E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আজমিরীগঞ্জে বোরোর বাম্পার ফলন কৃষকের মুখে হাসি

২০১৮ এপ্রিল ২৩ ১৬:৫২:০৮
আজমিরীগঞ্জে বোরোর বাম্পার ফলন কৃষকের মুখে হাসি

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার প্রত্যন্ত হাওর এলাকাবাসীর কাছে বোরো ফসলই প্রধান। যদিও কৃষকরা আমন, রোপা আমন, সবজিসহ নানান ধরনের ফসল চাষ করে থাকেন। বোরো ফসলে তাদের সারা বছরের জীবিকা নির্বাহ ও তাদের সন্তানদের লেখাপড়ার খরচ যোগান দিয়ে থাকেন। 

গত বছর সারা দেশের ন্যায় আজমিরীগঞ্জ উপজেলায় অকাল বন্যায় বোরো ফসল তলিয়ে যাওয়ায় কৃষক কৃষাণীদের মাঝে হাহাকার দেখা দেয়, অনেক কৃষকই এলাকা ছেড়ে অন্য চট্টগ্রাম, সিলেট, ভোলাগঞ্জ, জাফলংসহ নানান স্থানে গিয়ে জীবিকা নির্বাহ করছেন।

বর্তমান বোরো মৌসুমে কৃষকরা বুকভরা স্বপ্ন নিয়ে ঘুরে দাঁড়ানোর আশায় আবারও বোরো ধানের চাষ করেন। বিভিন্ন হাওর ঘুরে দেখা গেছে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। কৃষক ও শ্রমিক মিলে ধান কর্তন করছে আর মনের সুখে ভাটিয়ালি গান গাইছে।

স্থানীয় কৃষকদের সাথে আলাপ করে জানা যায়, গত কিছুদিন পূর্ব থেকে ধান কাটা শুরু হয়েছে। বর্তমানে পুরোদমে ধান কাটা চলছে। কাক ডাকা ভোর সকালে কৃষকরা ঘুম থেকে উঠে শ্রমিক নিয়ে জমিতে ধান কাটা শুরু করে বিকেলে ধান মাড়াই দিয়ে সময় পার করছেন।

আজমিরীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বলেন, অত্র উপজেলায় ১৫ হাজার ৭০ হেক্টর জমিতে বোরো ধান চাষ করা হয়েছে। তবে বর্তমানে আবহাওয়া অনুকুলে থাকায় বোরো ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সাড়ে ৫৫ লাখ মেট্রিক টন।

কৃষক জাকির হোসেন বলেন, আবহাওয়া অনুকুলে ও বীজ, সার পর্যাপ্ত পরিমাণ পাওয়ায় অন্যান্য বছরের তুলনায় এ বছর ফলন অনেক বেশি হয়েছে।

(এমইউএ/এসপি/এপ্রিল ২৩, ২০১৮)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test