউইয়র্কের আদালত শুক্রবার ২৬শে জানুয়ারি ২০২৩ সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ২০১৯ সালে লেখক ই.জেন.ক্যারল আনীত মানহানির মামলায় ৮৩.৩মিলিয়ন ডলার জরিমানা করেছে। ট্রাম্প এটিকে ‘হাস্যকর’ অভিহিত করে আপীল করবেন বলে জানান। এ রায়ের পর নিকি হেলি বলেছেন, খোলা বর্ডার ও মুদ্রাস্ফীতির কথা ভুলে আমরা এখন ৮৩ মিলিয়ন ডলারের গল্প শুনছি। ই.জেন.ক্যারল এই সিভিল মামলায় অভিযোগ করেন যে, কয়েক দশক আগে ট্রাম্প এক সুপার মার্কেটে তাঁকে ধর্ষণ ও যৌন হয়রানি করেছেন। ট্রাম্প আদালতে বলেছেন, এই মহিলাকে তিনি চেনেন না? তবে সামাজিক মাধ্যমে তিনি ই.জেন.ক্যারলকে বিচ্ছিরিভাবে নাজেহাল করেন। ম্যানহাটন জুড়ি ধর্ষণের আলামত পাননি, তবে নির্যাতন ও হয়রানির দায়ে ট্রাম্পকে দোষী সাব্যস্ত করেন। ই.জেন.ক্যারল বর্তমান বয়স ৮০, রায়ের পর এক বিবৃতিতে বলেছেন, এটি সকল নারীর বিজয়।

লেখক : আমেরিকা প্রবাসী।

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test