E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের নারী বিজ্ঞানীরা এগিয়ে

২০১৪ ডিসেম্বর ২২ ১৮:০৯:২৪
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের নারী বিজ্ঞানীরা এগিয়ে

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : যানবাহন না থাকায় এত দিন রোদ বৃষ্টিতে হেটে বা রিক্সায় নানা দুভোর্গ পোহায়ে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে গবেষণা (ব্রি) মাঠে যাতায়াত করতেন নারী বিজ্ঞানীরা। শতাধিক নারী বিজ্ঞানীর মধ্যে গতকাল সোমবার ৯জনের দুভোর্গের লাঘব হয়েছে। ব্রির মহাপরিচালক ড. মো. রফিকুল ইসলাম মণ্ডল আজ দুপুরে ওই ৯ নারী বিজ্ঞানীর মাঝে মোটরসাইকেল বিতরণ করেছেন। মোটরসাইকেল পেয়ে খুশি নারী বিজ্ঞানীরা। এ সময় পরিচালক (সেবা ও সরবরাহ) ড. শামসুন নূর, তৈলবীজ গবেষণা কেন্দ্রের পরিচালক ড. ভাগ্য রাণী বণিক, এবং  ইনস্টিটিউটের অন্যান্য মহিলা বিজ্ঞানী ও মহিলা কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এ প্রসঙ্গে ড. মো. রফিকুল ইসলাম মন্ডল বলেন, ইনস্টিটিউটের গবেষণা মাঠে নিয়মিত এবং সহজ যাতায়াতের জন্যে ৯ নারী বিজ্ঞানীকে মটরসাইকেল প্রদান করা হয়েছে। ইনস্টিটিউট থেকে গবেষণা মাঠের দূরত্ব অনেক। এতে তারা নানা দুর্ভোগ পোহাতেন। মোটরসাইকেল ব্যবহার করে গবেষণা মাঠে সঠিক সময়ে উপস্থিত হওয়া এবং আন্তঃযোগাযোগের ক্ষেত্রে সময় ক্ষেপন পরিহারসহ বাংলাদেশ কৃষি গবেষণা ইনষ্টিটিউটের কাজে মনোনিবেশের পথ এক ধাপ এগিয়ে গেল।

(এসএএস/এএস/ডিসম্বের ২২, ২০১৪)

পাঠকের মতামত:

২২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test