E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরায় আর্ন্তজাতিক নারী দিবস পালিত

২০১৫ মার্চ ০৮ ১৯:১১:২০
সাতক্ষীরায় আর্ন্তজাতিক নারী দিবস পালিত

সাতক্ষীরা প্রতিনিধি : নারীর ক্ষমতায়ন-মানবতার উন্নয়ন এ প্রতিপাদ্যকে সামনে রেখে  সাতক্ষীরায় পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। দিবসটি উদযাপন উপলক্ষে রবিবার সকাল ৯টায় জেলা কালেক্টরেট চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে শেষ হয়।

সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তারাময়ী মুখার্জী। সভায় প্রধান অতিথির বক্ব্য দেন জেলা প্রশাসক মো. নাজমুল আহসান। তিনি বলেন, শুধুমাত্র দিবস পালনের মধ্যে সীমাবদ্ধ থেকে নারী উন্নয়ন হবে না। সকল কাজে নারীদেরকে অগ্রনী ভূমিকা পালন করতে হবে। আমরা এগিয়েছি অনেকটা কিন্তু যেতে হবে বহুদূর। শিক্ষা- কর্মে ও অর্থনৈতিক উন্নয়নে নারীদেরকে এগিয়ে আসতে হবে। সরকার অনেক উদ্যোগ নিয়েছে। বেসরকারী সংগঠনগুলোও একসাথে কাজ করে যাচ্ছে। আমরা নারীর উন্নয়ন কিভাবে দেখতে চাইলে সেটা নির্দিষ্ট করে আমাদের কাজ করতে হবে। নারীর অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন হলে মানবতার উন্নয়ন হবে, নারীমুক্তি মিলবে। নারীর হাতকে সেজন্য কর্মের হতে রূপান্তর করতে হবে।


অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন অতিরিক্ত পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. দিলারা বেগম, সনাক সভাপতি শিক্ষাবিদ আব্দুল হামিদ, পৌর কাউন্সিলর ফরিদা আক্তার বিউটি, মরিময় মান্নান, জোছনা আরা, ফারাহ দিবা খান সাথী, অ্যাড. শাহনাজ পারভীন মিলি, আনসার ভিডিপি কমান্ডার আনিসুর রহমান, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল কাদের, শেহেলী পারভীন ঝর্না, শহীদ হাসান প্রমুখ।

এদিকে রবিবার বিকেল তিনটায় সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির দ্বিতল ভবনে আন্তজার্তিক নারী দিবস উপলক্ষে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন অ্যাড. বাসারাতুল্লাহ আওরঙ্গী বাবলা। অন্যদের মধ্যে প্রধান অতিথি জেলা আাইনজীবী সমিতির নব নির্বাচিত সভাপতি অ্যাড. আবুল হোসেন (২), সাবেক সভাপতি অ্যাড. আব্দুল মজিদ (৩), জজ কোর্টের পিপি অ্যাড. ওসমান গণি, সাবেক সাধারন সম্পাদক অ্যাড. আমজাদ হোসেন, অ্যাড. আব্দুল বারি, অ্যাড, আসাদুজ্জামান দিলু, অ্যাড.মোস্তফাজামান, অ্যাড. শেখ মিজানুর রহমান, নবনির্বাচিত সহসভাপতি অ্যাড. ফেরদৌসি আরা লুসি, অ্যাড. শাহানাজ পারভিন মিলি, অ্যাড. নাজমুন্নাহার ঝুমুর, সৈয়দ জিয়াউর রহমান বাচ্চু, অ্যাড. সুলতানা পারভিন, অ্যাড.সোহরাব হুসাইন, অ্যাড. সালমা আক্তার বানু প্রমুখ। তারা সর্বক্ষেত্রে নারীর অগ্রাধিকার ভিত্তিতে কর্মস্থালে অধিকার নিশ্চিত করার দাবি করেন।

(আরকে/এএস/মার্চ ০৮, ২০১৫)

পাঠকের মতামত:

০১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test