E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘বরেণ্য নারীদের লেখায় বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ’ বই প্রকাশ

২০২২ মার্চ ২১ ১৬:২১:১৯
‘বরেণ্য নারীদের লেখায় বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ’ বই প্রকাশ

দেবেশ চন্দ্র সান্যাল, উল্লাপাড়া : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী মুজিববর্ষ, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বই মেলা ২০২২ উপলক্ষে প্রকাশিত হয়েছে বরেণ্য নারীদের লেখায় বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নামক বইটি। বইটি জাতির পিতা বঙ্গবন্ধু ও মহান মুক্তিযুদ্ধ সংশ্লিষ্ট লেখা সম্বলিত একটি বই। বইটির সম্পাদনা করেছেন বঙ্গবন্ধু ও মুুক্তিযুদ্ধ গবেষক তপন কুমার দে। বইটি প্রকাশ করেছে কাকলী প্রকাশ, ঢাকা।

বইটিতে লিখেছেন জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন মমতাময়ী জননেত্রী শেখ হাসিনা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজ উদ্দিন আহম্মদ এর স্ত্রী সৈয়দা জোহরা তাজ উদ্দিন ও কন্যা জাতীয় সংসদ সদস্য সিমিন হোসেন রিমি, বীর মুক্তিযোদ্ধা কন্যা চন্দনা সান্যাল সহ ৬৩ জন বরন্য নারী।

(ডিএস/এসপি/মার্চ ২১, ২০২২)

পাঠকের মতামত:

২১ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test