E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দিনাজপুরে সরিষা ফুলের মৌ মৌ গন্ধ

২০১৮ ফেব্রুয়ারি ২৪ ১৪:৪১:০৬
দিনাজপুরে সরিষা ফুলের মৌ মৌ গন্ধ

শাহ্ আলম শাহী, দিনাজপুর : উত্তরের শষ্য ভান্ডার দিনাজপুরে বাড়তি ফসল হিসেবে সরিষা চাষ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে । ঘন কুয়াশা ও শৈত্য প্রবাহে প্রতিকুল আবহাওয়া সত্ত্বেও এ অঞ্চলে এবার বাম্পার ফলন হয়েছে সরিষার। মাটির সুরক্ষায় চাষ হচ্ছে এ সরিষার। সরিষা ক্ষেত থেকে মধু আহরণে অনেকটা বাড়তি আয়ের পাশাপাশি  ফলন বৃদ্ধির সহায়তা পাচ্ছে কৃষক।  

দিনাজপুরের পথে-ঘাটে সরিষা ফুলের মৌ মৌ গন্ধ আর বিস্তৃর্ণ মাঠ জুড়ে হলুদ রঙে’র সমারোহ। দৃষ্টি নন্দিত এ দৃশ্যে যেন জুড়িয়ে যায় প্রাণ। মননে ধারণ করে আছে সরিষা ফুলের গন্ধে ভরা সুঘ্রাণ।

গত বছর আশানুরূপ ফলন ও ভাল দাম পাওয়ায় এবার জেলায় ব্যাপক হারে বেড়ে গেছে সরিষার চায়। দিনাজপুর জেলায় এবার প্রায় ৮ হাজার হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। কিন্তু আবাদ হয়েছে প্রায় ১৩ হাজার হেক্টর জমিতে বলে জানিয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক তৌফিক ইকবাল।

ঘন কুয়াশা ও শৈত্য প্রবাহে প্রতিকুল আবহাওয়া সত্ত্বেও এ অঞ্চলে এবার এ অঞ্চলে সরিষার বাম্পার ফলন হয়েছে। বাড়তি ফসল হিসেবে সরিষা চাষ করছে কৃষক। এতে তারা প্রচুর লাভবান হচ্ছে বলে জানিয়েছে বীরগঞ্জ উপজেলার কৃষক আহমেদ হোসেন। তিনি বলেন,শষ্যেও নিরিবতায় সরিষা চাষ বেশ লাভ জনক ফসল।

সরিষা ক্ষেত থেকে অনেকে মধু আহরণ করছেন। মধু আহরণে অনেকটা বাড়তি আয়ের পাশাপাশি সরিষার ফলন বৃদ্ধির সহায়তা পাচ্ছে কৃষক।

কৃষিবিদ মো.আব্দুল হামিদ জানিয়েছেন, মাটির সুস্বাস্থ্য রক্ষায় সরিষা চাষ লাভ জনক বলে জানিয়েছেন কৃষিবিদরা। মাটি’র স্বাস্থ্য রক্ষায় অত্যাধুনিক পদ্ধতিতে উচ্চ ফলনশীল জাতের সরিষা চাষে কৃষকে পরামর্শ প্রদান ও সহায়তা প্রদান করা হচ্ছে ।

ধানের জেলা দিনাজপুরে সরিষা চাষ বাড়ছে। এ সরিষা চাষ করে ঘুরেছে অনেক কৃষকের ভাগ্যের চাকা। সরিষা চাষে কৃষি বিভাগের সহযোগিতা অব্যাহত থাকলে এবং এ সরিষার ন্যায্য মূল্য পেলে আগামীতে এ অঞ্চলে সরিষা চাষের পরিধি আরও বৃদ্ধি পাবে এমটাই মন্তব্য করেছেন কৃষকবিদরা।

(এসএএস/এসপি/ফেব্রুয়ারি ২৪, ২০১৮)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test