E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মেলায় আমিনুল ইসলাম মামুনের ঝুমঝুম রেলগাড়ি 

২০১৬ ফেব্রুয়ারি ২০ ১৮:০০:০৬
মেলায় আমিনুল ইসলাম মামুনের ঝুমঝুম রেলগাড়ি 

নিউজ ডেস্ক : নতুন আরও একটি বই নিয়ে একুশে বইমেলায় নিজের অবস্থান জানান দিলেন ছড়াকার আমিনুল ইসলাম মামুন। এবারের বইমেলায় আসা এটি তার তৃতীয় ছড়াগ্রন্থ। গ্রন্থের নাম ‘ঝুমঝুম রেলগাড়ি’। বইটি প্রকাশ করেছে তৃপ্তি প্রকাশ কুঠি।

এর আগে মেলার প্রথম সপ্তাহে এসেছিল তার ‘ঘুড়ির মাঠে আয় রে সবে’ (রাতুল গ্রন্থপ্রকাশ) ও দ্বিতীয় সপ্তাহে এসেছিল ‘ছড়ায় ছড়ায় বর্ণমালা’ (তুষারধারা) বই দুটি। সময়চিহ্ন থেকে ১০০টি ছড়া নিয়ে শীঘ্রই আসছে আরেকটি ছড়াগ্রন্থ।

‘ঝুমঝুম রেলগাড়ি’ গ্রন্থটিতে মোট ২৮টি ছড়া রয়েছে। প্রতিটি ছড়ার সাথে রয়েছে চমৎকার অলংকরণ। বইটির প্রচ্ছদ ও অলংকরণ করেছেন বিশ্বনাথ ধর বিষু। বোর্ড বাই-িং করা চমৎকার এ গ্রন্থটির মূল্য রাখা হয়েছে ১৮০ টাকা। বইটি মেলায় তৃপ্তি প্রকাশ কুঠির স্টলে [স্টল নং- ৪৬৫-৪৬৬] পাওয়া যাচ্ছে।

(ওএস/এএস/ফেব্রুয়ারি ২০, ২০১৬)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test