E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

তপন দেবনাথের বই :দূর নক্ষত্রের গল্প

২০১৬ ফেব্রুয়ারি ১২ ১৫:১৫:৩৭
তপন দেবনাথের বই :দূর নক্ষত্রের গল্প

হাকিকুল ইসলাম খোকন:দূর নক্ষত্রের গল্প– যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস প্রবাসী তপন দেবনাথের ২২তম গল্পগ্রন্থ দূর নক্ষত্রের গল্প এবারের একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে। বইটি প্রকাশিত হয়েছে ইত্যাদি গ্রন্থ প্রকাশ থেকে। প্রচ্ছদ করেছেন চারু পিন্টু।

বইয়ে মোট ৮টি ছোট গল্প রয়েছে। গল্পগুলো হলো—ধাক্কা, ভালোবাসার কিংবদন্তি, লাভ হরমোন, জন্ম থেকে জ্বলছি, ভালোবাসার এক্স-রে রিপোর্ট, অজুফার খোলা চিঠি, খুলে দাও ও গল্পের বাঁক বদল। বই আকারে প্রকাশিত হওয়ার আগে গল্পগুলো বাংলাদেশের বিভিন্ন দৈনিক পত্রিকা ও সংকলনে প্রকাশিত হয়।

প্রবাসে বাঙালি সমাজের যাপিত জীবনের সঙ্গে স্বদেশের মিল-অমিল গল্পগুলোতে প্রাধান্য পেয়েছে। এই নিয়ে প্রবাসী এই লেখকের বইয়ের সংখ্যা দাঁড়াল ২২। অপসেট পেপারে মুদ্রিত ৬৪ পৃষ্ঠার বইটির মূল্য ১২০ টাকা। বইমেলার প্রথম দিন থেকেই ইত্যাদি ৩২৯-৩৩২ নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে। যুক্তরাষ্ট্রে বইটির পরিবেশক মুক্তধারা (জ্যাকসন হাইট, নিউইয়র্ক)। যুক্তরাজ্যে সঙ্গীতা (২২ ব্রিকলেন, পূর্ব লন্ডন) ও রূপসী বাংলা লিমিটেড (২২০ টুটিং হাই স্ট্রিট, লন্ডন)।


(এইচআইকে/এস/ফেব্রুয়ারি১২,২০১৬)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test