E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘কন্যা থেকে নেত্রী শেখ হাসিনা’ বইয়ের মোড়ক উন্মোচন আজ

২০১৯ ফেব্রুয়ারি ২৮ ১৬:০৭:১৮
‘কন্যা থেকে নেত্রী শেখ হাসিনা’ বইয়ের মোড়ক উন্মোচন আজ

স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক জীবনের প্রথম পনের বছরের ঘটনা নিয়ে ফয়েজ রেজার গবেষণায় লেখা বই- কন্যা থেকে নেত্রী শেখ হাসিনা। ২১ ফেব্রুয়ারি বইটি প্রকাশ করেছে মুক্তধারা। বইটির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন হবে আজ (২৮ ফেব্রুয়ারি ২০১৯) বিকাল সাড়ে ৪টায় বাংলা একাডেমীর শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে। মোড়ক উন্মোচন করবেন জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান। 

বাংলাদেশ ও বাংলাদেশের মানুষকে ঘিরে রাজনীতির পথে পা রেখেছিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। ১৯৯৫ সালের ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করার সময় শেখ হাসিনা ও তাঁর বোন শেখ রেহানা দেশের বাইরে থাকায় প্রাণে বাঁচেন। ১৯৮১ সালে শেখ হাসিনাকে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী নির্বাচন করা হয়। এরপর দেশে ফিরে আসেন শেখ হাসিনা, হাল ধরেন আওয়ামী লীগের। শেখ হাসিনা দেশে ফিরে আসার আগে-পরে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কেমন ছিল? বাংলাদেশের অর্থনীতি, সমাজ, সংস্কৃতির ধারা কোন দিকে প্রবাহিত হচ্ছিল এবং প্রধানমন্ত্রী হওয়ার আগ পর্যন্ত শেখ হাসিনা রাজনীতির মাঠে যেসব বিপর্যয়ের অভিজ্ঞতার সম্মুখিন হয়েছিলেন, তা সাধারণ মানুষের স্বাভাবিক জীবনে কেমন প্রভাব ফেলেছিল ইত্যাদি বিষয় আছে বইটিতে।

এদেশের সাধারণ মানুষের জীবন ঘিরে শেখ হাসিনার রাজনৈতিক জীবনের শুরু। স্বাভাবিকভাবেই বইটিতে আছে সাধারণ মানুষের জীবন সংগ্রাম, জীবন বাস্তবতা, আশা-আকাঙ্খা, প্রত্যাশা ও প্রাপ্তি-অপ্রাপ্তির গল্প। বইটি পড়ার সময় মনে হতে পারে আপনি শেখ হাসিনাকে পড়ছেন, আবার মনে হতে পারে বাংলাদেশের সমাজ, সংস্কৃতি, রাজনীতি ও অর্থনীতি বিষয়ে পড়ছেন। একবার দু-বার হয়তো ঢু মারবেন বিশ্বরাজনীতির মঞ্চসভায়।

শুধুমাত্র রাজনৈতিক সংকটের কারণে আমাদের সমাজ, অর্থনীতি একসময় কিভাবে পশ্চাৎপদ ছিল, তথ্যসমৃদ্ধভাবে তা উঠে এসেছে বইটিতে।

বইটি লেখায় গবেষণায় সহযোগিতা করেছেন- তামান্না তাসমিয়া তুয়া ও সাজিদ রায়হান। বাংলা একাডেমী প্রাঙ্গনে মুক্তধারা প্রকাশনীর স্টলে বইটি পাওয়া যাচ্ছে। মূল্য- ২৫০ টাকা।

(ওএস/এসপি/ফেব্রুয়ারি ২৮, ২০১৯)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test