E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কামধেনু সমাচার !

২০১৪ জুলাই ১৩ ১৭:২৩:২৫
কামধেনু সমাচার !

শেরপুর প্রতিনিধি : অবিশ্বাস্য হলেও সত্য, বাচ্চা হয়নি অথচ বকন গরু দুধ দিচ্ছে। আর এ ঘটনাটি ঘটেছে শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার কান্দুলী গ্রামে।

ওই গ্রামের আব্দুল কাদিরের একটি শাহী ওয়ালী জাতের গাভী ৩ বছর পুর্বে একটি বকন গরু প্রসব করে। আব্দুল কাদির জানান, বকন গরুটি প্রায় এক মাস পুর্বে ছটফট শুরু করে এবং ডাক চিৎকার করতে থাকে। এসময় তিনি বকনটির কাছে গিয়ে দেখতে পান দুধের বাটটি অস্বাভাবিক বড় আকার ধারণ করেছে। কৌতুহলী হয়ে তিনি বকনের দুধের বাটটি ধরে টান দিলে অনবরত দুধ বের হয়ে আসতে থাকে। বকনটিও তখন ছটফটানি কমে শান্ত হতে থাকে।

তখন তিনি তড়িৎ একটি বালতি এনে দুধ দহন শুরু করেন। এভাবে গত এক মাস যাবত তিনি দুধ আহরণ করছেন। আব্দুল কাদির বলেন, প্রতিদিন বিকেলের দিকে বকনটি একবার দোহন করে ৮০০/৯০০ গ্রাম করে দুধ পাওয়া যাচ্ছে। এক মাস ধরে এভাবে দুধ পাচ্ছি। দুধও বেশ ঘন এবং খেতে সুস্বাদু। এদিকে, এ সংবাদ ছড়িয়ে পড়লে বকনটি দেখার জন্য প্রতিদিন আব্দুল কাদিরের বাড়ীতে আশপাশের মানুষ ভীড় জমাচ্ছে।

এ ব্যাপারে শেরপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল মান্নানের নিকট জানতে চাইতে তিনি জানান, হরমোনজনিত কারণে এমন হতে পারে। এ ধরনের বকন গরুকে কামধেনু বলা হয়।

(এইচবি/জেএ/জুলাই ১৩, ২০১৪)



পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test