E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

বই মেলায় এহসানুল ইয়াসিনের ‘কী সুন্দর অন্ধকার’

২০১৯ ফেব্রুয়ারি ২২ ১৭:২৬:০০
বই মেলায় এহসানুল ইয়াসিনের ‘কী সুন্দর অন্ধকার’

স্টাফ রিপোর্টার : অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে এহসানুল ইয়াসিনের নতুন কবিতার বই ‘কী সুন্দর অন্ধকার’। ইতোমধ্যে এটি পাঠকপ্রিয়তা পেয়েছে বলে জানিয়েছে এর প্রকাশক প্রকৃতি কর্তৃপক্ষ।

বইটি নিয়ে লেখক-গবেষক সরকার আবদুল মান্নান বলেন, ‘ওঁর কবিতার মধ্যে সময়ের যন্ত্রণার আস্বাদ পাই। ইয়াসিন যখন ভালোবাসার কবিতা লেখেন, তখনও তিনি ভুলে যান না একটি দুর্বিনীত সময়ের পটভূমিতে দাঁড়িয়ে আছেন। আবার দুর্বিনীত সময়ের পটভূমি নিয়ে কবিতা লিখলে ভুলে যান না জীবনে মধুরতা আছে।’

এহসানুল ইয়াসিন জানান, তার কবিতার মধ্যে প্রেম, প্রকৃতি এবং মানুষের মন ও দেহের জটিল বিন্যাস উন্মোচিত হয়েছে। একইভাবে ভাষা ও রূপকল্প বিনির্মাণে স্থাপত্য শিল্পের বিচিত্র গড়নসৌষ্ঠব তৈরির চেষ্টা করেছেন তিনি।

প্রকৃতির ২৯০ নম্বর স্টলে পাওয়া যাবে ‘কী সুন্দর অন্ধকার’। এর প্রচ্ছদ করেছেন জসিম উদ্দিন। বইটির মূল্য ১৬০ টাকা। বইটি প্রকৃতি ছাড়াও লিটলম্যাগাজিন চত্বরে মত ও পথ এর স্টলে পাওয়া যাবে।

(ওএস/এসপি/ফেব্রুয়ারি ২২, ২০১৯)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test